ETV Bharat / state

BJP Allegation: রাজ্য সরকার উলঙ্গ হয়ে যাবে জেনে কোনওভাবেই দিল্লিতে মন্ত্রীর সঙ্গে দেখা করেননি অভিষেকরা: বিজেপি - সুকান্ত মজুমদার

BJP slams Abhishek Banerjee: রাজ্য সরকার উলঙ্গ হয়ে যাবে জেনে কোনওভাবেই দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করার সাহস দেখাতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ৷ এমনই অভিযোগ বঙ্গ বিজেপির ৷

BJP slams Abhishek Banerjee
অভিষেক-শুভেন্দু-সুকান্ত
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 1:40 PM IST

Updated : Oct 4, 2023, 2:21 PM IST

রাজ্য সরকারক তোপ সুকান্ত-শুভেন্দুর

কলকাতা, 4 অক্টোবর: দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তৃণমূলের নেতৃত্বে প্রতিনিধি দল দেখা করলে তো মন্ত্রী রাজ্য সরকারকে উলঙ্গ করে দিতেন ৷ সেই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়রা মন্ত্রীর সঙ্গে দেখা করেননি ৷ এমনই দাবি বঙ্গ বিজেপির ৷ এই ঘটনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একযোগে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

মঙ্গলবার দিল্লির কর্মসূচিকে তৃণমূলের ড্রামাবাজি বলে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, প্রথমে কৃষিমন্ত্রী পাঁচজন সাংসদকে সময় দিয়েছিলেন ৷ তারপর ছয় জনকে সময় দিয়েছিলেন তিনি ৷ তারপরে সমস্ত সাংসদদের সঙ্গে দেখা করার জন্য সময় দেন ৷ এরও পরে তৃণমূলের দাবিতে জনতার সঙ্গেও কথা বলার জন্য রাজি হন মন্ত্রী ৷ তবে তিনি বলেছিলেন যে, আগে তিনি সাংসদদের সঙ্গে কথা বলবেন, সমস্যাটা কী তা জানবেন ৷ তারপরে বাকিদের সঙ্গে কথা বলবেন । কিন্তু তাতেও তাঁরা বললেন যে, না আগে জনতার সঙ্গে কথা বলতে হবে । অর্থাৎ কোনও ভাবেই তৃণমূল কংগ্রেস মন্ত্রীর সামনাসামনি হতে চাইছিল না ৷ কারণ তাহলে তো মন্ত্রী সব ফাঁস করে দেবেন । মন্ত্রী সমস্ত তথ্য দিয়ে উলঙ্গ করে দেবেন । কারণ তথ্য সব বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের পক্ষে ।

5 অক্টোবর তৃণমূলের রাজভবন অভিযান নিয়ে সুকান্ত বলেন যে, "তৃণমূল যা ইচ্ছে করুক ৷ কিন্তু বিষয়টি হচ্ছে মন্ত্রীর সঙ্গে দেখা না-করে পালিয়ে গেলেন কেন ? তাঁরা ভয়ে পালিয়ে এসেছেন । কারণ নিজের কাছে যুক্তি নেই ।" তাঁর প্রশ্ন, "বিজেপি 50 জন জনতাকে নিয়ে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেলে তিনি কি দেখা করবেন ? দম আছে ?"

আরও পড়ুন: দিল্লিতে পুলিশি হেনস্তা, লক্ষ্মীবারে এক লক্ষ কর্মী-সমর্থক নিয়ে রাজভবন অভিযানের ডাক অভিষেকের

এ দিকে, মঙ্গলবার দিল্লিতে একাধিক কর্মসূচি সেরে আজই কলকাতায় ফেরেন শুভেন্দু অধিকারী । বিমানবন্দরেই তিনি দিল্লিতে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি নিয়ে একহাত নেন রাজ্য সরকারকে ৷ দিল্লিতে যে ভাবে তৃণমূলকে বাধা দেওয়া হল, বাংলাতেও সে ভাবেই বিজেপিকে বাধা দেওয়া হবে । তৃণমূল নেতাদের এমন দাবির পালটা জবাব দিয়ে আজ শুভেন্দু অধিকারী বলেন, "এখানে বিজেপিকে বাধা দিতে বাকি রেখেছে নাকি ? বিধানসভা নির্বাচনের পর থেকেই তো তাই করছে ৷ ক'দিন আগে তো স্বাস্থ্যভবনে করেছিল, আবার করলেও বিজেপি প্রস্তুত আছে ।"

গতকাল দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমে আটক করা হয় ৷ তারপর তাঁকে বন্ডে ছেড়েও দেওয়া হয়েছে বলে জানান শুভেন্দু অধিকারী । তিনি বলেন, "আইন কারও ঊর্ধ্বে নয় । কৃষি ভবনে পাঁচজনের গিয়ে কথা বলার অনুমতি দেওয়া হয়েছিল ৷ কিন্তু ওরা 40 জন নিয়ে গিয়েছে । ডায়মন্ডহারবার না কলকাতা পেয়েছে ?"

