কলকাতা, 30 অক্টোবর: এখনও বাকি রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা ৷ এবার তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার ৷ সূত্রে জানা গিয়েছে, সেই ঘোষণা হয়ত 4 নভেম্বরের আগেই হবে ৷ আদালত রাজ্য সরকারকে 19 অগস্টের মধ্যে কর্মীদের ডিএ বা মহার্ঘ্য ভাতার এরিয়ার দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল ৷ সরকার সেই নির্দেশ পালন করেনি ৷ এ নিয়ে সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠতে পারে ৷ কিন্তু তা রুখতে নির্দেশ না মানার ব্যাখ্যা দিতে হবে সরকারকে ৷ কলকাতা হাইকোর্টে সেই সংক্রান্ত হলফনামা জমা দেওয়ার কথা মুখ্য়সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Chief Secretary H K Dwivedi) এবং অর্থসচিব মনোজ পান্থের (Finance Secretary Manoj Pant) ৷ হলফনামা জমা দেওয়ার শেষ দিন 4 নভেম্বর ৷
রাজ্য প্রশাসন মনে করছে তাদের হাতে এখন তিনটে উপায় আছে ৷ প্রথমত, 22 সেপ্টেম্বর আদালত মুখ্যসচিব এবং অর্থসচিবকে এ বিষয়ে হলফনামা জমা দিতে বলেন ৷ সেই অনুযায়ী তাঁরা হলফনামা জমা দিতে পারেন ৷ সেক্ষেত্রে, হলফনামায় উল্লিখিত যুক্তি অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷
আরও পড়ুন: ডিএ মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট
দ্বিতীয়ত, রাজ্য সরকার মহার্ঘ্য ভাতা বা ডিএ এরিয়ার সংক্রান্ত কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে ৷ এতে আরেক দফা আইনি যুদ্ধে নামতে হবে সরকারকে ৷ ডিএ এরিয়ার দেওয়া নিয়ে 'দ্য কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ' (The Confederation of State Government Employees) দীর্ঘ দিন ধরে আইনি লড়াই করছে ৷ ইতিমধ্যে সংগঠনটি সর্বোচ্চ আদালতে এ নিয়ে ক্যাভিয়েটও (filed a caveat) দায়ের করেছে ৷
তৃতীয়ত, রাজ্য সরকার ডিএ এরিয়ার দেওয়া বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং ঘোষণা করবে ৷ সেই অনুযায়ী হাইকোর্টে জানিয়ে আদালত অবমাননার হাত থেকে রেহাই পেতে পারে ৷
রাজ্য সরকার এ নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তা এখনও পর্যন্ত জানা যায়নি, ৷ তবে রাজ্য সরকারি কর্মীরা আশাবাদী, 4 নভেম্বরের আগে একটা সুসংবাদ দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ রাজ্য সরকারি কর্মচারিদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, যদি রাজ্য সরকার সর্বোচ্চ আদালতে যায় ৷ তাহলেও তাঁরা এ নিয়ে তারা শেষ পর্যন্ত লড়ে যাবেন ৷ তিনি বলেন, "আমরা নিশ্চিত যে, আমরাই জিতব ৷ কিন্তু মনে হয়, আরেকটা আইনি লড়াই শুরু হলে বিষয়টা মিটতে আরও দেরি হবে ৷ তবে রাজ্য সরকার যদি 4 নভেম্বরের আগেই ডিএ দেওয়ার বিষয়টি ঘোষণা করে, তাহলে তা তাদের দিক থেকে ভালো হবে । আদালত অবমাননার হাত থেকেও রেহাই পাবে ৷"
আরও পড়ুন: ‘রাজ্য সরকারি কর্মীদের ডিএ কেন্দ্রকেই দিতে হবে’, রবীন্দ্রনাথ ঘোষ