ETV Bharat / state

সামাজিক দূরত্ব মেনে কোরোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলা গড়ার ডাক মমতার

author img

By

Published : Jun 12, 2020, 3:46 PM IST

রাজ্য়ের ক্রমবর্ধমান কোরোনা সংক্রমণ ও বর্তমান পরিস্থিতি নিয়ে টুইট বার্তা মুখ্যমন্ত্রীর । ভিড় এড়িয়ে চলার পাশাপাশি বেসরকারি কর্মীদের বাড়িতে থেকে কাজ করার পরামর্শ দিলেন তিনি ।

মমতা
মমতা

কলকাতা, 12 জুন : আনলক 1.0 । রাজ্য তথা পুরো দেশে ধীরে ধীরে সমস্ত পরিষেবা সচল হতে শুরু করেছে । কিন্তু কোরোনা সংক্রমণ ক্রমবর্ধমান । সরকারি ও বেসরকারি অফিসগুলি খোলার পর সামাজিক দূরত্ব কোথাও যেন শিকেয় উঠেছে । বাসে ভিড় দেখলে আঁতকে উঠতে হয় । এই পরিস্থিতিতে ফের বাংলার মানুষজনকে সচেতন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আরও মজবুত ও ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন তিনি।

অফিস-কাছারি খুলে যাওয়ার পর রাজ্যের জেলায় নানা বিশৃঙ্খল পরিস্থিতি নজরে এসেছে । বিশেষ করে যথাসময়ে অফিস পৌঁছাতে গিয়ে এক অন্যের ঘাড়ে চেপে বাসে উঠছেন । সামাজিক দূরত্বের চিহ্নটুকুও নেই । এই পরিস্থিতিতে সরকারি অফিসগুলিতে শিফটিং ডিউটি শুরু হয়েছে । বাসের সংখ্যা বাড়ানো হয়েছে । কিন্তু তাও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি বলে অভিযোগ। ক্রমবর্ধমান সংক্রমণের মধ্যে যা কোথাও চিন্তার বিষয় উঠছে ।

আজ রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটি টুইট করেন মুখ্যমন্ত্রী । টুইট বার্তায় মমতা বলেন, "সবাইকে আমার আবেদন, বাসে ভিড় এড়িয়ে চলুন । বেসরকারি ক্ষেত্রের কর্মীদের আমার অনুরোধ , যতটা সম্ভব বাড়িতে থেকেই কাজ করার চেষ্টা করুন । পাশাপাশি যাঁরা অফিসে আসছেন, তাঁদের রিপোর্টিং টাইমের ক্ষেত্রে যে কঠোর বিধি-নিষেধ রয়েছে, তা একটু শিথিল করার ব্যবস্থা করা হোক । একইসঙ্গে একটি বিষয় আমরা নিশ্চিত করেছি। সরকারি দপ্তর বা অফিসগুলিতে কেউ দেরিতে এলে তাঁকে লেটমার্ক করা হবে না ।"

  • It speaks volumes about the culture & indomitable spirit of the people of Bengal, how we’ve been dealing with the aftermath of the twin crises of a natural disaster & a global pandemic. Bengal will definitely emerge stronger & united out of this. (1/3)

    — Mamata Banerjee (@MamataOfficial) June 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

It speaks volumes about the culture & indomitable spirit of the people of Bengal, how we’ve been dealing with the aftermath of the twin crises of a natural disaster & a global pandemic. Bengal will definitely emerge stronger & united out of this. (1/3)

— Mamata Banerjee (@MamataOfficial) June 12, 2020

কোরোনা সংক্রমণ ও বিধ্বংসী আমফান বাংলার পাঁজর ভেঙে দিয়ে গেছে । এই পরিস্থিতিতে মানুষজনকে ঐক্যবদ্ধ হয়ে ওঠার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "কোরোনা ও আমফানের মোকাবিলায় যেভাবে আমরা লড়াই করছি, তা বাংলার সংস্কৃতি ও অদম্য চেতনাকে দর্শায় । এই পরিস্থিতি থেকে বাংলা আরও মজবুত ও ঐক্যবদ্ধ হয়ে উঠবে।"

এই পরিস্থিতিতে জীবন বাজি ধরে দিন-রাত কাজ করে যাচ্ছেন ত্রাণকর্মী, পুলিশ থেকে শুরু করে চিকিৎসকরা । আমফান পরিস্থিতির মোকাবিলায় কাজ করতে গিয়ে বেশ কয়েকজন NDRF কর্মী কোরোনা আক্রান্তও হয়েছেন । আজকের টুইট বার্তায় ফের এই সকল মানুষজনকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী । টুইট বার্তায় মমতা বলেন, "পশ্চিমবঙ্গ সরকারের তরফে আমি সমস্ত ত্রাণকর্মী, পুলিশ, চিকিৎসা পরিষেবার সঙ্গে মানুষজন ও নানা সামাজিক সংগঠনকে ধন্যবাদ জানাতে চাই । এরা সংকট মোকাবিলায় সর্বাগ্রে রয়েছেন । তবে আমাদের সতর্ক থাকতে হবে । দয়া করে সামাজিক দূরত্বের বিধি মেনে চলুন । শরীরের যত্ন নিন । "