শুভেন্দু অধিকারীকে সময় দেওয়া হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন সময় দিলেন না মন্ত্রী ? এই প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারী বলেন, "যথেষ্ট সময় দেওয়া হয়েছিল । পাঁচজনকে ডেকেছিল, 40 জন নিয়ে গিয়েছে । ওটা কি হাট নাকি ?"

রাজ্য সরকারক তোপ সুকান্ত-শুভেন্দুর

কলকাতা, 4 অক্টোবর: দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তৃণমূলের নেতৃত্বে প্রতিনিধি দল দেখা করলে তো মন্ত্রী রাজ্য সরকারকে উলঙ্গ করে দিতেন ৷ সেই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়রা মন্ত্রীর সঙ্গে দেখা করেননি ৷ এমনই দাবি বঙ্গ বিজেপির ৷ এই ঘটনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একযোগে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

মঙ্গলবার দিল্লির কর্মসূচিকে তৃণমূলের ড্রামাবাজি বলে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, প্রথমে কৃষিমন্ত্রী পাঁচজন সাংসদকে সময় দিয়েছিলেন ৷ তারপর ছয় জনকে সময় দিয়েছিলেন তিনি ৷ তারপরে সমস্ত সাংসদদের সঙ্গে দেখা করার জন্য সময় দেন ৷ এরও পরে তৃণমূলের দাবিতে জনতার সঙ্গেও কথা বলার জন্য রাজি হন মন্ত্রী ৷ তবে তিনি বলেছিলেন যে, আগে তিনি সাংসদদের সঙ্গে কথা বলবেন, সমস্যাটা কী তা জানবেন ৷ তারপরে বাকিদের সঙ্গে কথা বলবেন । কিন্তু তাতেও তাঁরা বললেন যে, না আগে জনতার সঙ্গে কথা বলতে হবে । অর্থাৎ কোনও ভাবেই তৃণমূল কংগ্রেস মন্ত্রীর সামনাসামনি হতে চাইছিল না ৷ কারণ তাহলে তো মন্ত্রী সব ফাঁস করে দেবেন । মন্ত্রী সমস্ত তথ্য দিয়ে উলঙ্গ করে দেবেন । কারণ তথ্য সব বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের পক্ষে ।

5 অক্টোবর তৃণমূলের রাজভবন অভিযান নিয়ে সুকান্ত বলেন যে, "তৃণমূল যা ইচ্ছে করুক ৷ কিন্তু বিষয়টি হচ্ছে মন্ত্রীর সঙ্গে দেখা না-করে পালিয়ে গেলেন কেন ? তাঁরা ভয়ে পালিয়ে এসেছেন । কারণ নিজের কাছে যুক্তি নেই ।" তাঁর প্রশ্ন, "বিজেপি 50 জন জনতাকে নিয়ে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেলে তিনি কি দেখা করবেন ? দম আছে ?"

আরও পড়ুন: দিল্লিতে পুলিশি হেনস্তা, লক্ষ্মীবারে এক লক্ষ কর্মী-সমর্থক নিয়ে রাজভবন অভিযানের ডাক অভিষেকের

এ দিকে, মঙ্গলবার দিল্লিতে একাধিক কর্মসূচি সেরে আজই কলকাতায় ফেরেন শুভেন্দু অধিকারী । বিমানবন্দরেই তিনি দিল্লিতে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি নিয়ে একহাত নেন রাজ্য সরকারকে ৷ দিল্লিতে যে ভাবে তৃণমূলকে বাধা দেওয়া হল, বাংলাতেও সে ভাবেই বিজেপিকে বাধা দেওয়া হবে । তৃণমূল নেতাদের এমন দাবির পালটা জবাব দিয়ে আজ শুভেন্দু অধিকারী বলেন, "এখানে বিজেপিকে বাধা দিতে বাকি রেখেছে নাকি ? বিধানসভা নির্বাচনের পর থেকেই তো তাই করছে ৷ ক'দিন আগে তো স্বাস্থ্যভবনে করেছিল, আবার করলেও বিজেপি প্রস্তুত আছে ।"

গতকাল দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমে আটক করা হয় ৷ তারপর তাঁকে বন্ডে ছেড়েও দেওয়া হয়েছে বলে জানান শুভেন্দু অধিকারী । তিনি বলেন, "আইন কারও ঊর্ধ্বে নয় । কৃষি ভবনে পাঁচজনের গিয়ে কথা বলার অনুমতি দেওয়া হয়েছিল ৷ কিন্তু ওরা 40 জন নিয়ে গিয়েছে । ডায়মন্ডহারবার না কলকাতা পেয়েছে ?"

শুভেন্দু অধিকারীকে সময় দেওয়া হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন সময় দিলেন না মন্ত্রী ? এই প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারী বলেন, "যথেষ্ট সময় দেওয়া হয়েছিল । পাঁচজনকে ডেকেছিল, 40 জন নিয়ে গিয়েছে । ওটা কি হাট নাকি ?"

Last Updated : Oct 4, 2023, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.