কলকাতা, 20 এপ্রিল: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে (Bengal Global Business Summit 2022) মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor on BGBS 2022)৷ তবে তাঁর বক্তব্যে বারবার উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম ৷ মোদি সরকারের লুক ইস্ট নীতির প্রশংসা করেন রাজ্যপাল ৷
বুধবার বাণিজ্য সম্মেলনে উদ্বোধনী ভাষণ দেওয়ার জন্য রাজ্যপালের নাম ঘোষণা করেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র ৷ রাজ্যপাল (Dhankhar praises Mamata at BGBS 2022) তাঁর ভাষণে শিল্পপতিদের উদ্দেশে বলেছেন, "ভৌগোলিক, আবহাওয়া, প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, ঐতিহ্য - সব ক্ষেত্রে শিল্পপতিদের জন্য আদর্শ গন্তব্য পশ্চিমবঙ্গ ৷"
আরও পড়ুন: BGBS 2022: বাণিজ্য সম্মেলনে ভিডিয়ো বার্তায় বাংলার ঐতিহ্যে জোর সরকারের
এ দিন নিজের বক্তব্যের শুরু থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা তোলেন রাজ্যপাল ৷ তিনি বলেন, "চেম্বার অফ কমার্সে প্রধানমন্ত্রী মোদি এক সময়ে বলেছিলেন, বাংলা আজ যেটা ভাবে সেটা আগামিকাল ভাবে ভারত ৷ 2014 সালেও মোদি বলেছিলেন, পশ্চিমবঙ্গ খুবই গুরুত্বপূর্ণ একটা রাজ্য ৷ তিনিই লুক ইস্ট ও অ্যাক্ট ইস্ট নীতি নেওয়ার কথা বলেছিলেন ৷ মোদির ভিশনই হল সবার জন্য নিরাপত্তা, সবার জন্য উন্নয়ন ৷"
উল্লেখ্য, এ বারের বাণিজ্য সম্মেলনের উদ্বোধনের জন্য দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ তবে গতকালই নবান্ন সূত্রে জানানো হয় যে, প্রধানমন্ত্রী আসছেন না ৷ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছিলেন যে, মোদিকে সরকারি ভাবে আমন্ত্রণই জানায়নি রাজ্য সরকার ৷
শুধু প্রধানমন্ত্রীই নয়, এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেরও প্রশংসা শোনা যায় রাজ্যপাল ধনকড়ের মুখে ৷ বাণিজ্য সম্মেলনে তিনি বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিণত নেতৃত্বে পশ্চিমবঙ্গের উন্নয়ন সম্ভব ৷ তাঁর তৃতীয়বারের মুখ্যমন্ত্রীত্বে আরও যোগ্য রূপে এই কাজ তিনি করতে পারবেন বলে আশা রাখছি ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের পথে এগোচ্ছে রাজ্য ৷"
আরও পড়ুন: BGBS 2022: বাণিজ্য সম্মেলনে ভিডিয়ো বার্তায় বাংলার ঐতিহ্যে জোর সরকারের
এ বারের সম্মেলনে উপস্থিত আছেন 19টি দেশের 250 জন প্রতিনিধি ৷ রয়েছেন গৌতম আদানি, নীরঞ্জন হীরা নন্দানি, হর্ষ নেওটিয়া, সজ্জন জিন্দল, সঞ্জীব গোয়েঙ্কা ও আজিম প্রেমজি-সহ অন্যান্য শিল্পপতিরা ৷ বাণিজ্য সম্মেলনের আগেই আদানির সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সজ্জন জিন্দাল বাংলাকে সোনার চিড়িয়া বলে উল্লেখ করেছেন ৷