ETV Bharat / state

অনলাইন গেমিং, ঘোড়দৌড়, ক্যাসিনো 28 শতাংশ জিএসটি বসাতে বিল পাশ বিধানসভায়

GST on Online Gaming: বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয় পশ্চিমবঙ্গ পণ্য ও পরিষেবা কর (দ্বিতীয় সংশোধন) বিল, 2023 ৷ এই বিল আইনে পরিণত হলে অনলাইন গেমিং, ঘোড়দৌড় ও ক্যাসিনোয় 28 শতাংশ জিএসটি বসে ৷ অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, এই ক্ষেত্রে সর্বোচ্চ জিএসটি আরোপে পশ্চিমবঙ্গই প্রথম রাজ্য ৷

GST on Online Gaming
GST on Online Gaming
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 7:08 PM IST

কলকাতা, 7 ডিসেম্বর: অনলাইন গেমিংয়ে কর বসালো পশ্চিমবঙ্গ সরকার ৷ বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি বিল পাশ হয় পশ্চিমবঙ্গ বিধানসভায় ৷ সেই বিল আইনে পরিণত হলেই বাজি ধরে অনলাইন গেমিং করলে 28 শতাংশ জিএসটি দিতে হবে ৷ একই হারে জিএসটি ধার্য করা হল ঘোড়দৌড় ও ক্যাসিনোর ক্ষেত্রেও ৷

পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, যখন এই পশ্চিমবঙ্গ পণ্য ও পরিষেবা কর (দ্বিতীয় সংশোধন) বিল, 2023 আইনে পরিণত হবে, তখন অনলাইন গেমিং, ঘোড়দৌড় ও ক্যাসিনো থেকে যে জিএসটি আসবে, তা রাজ্যের রাজস্ব বৃদ্ধি করবে ।

তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য, যা অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ হারে জিএসটি আরোপ করল ৷ এর কারণ হিসেবে তাঁর বক্তব্য, অনলাইন গেমিং, ক্যাসিনো এবং ঘোড়দৌড়ে বাজি ধরতে দক্ষতার প্রয়োজন পড়ে না ৷ শুধু সুযোগের ব্যবহার করতে হয় ৷ তাই এই ক্ষেত্রে অংশগ্রহণের অধিকার ও জয়ের অধিকারকে আলাদা করা যায় না ৷

তাঁর দাবি, রাজ্য সরকার এই বিল আগেই পেশ করত ৷ কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোসের কারণে অনেকটা দেরি হয়ে গেল ৷ কারণ, এই বিল নিয়ে রাজ্যপালের অনেক প্রশ্ন ছিল ৷ সেই সব প্রশ্নের সদুত্তর দেওয়ার পরই বিল পেশে সম্মতি মেলে ৷

উল্লেখ্য, শুধু পশ্চিমবঙ্গ নয়, অনলাইন গেমিংয়ের উপর বেশ কয়েকটি রাজ্য জিএসটি আরোপ করেছে ৷ চলতি বছরের পয়লা অক্টোবর থেকে তা বলবৎও হয়ে গিয়েছে ৷ এবার পশ্চিমবঙ্গেও তা বলবৎ হতে চলল ৷

এদিকে এ দিন চন্দ্রিমা ভট্টাচার্য আরও একবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন ৷ তাঁর দাবি, রাজ্য এখনও আন্তঃরাজ্য পণ্য ও পরিষেবা কর বা আইজিএসটি হিসাবে কেন্দ্রের কাছে 467 কোটি টাকা পায় ।

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. রাজ্যের চাপেই অনলাইন গেমিং-ক্যাসিনো-ঘোড়দৌড়ে 28%, জিএসটি সংশোধনী পাশ বিধানসভায়
  2. নিসার নন, অনলাইন গেমিং প্রতারণায় অভিযুক্ত তাঁর বাবা আমির খান
  3. গিরিরাজের ঠুমকা মন্তব্য নিয়ে তপ্ত বিধানসভা, বাদানুবাদে জড়াল শাসক ও বিরোধীপক্ষ

কলকাতা, 7 ডিসেম্বর: অনলাইন গেমিংয়ে কর বসালো পশ্চিমবঙ্গ সরকার ৷ বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি বিল পাশ হয় পশ্চিমবঙ্গ বিধানসভায় ৷ সেই বিল আইনে পরিণত হলেই বাজি ধরে অনলাইন গেমিং করলে 28 শতাংশ জিএসটি দিতে হবে ৷ একই হারে জিএসটি ধার্য করা হল ঘোড়দৌড় ও ক্যাসিনোর ক্ষেত্রেও ৷

পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, যখন এই পশ্চিমবঙ্গ পণ্য ও পরিষেবা কর (দ্বিতীয় সংশোধন) বিল, 2023 আইনে পরিণত হবে, তখন অনলাইন গেমিং, ঘোড়দৌড় ও ক্যাসিনো থেকে যে জিএসটি আসবে, তা রাজ্যের রাজস্ব বৃদ্ধি করবে ।

তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য, যা অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ হারে জিএসটি আরোপ করল ৷ এর কারণ হিসেবে তাঁর বক্তব্য, অনলাইন গেমিং, ক্যাসিনো এবং ঘোড়দৌড়ে বাজি ধরতে দক্ষতার প্রয়োজন পড়ে না ৷ শুধু সুযোগের ব্যবহার করতে হয় ৷ তাই এই ক্ষেত্রে অংশগ্রহণের অধিকার ও জয়ের অধিকারকে আলাদা করা যায় না ৷

তাঁর দাবি, রাজ্য সরকার এই বিল আগেই পেশ করত ৷ কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোসের কারণে অনেকটা দেরি হয়ে গেল ৷ কারণ, এই বিল নিয়ে রাজ্যপালের অনেক প্রশ্ন ছিল ৷ সেই সব প্রশ্নের সদুত্তর দেওয়ার পরই বিল পেশে সম্মতি মেলে ৷

উল্লেখ্য, শুধু পশ্চিমবঙ্গ নয়, অনলাইন গেমিংয়ের উপর বেশ কয়েকটি রাজ্য জিএসটি আরোপ করেছে ৷ চলতি বছরের পয়লা অক্টোবর থেকে তা বলবৎও হয়ে গিয়েছে ৷ এবার পশ্চিমবঙ্গেও তা বলবৎ হতে চলল ৷

এদিকে এ দিন চন্দ্রিমা ভট্টাচার্য আরও একবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন ৷ তাঁর দাবি, রাজ্য এখনও আন্তঃরাজ্য পণ্য ও পরিষেবা কর বা আইজিএসটি হিসাবে কেন্দ্রের কাছে 467 কোটি টাকা পায় ।

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. রাজ্যের চাপেই অনলাইন গেমিং-ক্যাসিনো-ঘোড়দৌড়ে 28%, জিএসটি সংশোধনী পাশ বিধানসভায়
  2. নিসার নন, অনলাইন গেমিং প্রতারণায় অভিযুক্ত তাঁর বাবা আমির খান
  3. গিরিরাজের ঠুমকা মন্তব্য নিয়ে তপ্ত বিধানসভা, বাদানুবাদে জড়াল শাসক ও বিরোধীপক্ষ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.