ETV Bharat / state

Governor Bose to Visit Howrah: অমিত শাহের ফোন পাওয়ার পরই হাওড়া যাচ্ছেন রাজ্যপাল - NIA

রামনবমীর মিছিল ঘিরে অশান্ত হওড়া ৷ বৃহস্পতিবার জেলার শিবপুরে রণক্ষেত্র তৈরি হয়েছিল ৷ শুক্রবারও পরিস্থিতি থমথমে ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ফোন করে পরিস্থিতির খোঁজ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তার পর ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যপাল ৷

Governor Bose to Visit Howrah
Governor Bose to Visit Howrah
author img

By

Published : Mar 31, 2023, 6:38 PM IST

Updated : Mar 31, 2023, 7:13 PM IST

বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য

কলকাতা, 31 মার্চ: হাওড়ার শিবপুরে রামনবমীর মিছিল ঘিরে অশান্তি হওয়া এলাকায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সংবাদসংস্থা এএনআই-এর থেকে এই তথ্য পাওয়া গিয়েছে ৷ তাৎপর্যপূর্ণভাবে বৃহস্পতিবার বিকেলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেছিলেন বাংলার রাজ্যপালকে ৷ আর তার পরই তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলে জানা গেল ৷ এদিকে হাওড়ার অশান্তি নিয়ে অমিত শাহকে চিঠি লিখেছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি এই ঘটনায় এনআইএ-র মতো কোনও নিরপেক্ষ তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন ৷

  • West Bengal Governor CV Ananda Bose is going to the violence-affected area of Shibpur in Howrah today to take stock of the situation.

    (File photo) pic.twitter.com/Um2qjIh0pW

    — ANI (@ANI) March 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যার পর হাওড়ায় অশান্তির বিষয়ে যত তথ্য সামনে এসেছে, ততই এই নিয়ে বাংলার রাজনীতির পারদ চড়েছে ৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও প্রশাসন চেষ্টা করছে ৷ অন্যদিকে বিরোধীরা লাগাতার আক্রমণ করে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ৷ এই পরিস্থিতিতে বাংলার রাজ্য়পাল সিভি আনন্দ বোসকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেন বলে খবর ৷ এই মুহূর্তে হাওড়ার কী পরিস্থিতি, তা তাঁকে জানাতে বলেন ৷

তার পরই সম্ভবত রাজ্যপাল নিজে গিয়ে পরিস্থিতিতে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছেন ৷ তবে এই নিয়ে রাজভবনের তরফে কিছু জানানো হয়নি ৷ রাজ্যপাল কখন যাবেন, সেই নিয়েও এখনও কোনও সুনির্দিষ্ট তথ্য নেই ৷ তবে সংবাদসংস্থার তরফে রাজ্যপালের আজই যাওয়ার খবর দেওয়া হয়েছে ৷

  • West Bengal BJP president Sukanta Majumdar writes to Union Home Minister Amit Shah over the violence in Howarh and Dalkhola; requests "an impartial inquiry involving Central agencies like NIA"

    "It is our firm belief that the whole incident was pre-planned by the unfolding of… pic.twitter.com/WonyWQ4MtK

    — ANI (@ANI) March 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে এদিনই রাজ্যের প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে নীরব দর্শকের ভূমিকা পালন করার অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি এই ঘটনায় এনআইএ তদন্ত চান ৷ সেই আর্জি নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ৷ একই দাবিতে সরব হয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও ৷ তিনি এই নিয়ে চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷ তাঁর বক্তব্য, এনআইএ-র মতো কোনও নিরপেক্ষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করলেই এই নিয়ে আসল সত্যি বেরিয়ে আসবে ৷ হাওড়ার পরিস্থিতি নিয়ে তাঁর সঙ্গেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে বলেও সুকান্ত জানিয়েছেন ৷

আরও পড়ুন: কাশ্মীরি পণ্ডিতদের মতো কাজিপাড়া ছেড়ে পালাচ্ছেন আক্রান্তরা, শিবপুর কাণ্ডে সরব শুভেন্দু

বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য

কলকাতা, 31 মার্চ: হাওড়ার শিবপুরে রামনবমীর মিছিল ঘিরে অশান্তি হওয়া এলাকায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সংবাদসংস্থা এএনআই-এর থেকে এই তথ্য পাওয়া গিয়েছে ৷ তাৎপর্যপূর্ণভাবে বৃহস্পতিবার বিকেলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেছিলেন বাংলার রাজ্যপালকে ৷ আর তার পরই তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলে জানা গেল ৷ এদিকে হাওড়ার অশান্তি নিয়ে অমিত শাহকে চিঠি লিখেছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি এই ঘটনায় এনআইএ-র মতো কোনও নিরপেক্ষ তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন ৷

  • West Bengal Governor CV Ananda Bose is going to the violence-affected area of Shibpur in Howrah today to take stock of the situation.

    (File photo) pic.twitter.com/Um2qjIh0pW

    — ANI (@ANI) March 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যার পর হাওড়ায় অশান্তির বিষয়ে যত তথ্য সামনে এসেছে, ততই এই নিয়ে বাংলার রাজনীতির পারদ চড়েছে ৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও প্রশাসন চেষ্টা করছে ৷ অন্যদিকে বিরোধীরা লাগাতার আক্রমণ করে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ৷ এই পরিস্থিতিতে বাংলার রাজ্য়পাল সিভি আনন্দ বোসকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেন বলে খবর ৷ এই মুহূর্তে হাওড়ার কী পরিস্থিতি, তা তাঁকে জানাতে বলেন ৷

তার পরই সম্ভবত রাজ্যপাল নিজে গিয়ে পরিস্থিতিতে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছেন ৷ তবে এই নিয়ে রাজভবনের তরফে কিছু জানানো হয়নি ৷ রাজ্যপাল কখন যাবেন, সেই নিয়েও এখনও কোনও সুনির্দিষ্ট তথ্য নেই ৷ তবে সংবাদসংস্থার তরফে রাজ্যপালের আজই যাওয়ার খবর দেওয়া হয়েছে ৷

  • West Bengal BJP president Sukanta Majumdar writes to Union Home Minister Amit Shah over the violence in Howarh and Dalkhola; requests "an impartial inquiry involving Central agencies like NIA"

    "It is our firm belief that the whole incident was pre-planned by the unfolding of… pic.twitter.com/WonyWQ4MtK

    — ANI (@ANI) March 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে এদিনই রাজ্যের প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে নীরব দর্শকের ভূমিকা পালন করার অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি এই ঘটনায় এনআইএ তদন্ত চান ৷ সেই আর্জি নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ৷ একই দাবিতে সরব হয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও ৷ তিনি এই নিয়ে চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷ তাঁর বক্তব্য, এনআইএ-র মতো কোনও নিরপেক্ষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করলেই এই নিয়ে আসল সত্যি বেরিয়ে আসবে ৷ হাওড়ার পরিস্থিতি নিয়ে তাঁর সঙ্গেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে বলেও সুকান্ত জানিয়েছেন ৷

আরও পড়ুন: কাশ্মীরি পণ্ডিতদের মতো কাজিপাড়া ছেড়ে পালাচ্ছেন আক্রান্তরা, শিবপুর কাণ্ডে সরব শুভেন্দু

Last Updated : Mar 31, 2023, 7:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.