ETV Bharat / state

Sovandeb Chattopadhyay: রবি মরশুমে সারের যোগান নিশ্চিত করতে কেন্দ্রের সাহায্য নিতেও প্রস্তুত কৃষিমন্ত্রী

Sovandeb Chattopadhyay on fertilizer Requirement: রবি মরশুমে রাজ্যের কৃষিক্ষেত্রে যাতে সারের জোগান কম না হয়, সেই কারণে বৈঠক করলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ মঙ্গলবার নবান্নে তিনি এই বৈঠক করেন ৷ পরে জানান, এর জন্য প্রয়োজনে তিনি কেন্দ্রের সাহায্য নিতেও প্রস্তুত ৷

Sovandeb Chattopadhyay
Sovandeb Chattopadhyay
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 8:33 PM IST

সার নিয়ে বৈঠকের পর কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য

কলকাতা, 5 সেপ্টেম্বর: রবি মরশুমের আগে কৃষি ক্ষেত্রে প্রয়োজনীয় সারের যোগান নিশ্চিত করতে চায় রাজ্য সরকার ৷ এর জন্য প্রয়োজনে কেন্দ্রের সাহায্য নিতেও প্রস্তুত রাজ্যের কৃষি দফতর ৷ মঙ্গলবার সারের যোগানদার ও মজুতদারদের সঙ্গে বৈঠকে এই বিষয়টি স্পষ্ট করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷

মঙ্গলবার নবান্নে খরিফ মরশুম শেষে রবি মরশুমের সারের যোগান নিয়ে আলোচনার জন্য বিভিন্ন সার সরবরাহকারী সংস্থাগুলিকে বৈঠকে ডেকেছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । সেখানে রবি মরশুমে কী পরিমাণ সার রাজ্যের প্রয়োজন হবে এবং সেগুলি সরবরাহের জন্য কী কী পদক্ষেপ প্রয়োজন, তা নিয়ে আলোচনা হয় ।

এই দিনের মিটিং থেকে সার সরবরাহকারীদের উদ্দেশ্যে বলা হয়েছে, নভেম্বর মাসের মধ্যে প্রয়োজনীয় পরিমাণ সারের যোগান সুনিশ্চিত করতে হবে । এদিন মন্ত্রী এও স্পষ্ট করে দিয়েছেন, যদি এক্ষেত্রে রাজ্যকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলাদা করে আলোচনা করতে হয় । তাতেও প্রস্তুত রাজ্য । কিন্তু কোনোভাবেই সারের ঘাটতি মেনে নেওয়া হবে না ৷

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘‘রবি মরশুমে আমাদের রাজ্যে প্রায় 12টি গুরুত্বপূর্ণ ফসলের চাষ হয় । শীতকালীন সবজি থেকে শুরু করে বিভিন্ন ফসলের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে এ দিন স্টক চেকিং করা হয়েছে । দেখা যাচ্ছে এমওপি এবং এনপিকে, এই দু’টি সারের যোগান কম রয়েছে ।’’

আরও পড়ুন: বাজারে মিলছে না এনপিকে সার, ফলন হ্রাসের শঙ্কায় বিপাকে চাষিরা

তিনি জানান, পূর্বনির্ধারিত বরাদ্দ অনুযায়ী এমওপির বরাদ্দ ছিল 95 হাজার 930 টন । সেখানে পাওয়া গিয়েছে মাত্র 53 হাজার 955 টন । একই ভাবে এমপিকের বরাদ্দ ছিল 5 লাখ 5 হাজার 400 টন সেখানে পাওয়া গিয়েছে মাত্র 3 লক্ষ 85 হাজার 640 টন । ফলে এই দু’টি সারের ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি রয়েছে বলে মনে করছে কৃষি দফতর ।

সার নিয়ে বৈঠকের পর কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য

কলকাতা, 5 সেপ্টেম্বর: রবি মরশুমের আগে কৃষি ক্ষেত্রে প্রয়োজনীয় সারের যোগান নিশ্চিত করতে চায় রাজ্য সরকার ৷ এর জন্য প্রয়োজনে কেন্দ্রের সাহায্য নিতেও প্রস্তুত রাজ্যের কৃষি দফতর ৷ মঙ্গলবার সারের যোগানদার ও মজুতদারদের সঙ্গে বৈঠকে এই বিষয়টি স্পষ্ট করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷

মঙ্গলবার নবান্নে খরিফ মরশুম শেষে রবি মরশুমের সারের যোগান নিয়ে আলোচনার জন্য বিভিন্ন সার সরবরাহকারী সংস্থাগুলিকে বৈঠকে ডেকেছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । সেখানে রবি মরশুমে কী পরিমাণ সার রাজ্যের প্রয়োজন হবে এবং সেগুলি সরবরাহের জন্য কী কী পদক্ষেপ প্রয়োজন, তা নিয়ে আলোচনা হয় ।

এই দিনের মিটিং থেকে সার সরবরাহকারীদের উদ্দেশ্যে বলা হয়েছে, নভেম্বর মাসের মধ্যে প্রয়োজনীয় পরিমাণ সারের যোগান সুনিশ্চিত করতে হবে । এদিন মন্ত্রী এও স্পষ্ট করে দিয়েছেন, যদি এক্ষেত্রে রাজ্যকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলাদা করে আলোচনা করতে হয় । তাতেও প্রস্তুত রাজ্য । কিন্তু কোনোভাবেই সারের ঘাটতি মেনে নেওয়া হবে না ৷

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘‘রবি মরশুমে আমাদের রাজ্যে প্রায় 12টি গুরুত্বপূর্ণ ফসলের চাষ হয় । শীতকালীন সবজি থেকে শুরু করে বিভিন্ন ফসলের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে এ দিন স্টক চেকিং করা হয়েছে । দেখা যাচ্ছে এমওপি এবং এনপিকে, এই দু’টি সারের যোগান কম রয়েছে ।’’

আরও পড়ুন: বাজারে মিলছে না এনপিকে সার, ফলন হ্রাসের শঙ্কায় বিপাকে চাষিরা

তিনি জানান, পূর্বনির্ধারিত বরাদ্দ অনুযায়ী এমওপির বরাদ্দ ছিল 95 হাজার 930 টন । সেখানে পাওয়া গিয়েছে মাত্র 53 হাজার 955 টন । একই ভাবে এমপিকের বরাদ্দ ছিল 5 লাখ 5 হাজার 400 টন সেখানে পাওয়া গিয়েছে মাত্র 3 লক্ষ 85 হাজার 640 টন । ফলে এই দু’টি সারের ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি রয়েছে বলে মনে করছে কৃষি দফতর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.