ETV Bharat / state

নভেম্বরে বন্ধ থাকবে বিজন সেতু? - Bijan setu may Close for a while

স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামী মাসে বন্ধ হতে পারে বিজন সেতু । উৎসবের মরশুম শেষ হওয়ার পর স্বাস্থ্য পরীক্ষা হবে বলে জানা গেছে ।

বিজন সেতু
author img

By

Published : Oct 18, 2019, 1:16 PM IST

কলকাতা, 18 অক্টোবর : KMDA চেয়েছিল আজ থেকেই দু'দিন স্বাস্থ্য পরীক্ষা করবে বিজন সেতুর । রাজি হয়নি পুলিশ । কারণ সামনে কালীপুজো । উৎসবের মরশুম শেষ হয়নি এখনও । এই মুহূর্তে বিজন সেতুর মতো গুরুত্বপূর্ণ সেতু বন্ধ রাখলে দক্ষিণ কলকাতার যান চলাচলে সমস্যা হবে । লালবাজার সূত্রের খবর, আগামী মাসে অর্থাৎ নভেম্বরে বিজন সেতুর স্বাস্থ্য পরীক্ষার অনুমতি দেওয়া হতে পারে । যার জন্য কিছুদিন বন্ধ থাকতে পারে বালিগঞ্জ -কসবা এই কানেক্টরটি ।

প্রথম দফায় কলকাতার আটটি সেতুর স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছিল সংশ্লিষ্ট কমিটি । শিয়ালদা উড়ালপুল, জীবনানন্দ সেতু, অরবিন্দ সেতু-সহ সাতটির স্বাস্থ্য পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গেছে । বাকি রয়েছে বালিগঞ্জের বিজন সেতু । সেই সূত্রেই KMDA-র তরফে কলকাতা পুলিশের কাছে প্রস্তাব দেওয়া হয়, স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ থেকে দু'দিন বন্ধ করা হবে ওই সেতুটি । কিন্তু তাতে রাজি হয়নি কলকাতা পুলিশ । সপ্তাহের মাঝে এমনভাবে সেতুটি বন্ধ হলে সল্টলেক, রুবি, কসবা থেকে গড়িয়াহাট বা রাসবিহারী আসতে বা উলটোক্ষেত্রেও সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা । আর এমনিতেই টালা ব্রিজের কারণে উত্তর কলকাতা ট্র্যাফিক নিয়ে সমস্যায় রয়েছে পুলিশ । তার উপরে দক্ষিণ কলকাতায় অন্যতম গুরুত্বপূর্ণ বিজন সেতুর স্বাস্থ্য পরীক্ষা হলে সমস্যা অনেকটাই বাড়ত । কলকাতা পুলিশ চাইছে কালীপুজো এবং দীপাবলি মিটে যাওয়ার পরই ওই সেতুর স্বাস্থ্য পরীক্ষা হোক । সেক্ষেত্রে নভেম্বরের প্রথম সপ্তাহের শেষে কিংবা দ্বিতীয় সপ্তাহের শেষে বিজন সেতু বন্ধ রেখে স্বাস্থ্য পরীক্ষা হতে পারে বলে সূত্রের খবর । এ প্রসঙ্গে DC( ট্র্যাফিক) সন্তোষ পাণ্ডে ETV ভারতকে বলেন, “এবিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হলে জানিয়ে দেওয়া হবে ।"

KMDA সূত্রে খবর, বিজন সেতুর স্বাস্থ্যপরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে স্টুপ নামে একটি সংস্থাকে । এই সংস্থায় শিয়ালদা এবং কালীঘাট উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করেছে । তারপর তারা রিপোর্টও জমা দিয়েছে নবান্নে । বিজন সেতুর স্বাস্থ্য পরীক্ষার পর দ্রুত মেরামতির কাজ করতে চায় KMDA। সূত্র আরও জানাচ্ছে, কালীপুজো এবং ছট পুজো মিটে গেলে ঢাকুরিয়া ব্রিজ-সহ আরও ছ'টি সেতুর স্বাস্থ্য পরীক্ষা হতে পারে । কারণ এই বছরের মধ্যেই রাজ্যের সবকটি সেতুর স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ।

কলকাতা, 18 অক্টোবর : KMDA চেয়েছিল আজ থেকেই দু'দিন স্বাস্থ্য পরীক্ষা করবে বিজন সেতুর । রাজি হয়নি পুলিশ । কারণ সামনে কালীপুজো । উৎসবের মরশুম শেষ হয়নি এখনও । এই মুহূর্তে বিজন সেতুর মতো গুরুত্বপূর্ণ সেতু বন্ধ রাখলে দক্ষিণ কলকাতার যান চলাচলে সমস্যা হবে । লালবাজার সূত্রের খবর, আগামী মাসে অর্থাৎ নভেম্বরে বিজন সেতুর স্বাস্থ্য পরীক্ষার অনুমতি দেওয়া হতে পারে । যার জন্য কিছুদিন বন্ধ থাকতে পারে বালিগঞ্জ -কসবা এই কানেক্টরটি ।