  • I'd urge you all to avoid overcrowding on buses, request the private sector to operate from home as much as possible & allow relaxation in reporting time. We've ensured no one's marked late in Govt offices. Visit public places only when urgent, always wear masks & stay safe!(3/3)

    — Mamata Banerjee (@MamataOfficial) June 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 12 জুন : আনলক 1.0 । রাজ্য তথা পুরো দেশে ধীরে ধীরে সমস্ত পরিষেবা সচল হতে শুরু করেছে । কিন্তু কোরোনা সংক্রমণ ক্রমবর্ধমান । সরকারি ও বেসরকারি অফিসগুলি খোলার পর সামাজিক দূরত্ব কোথাও যেন শিকেয় উঠেছে । বাসে ভিড় দেখলে আঁতকে উঠতে হয় । এই পরিস্থিতিতে ফের বাংলার মানুষজনকে সচেতন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আরও মজবুত ও ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন তিনি।

অফিস-কাছারি খুলে যাওয়ার পর রাজ্যের জেলায় নানা বিশৃঙ্খল পরিস্থিতি নজরে এসেছে । বিশেষ করে যথাসময়ে অফিস পৌঁছাতে গিয়ে এক অন্যের ঘাড়ে চেপে বাসে উঠছেন । সামাজিক দূরত্বের চিহ্নটুকুও নেই । এই পরিস্থিতিতে সরকারি অফিসগুলিতে শিফটিং ডিউটি শুরু হয়েছে । বাসের সংখ্যা বাড়ানো হয়েছে । কিন্তু তাও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি বলে অভিযোগ। ক্রমবর্ধমান সংক্রমণের মধ্যে যা কোথাও চিন্তার বিষয় উঠছে ।

আজ রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটি টুইট করেন মুখ্যমন্ত্রী । টুইট বার্তায় মমতা বলেন, "সবাইকে আমার আবেদন, বাসে ভিড় এড়িয়ে চলুন । বেসরকারি ক্ষেত্রের কর্মীদের আমার অনুরোধ , যতটা সম্ভব বাড়িতে থেকেই কাজ করার চেষ্টা করুন । পাশাপাশি যাঁরা অফিসে আসছেন, তাঁদের রিপোর্টিং টাইমের ক্ষেত্রে যে কঠোর বিধি-নিষেধ রয়েছে, তা একটু শিথিল করার ব্যবস্থা করা হোক । একইসঙ্গে একটি বিষয় আমরা নিশ্চিত করেছি। সরকারি দপ্তর বা অফিসগুলিতে কেউ দেরিতে এলে তাঁকে লেটমার্ক করা হবে না ।"

  • It speaks volumes about the culture & indomitable spirit of the people of Bengal, how we’ve been dealing with the aftermath of the twin crises of a natural disaster & a global pandemic. Bengal will definitely emerge stronger & united out of this. (1/3)

    — Mamata Banerjee (@MamataOfficial) June 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোরোনা সংক্রমণ ও বিধ্বংসী আমফান বাংলার পাঁজর ভেঙে দিয়ে গেছে । এই পরিস্থিতিতে মানুষজনকে ঐক্যবদ্ধ হয়ে ওঠার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "কোরোনা ও আমফানের মোকাবিলায় যেভাবে আমরা লড়াই করছি, তা বাংলার সংস্কৃতি ও অদম্য চেতনাকে দর্শায় । এই পরিস্থিতি থেকে বাংলা আরও মজবুত ও ঐক্যবদ্ধ হয়ে উঠবে।"

এই পরিস্থিতিতে জীবন বাজি ধরে দিন-রাত কাজ করে যাচ্ছেন ত্রাণকর্মী, পুলিশ থেকে শুরু করে চিকিৎসকরা । আমফান পরিস্থিতির মোকাবিলায় কাজ করতে গিয়ে বেশ কয়েকজন NDRF কর্মী কোরোনা আক্রান্তও হয়েছেন । আজকের টুইট বার্তায় ফের এই সকল মানুষজনকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী । টুইট বার্তায় মমতা বলেন, "পশ্চিমবঙ্গ সরকারের তরফে আমি সমস্ত ত্রাণকর্মী, পুলিশ, চিকিৎসা পরিষেবার সঙ্গে মানুষজন ও নানা সামাজিক সংগঠনকে ধন্যবাদ জানাতে চাই । এরা সংকট মোকাবিলায় সর্বাগ্রে রয়েছেন । তবে আমাদের সতর্ক থাকতে হবে । দয়া করে সামাজিক দূরত্বের বিধি মেনে চলুন । শরীরের যত্ন নিন । "

  • I'd urge you all to avoid overcrowding on buses, request the private sector to operate from home as much as possible & allow relaxation in reporting time. We've ensured no one's marked late in Govt offices. Visit public places only when urgent, always wear masks & stay safe!(3/3)

    — Mamata Banerjee (@MamataOfficial) June 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.