ETV Bharat / state

Bengal Industry: রাজ্যের শিল্প করিডরে ₹43,000 কোটি বিনিয়োগের আশা - রাজেশ রাঠোর

রাজ্যের শিল্প করিডরে 43,000 কোটি টাকা বিনিয়োগের আশা প্রকাশ করলেন রাজ্যের শিল্পোন্নয়ন নিগমের (WBIDC) এক্সিকিউটিভ ডিরেক্টর রাজেশ রাঠোর (Rajesh Rathod) ৷

Bengal industrial growth corridor may see Rs 43,000cr investment: WBIDC
রাজ্যের শিল্প করিডরে ₹43,000 কোটি বিনিয়োগের আশা
author img

By

Published : Oct 5, 2021, 3:25 PM IST

কলকাতা, 5 অক্টোবর: হলদিয়া ও দুর্গাপুরের মাঝে রাজ্যের প্রস্তাবিত শিল্প করিডরে (Bengal Industrial Growth) আগামী 3-5 বছরের মধ্যে 43,000 কোটি টাকা বিনিয়োগ হতে পারে ৷ এমনই আশাপ্রকাশ করেছেন রাজ্য শিল্পোন্নয়ন নিগমের (WBIDC) এক শীর্ষ আধিকারিক ৷ এ ছাড়াও পঞ্জাবের লুধিয়ানা থেকে ডানকুনি পর্যন্ত দ্রুত গতির ফ্রেট করিডর রাজ্যের শিল্পের গতিকে আরও চাঙ্গা করবে বলেও আশা করা হচ্ছে ৷

রাজ্যের শিল্পোন্নয়ন নিগমের (West Bengal Industrial Development Corporation Limited) এক্সিকিউটিভ ডিরেক্টর রাজেশ রাঠোর (Rajesh Rathod) জানিয়েছেন, ডানকুনি-হলদিয়া-খড়পুর-কল্যাণী-দুর্গাপুর সেক্টরে বিপুল পরিমাণে বিনিয়োগ হতে পারে ৷ সিআইআইয়ে রাজ্যের ইস্ট ইন্ডিয়া সামিটে তিনি বলেন, "আগামী 3-5 বছরের মধ্যে এই বিনিয়োগ আশা করছি ৷" তিনি আরও জানান, কোভিড অতিমারির সময়ে যেখানে দেশের অর্থনীতি 7 শতাংশেরও বেশি কমেছিল, সেখানে রাজ্যে শিল্প ক্ষেত্রে 1.2 শতাংশ ইতিবাচক বৃদ্ধি হয়েছে ৷

আরও পড়ুন: Calcutta High Court : রাজ্য স্বাস্থ্য কমিশনারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) জানান, রাজ্যে ডেটা সেন্টার এবং ইথানল প্রকল্প স্থাপনে সাম্প্রতিক আগ্রহ অনেক বেড়েছে ৷ রাজ্যের পরিকাঠামো উন্নয়নে রাজ্য যে প্রকল্পগুলি হাতে নিয়েছে, সেগুলিও তুলে ধরেন তিনি ৷ জানান 'জঙ্গল সুন্দরী কর্মনগরী' (Jangal Sundari Karmanagari) প্রকল্পের কথা ৷ পুরুলিয়া জেলায় 2,483 একর জমিতে একটি শিল্প জনপদ মডেলে ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার হিসেবে তৈরি হচ্ছে এই প্রকল্প ৷ এছাড়াও আধিকারিকরা জানিয়েছেন, উত্তরবঙ্গের সঙ্গে প্রতিবেশী দেশগুলির সংযোগরক্ষাকারী এশিয়ান হাইওয়ে প্রজেক্টের কথা ৷ নেপাল, বাংলাদেশ ও মায়ানমারের সঙ্গে সংযোগ রক্ষায় তৈরি হচ্ছে জাতীয় সড়ক ৷

আরও পড়ুন : Calcutta High Court: ‘দুয়ারে রেশন’ প্রকল্পের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা ডিলারদের

এদিন ফিউচার মোবিলিটি (Future Mobility) নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী, যেখানে দাবি করা হয়েছে যে, 2024 সালের মধ্যে বৈদ্যুতিক যানবাহন ও ব্যাটারি স্টোরেজ উৎপাদনের হাব হয়ে উঠবে পশ্চিমবঙ্গ ৷