প্রথম দফায় কলকাতার আটটি সেতুর স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছিল সংশ্লিষ্ট কমিটি । শিয়ালদা উড়ালপুল, জীবনানন্দ সেতু, অরবিন্দ সেতু-সহ সাতটির স্বাস্থ্য পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গেছে । বাকি রয়েছে বালিগঞ্জের বিজন সেতু । সেই সূত্রেই KMDA-র তরফে কলকাতা পুলিশের কাছে প্রস্তাব দেওয়া হয়, স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ থেকে দু'দিন বন্ধ করা হবে ওই সেতুটি । কিন্তু তাতে রাজি হয়নি কলকাতা পুলিশ । সপ্তাহের মাঝে এমনভাবে সেতুটি বন্ধ হলে সল্টলেক, রুবি, কসবা থেকে গড়িয়াহাট বা রাসবিহারী আসতে বা উলটোক্ষেত্রেও সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা । আর এমনিতেই টালা ব্রিজের কারণে উত্তর কলকাতা ট্র্যাফিক নিয়ে সমস্যায় রয়েছে পুলিশ । তার উপরে দক্ষিণ কলকাতায় অন্যতম গুরুত্বপূর্ণ বিজন সেতুর স্বাস্থ্য পরীক্ষা হলে সমস্যা অনেকটাই বাড়ত । কলকাতা পুলিশ চাইছে কালীপুজো এবং দীপাবলি মিটে যাওয়ার পরই ওই সেতুর স্বাস্থ্য পরীক্ষা হোক । সেক্ষেত্রে নভেম্বরের প্রথম সপ্তাহের শেষে কিংবা দ্বিতীয় সপ্তাহের শেষে বিজন সেতু বন্ধ রেখে স্বাস্থ্য পরীক্ষা হতে পারে বলে সূত্রের খবর । এ প্রসঙ্গে DC( ট্র্যাফিক) সন্তোষ পাণ্ডে ETV ভারতকে বলেন, “এবিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হলে জানিয়ে দেওয়া হবে ।"

KMDA সূত্রে খবর, বিজন সেতুর স্বাস্থ্যপরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে স্টুপ নামে একটি সংস্থাকে । এই সংস্থায় শিয়ালদা এবং কালীঘাট উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করেছে । তারপর তারা রিপোর্টও জমা দিয়েছে নবান্নে । বিজন সেতুর স্বাস্থ্য পরীক্ষার পর দ্রুত মেরামতির কাজ করতে চায় KMDA। সূত্র আরও জানাচ্ছে, কালীপুজো এবং ছট পুজো মিটে গেলে ঢাকুরিয়া ব্রিজ-সহ আরও ছ'টি সেতুর স্বাস্থ্য পরীক্ষা হতে পারে । কারণ এই বছরের মধ্যেই রাজ্যের সবকটি সেতুর স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ।

Intro:কলকাতা, 18 অক্টোবর: KMDA চেয়েছিল আজ থেকেই দুদিন স্বাস্থ্য পরীক্ষা হবে বিজন সেতুর। রাজি হয়নি পুলিশ। কারণ সামনে কালীপুজো। উৎসবের মৌসুম শেষ হয়নি এখনো। এই মুহূর্তে বিজন সেতুর মতো গুরুত্বপূর্ণ সেতু বন্ধ রাখলে দক্ষিণ কলকাতার যান চলাচলে সমস্যা হবে। লালবাজার সূত্রের খবর, আগামী নভেম্বরে বিজন সেতু স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমতি দেওয়া হতে পারে। Body:প্রথম দফায় কলকাতার ৮ সেতুর স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছিল সংশ্লিষ্ট কমিটি। শিয়ালদা উড়ালপুল,জীবনানন্দ সেতু, অরবিন্দ সেতুসহ তারমধ্যে সাতটির স্বাস্থ্য পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গেছে। বাকি রয়েছে বালিগঞ্জের বিজন সেতু। সেই সূত্রেই KMDAর তরফে কলকাতা পুলিশের কাছে প্রস্তাব দেওয়া হয়, আজ থেকে দুদিন করা হবে ওই সেতুর স্বাস্থ্য পরীক্ষা। কিন্তু তাতে রাজি নয় কলকাতা পুলিশ। এমনিতেই টালা ব্রিজের কারণে উত্তর কলকাতা ট্রাফিক নিয়ে সমস্যায় রয়েছে পুলিশ। তার উপরে দক্ষিণ কলকাতায় অন্যতম গুরুত্বপূর্ণ বিজন সেতুর স্বাস্থ্য পরীক্ষা হলে সমস্যা অনেকটাই বাড়ত। কলকাতা পুলিশ চাইছে কালীপুজো এবং দেওয়ালি মিটে যাওয়ার পরেই ওই সেতুর স্বাস্থ্য পরীক্ষা হোক। সে ক্ষেত্রে নভেম্বরের প্রথম সপ্তাহের শেষে কিংবা দ্বিতীয় সপ্তাহের শেষে বিজন সেতু বন্ধ রেখে স্বাস্থ্য পরীক্ষা হতে পারে। এ প্রসঙ্গে ডিসি ট্রাফিক সন্তোষ পান্ডে ইটিভি ভারতকে বলেন, “ কোন সিদ্ধান্ত নেওয়া হলে জানিয়ে দেওয়া হবে।"Conclusion:KMDA সূত্রে খবর, বিজন সেতুর স্বাস্থ্যপরীক্ষা দায়িত্ব দেওয়া হয়েছে স্টুপ নামে একটি সংস্থাকে। এই সংস্থায় শিয়ালদা এবং কালীঘাট উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করেছে। তারপর তারা রিপোর্টও জমা দিয়েছে নবান্নে। বিজন সেতুর স্বাস্থ্য পরীক্ষার পর দ্রুত মেরামতির কাজ করতে চায় কেএমডিএ। সূত্র জানাচ্ছে, কালীপুজো এবং ছট মিটে গেলে ঢাকুরিয়া ব্রিজ সহ আরো ছটি সেতুর স্বাস্থ্য পরীক্ষা হবে। এই বছরের মধ্যে রাজ্যের সবকটি সেতুর স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.