কলকাতা, 19 জুলাই : জাল ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ ৷ আজ সুকিয়া স্ট্রিটে রামমোহন লাইব্রেরি সামনে ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখায় বিজেপি ৷ সেখানে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ৷ ঘটনায় রাহুল সিনহা সহ 20 জন কর্মী, সমর্থককে আটক করে কলকাতা পুলিশ ।
ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে আজ উত্তর ডিসি অফিস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি । এরপর সুকিয়া স্ট্রিটে বিজেপি কর্মী-সমর্থকরা জমায়েত করলেই পুলিশ তাদের আটক করে । যে কারণে পুলিশ ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে গন্ডগোল বেঁধে যায় । বিজেপির কাউন্সিলর বিজয় ওঝাকে পুলিশ প্রিজন ভ্যানে তোলে । রাহুল সিনহা সহ অন্যান্যদেরও আঠক করে পুলিশ ৷
আরও পড়ুন : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল চালিয়ে সংসদে তৃণমূল সাংসদরা
এই বিষয়ে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, "আমাদের শান্তিপূর্ণ আন্দোলন পুলিশ বাধা দিয়েছে । যারা এখানে জমায়েত করে তাদের জোর করে পুলিশ আটক করে লালবাজারে নিয়ে যায় । এই ঘটনায় আমরা তীব্র ধিক্কার জানাই । অবিলম্বে রাজ্যজুড়ে জাল ভ্যাকসিন বন্ধ করতে হবে ।"