গত জুন মাসে ইলেকট্রনিক ভেহিকল পলিসি (EV Policy) বা বৈদ্যুতিন যান নীতি গ্রহণ করেছে রাজ্য সরকার ৷

আরও পড়ুন: Rahul Gandhi : ভয় পাওয়ার পাত্রী নন আসল কংগ্রেসি প্রিয়াঙ্কা, বোনের পাশে দাঁড়িয়ে টুইট রাহুলের

কলকাতা, 5 অক্টোবর: হলদিয়া ও দুর্গাপুরের মাঝে রাজ্যের প্রস্তাবিত শিল্প করিডরে (Bengal Industrial Growth) আগামী 3-5 বছরের মধ্যে 43,000 কোটি টাকা বিনিয়োগ হতে পারে ৷ এমনই আশাপ্রকাশ করেছেন রাজ্য শিল্পোন্নয়ন নিগমের (WBIDC) এক শীর্ষ আধিকারিক ৷ এ ছাড়াও পঞ্জাবের লুধিয়ানা থেকে ডানকুনি পর্যন্ত দ্রুত গতির ফ্রেট করিডর রাজ্যের শিল্পের গতিকে আরও চাঙ্গা করবে বলেও আশা করা হচ্ছে ৷

রাজ্যের শিল্পোন্নয়ন নিগমের (West Bengal Industrial Development Corporation Limited) এক্সিকিউটিভ ডিরেক্টর রাজেশ রাঠোর (Rajesh Rathod) জানিয়েছেন, ডানকুনি-হলদিয়া-খড়পুর-কল্যাণী-দুর্গাপুর সেক্টরে বিপুল পরিমাণে বিনিয়োগ হতে পারে ৷ সিআইআইয়ে রাজ্যের ইস্ট ইন্ডিয়া সামিটে তিনি বলেন, "আগামী 3-5 বছরের মধ্যে এই বিনিয়োগ আশা করছি ৷" তিনি আরও জানান, কোভিড অতিমারির সময়ে যেখানে দেশের অর্থনীতি 7 শতাংশেরও বেশি কমেছিল, সেখানে রাজ্যে শিল্প ক্ষেত্রে 1.2 শতাংশ ইতিবাচক বৃদ্ধি হয়েছে ৷

আরও পড়ুন: Calcutta High Court : রাজ্য স্বাস্থ্য কমিশনারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) জানান, রাজ্যে ডেটা সেন্টার এবং ইথানল প্রকল্প স্থাপনে সাম্প্রতিক আগ্রহ অনেক বেড়েছে ৷ রাজ্যের পরিকাঠামো উন্নয়নে রাজ্য যে প্রকল্পগুলি হাতে নিয়েছে, সেগুলিও তুলে ধরেন তিনি ৷ জানান 'জঙ্গল সুন্দরী কর্মনগরী' (Jangal Sundari Karmanagari) প্রকল্পের কথা ৷ পুরুলিয়া জেলায় 2,483 একর জমিতে একটি শিল্প জনপদ মডেলে ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার হিসেবে তৈরি হচ্ছে এই প্রকল্প ৷ এছাড়াও আধিকারিকরা জানিয়েছেন, উত্তরবঙ্গের সঙ্গে প্রতিবেশী দেশগুলির সংযোগরক্ষাকারী এশিয়ান হাইওয়ে প্রজেক্টের কথা ৷ নেপাল, বাংলাদেশ ও মায়ানমারের সঙ্গে সংযোগ রক্ষায় তৈরি হচ্ছে জাতীয় সড়ক ৷

আরও পড়ুন : Calcutta High Court: ‘দুয়ারে রেশন’ প্রকল্পের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা ডিলারদের

এদিন ফিউচার মোবিলিটি (Future Mobility) নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী, যেখানে দাবি করা হয়েছে যে, 2024 সালের মধ্যে বৈদ্যুতিক যানবাহন ও ব্যাটারি স্টোরেজ উৎপাদনের হাব হয়ে উঠবে পশ্চিমবঙ্গ ৷

গত জুন মাসে ইলেকট্রনিক ভেহিকল পলিসি (EV Policy) বা বৈদ্যুতিন যান নীতি গ্রহণ করেছে রাজ্য সরকার ৷

আরও পড়ুন: Rahul Gandhi : ভয় পাওয়ার পাত্রী নন আসল কংগ্রেসি প্রিয়াঙ্কা, বোনের পাশে দাঁড়িয়ে টুইট রাহুলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.