কলকাতা, ৫ মার্চ : প্রয়াত হলেন মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি দেবী। আজ সন্ধ্যায় কলকাতা SSKM হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ফুসফুসে সংক্রমণজনিত কারণে গুরুতর অসুস্থ ছিলেন। ২৮ ফেব্রুয়ারি তাঁকে কল্যাণী JNM হাসপাতালে ভরতি করা হয়েছিল।
সেখানে তাঁর চিকিৎসার উন্নতি না হওয়ায় ৩ মার্চ তাঁকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গতকাল সকাল থেকে তাঁর অবস্থার ক্রমশ অবনতি হতে শুরু করে।
আজ সন্ধ্যায় তাঁকে হাসপাতালে দেখতে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই চিকিৎসকরা বড়মার মৃত্যু সংবাদ ঘোষণা করেন।