কলকাতা, 18 অক্টোবর : KMDA চেয়েছিল আজ থেকেই দু'দিন স্বাস্থ্য পরীক্ষা করবে বিজন সেতুর । রাজি হয়নি পুলিশ । কারণ সামনে কালীপুজো । উৎসবের মরশুম শেষ হয়নি এখনও । এই মুহূর্তে বিজন সেতুর মতো গুরুত্বপূর্ণ সেতু বন্ধ রাখলে দক্ষিণ কলকাতার যান চলাচলে সমস্যা হবে । লালবাজার সূত্রের খবর, আগামী মাসে অর্থাৎ নভেম্বরে বিজন সেতুর স্বাস্থ্য পরীক্ষার অনুমতি দেওয়া হতে পারে । যার জন্য কিছুদিন বন্ধ থাকতে পারে বালিগঞ্জ -কসবা এই কানেক্টরটি ।
প্রথম দফায় কলকাতার আটটি সেতুর স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছিল সংশ্লিষ্ট কমিটি । শিয়ালদা উড়ালপুল, জীবনানন্দ সেতু, অরবিন্দ সেতু-সহ সাতটির স্বাস্থ্য পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গেছে । বাকি রয়েছে বালিগঞ্জের বিজন সেতু । সেই সূত্রেই KMDA-র তরফে কলকাতা পুলিশের কাছে প্রস্তাব দেওয়া হয়, স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ থেকে দু'দিন বন্ধ করা হবে ওই সেতুটি । কিন্তু তাতে রাজি হয়নি কলকাতা পুলিশ । সপ্তাহের মাঝে এমনভাবে সেতুটি বন্ধ হলে সল্টলেক, রুবি, কসবা থেকে গড়িয়াহাট বা রাসবিহারী আসতে বা উলটোক্ষেত্রেও সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা । আর এমনিতেই টালা ব্রিজের কারণে উত্তর কলকাতা ট্র্যাফিক নিয়ে সমস্যায় রয়েছে পুলিশ । তার উপরে দক্ষিণ কলকাতায় অন্যতম গুরুত্বপূর্ণ বিজন সেতুর স্বাস্থ্য পরীক্ষা হলে সমস্যা অনেকটাই বাড়ত । কলকাতা পুলিশ চাইছে কালীপুজো এবং দীপাবলি মিটে যাওয়ার পরই ওই সেতুর স্বাস্থ্য পরীক্ষা হোক । সেক্ষেত্রে নভেম্বরের প্রথম সপ্তাহের শেষে কিংবা দ্বিতীয় সপ্তাহের শেষে বিজন সেতু বন্ধ রেখে স্বাস্থ্য পরীক্ষা হতে পারে বলে সূত্রের খবর । এ প্রসঙ্গে DC( ট্র্যাফিক) সন্তোষ পাণ্ডে ETV ভারতকে বলেন, “এবিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হলে জানিয়ে দেওয়া হবে ।"
KMDA সূত্রে খবর, বিজন সেতুর স্বাস্থ্যপরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে স্টুপ নামে একটি সংস্থাকে । এই সংস্থায় শিয়ালদা এবং কালীঘাট উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করেছে । তারপর তারা রিপোর্টও জমা দিয়েছে নবান্নে । বিজন সেতুর স্বাস্থ্য পরীক্ষার পর দ্রুত মেরামতির কাজ করতে চায় KMDA। সূত্র আরও জানাচ্ছে, কালীপুজো এবং ছট পুজো মিটে গেলে ঢাকুরিয়া ব্রিজ-সহ আরও ছ'টি সেতুর স্বাস্থ্য পরীক্ষা হতে পারে । কারণ এই বছরের মধ্যেই রাজ্যের সবকটি সেতুর স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ।