কলকাতা, 9 জানুয়ারি: সরস্বতী পুজো (Saraswati Puja) নিয়ে অতীতে বিজেপির (BJP) আক্রমণের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে । নতুন করে সেই ঘটনার পুনরাবৃত্তি হোক চাইছে না রাজ্য সরকার ৷ আর সে কারণেই এবার সরস্বতী পুজোর জন্য বাড়তি একদিনের ছুটি দিল রাজ্য সরকার ।
প্রসঙ্গত, এবার সরস্বতী পুজো পড়েছে 26 জানুয়ারি । প্রথাগতভাবে এই দিনটি জাতীয় ছুটির দিন । কিন্তু বাগদেবীর আরাধনার জন্য প্রত্যেক বছরই ছুটির তালিকায় একটি দিন নির্দিষ্ট থাকে । সাধারণতন্ত্র দিবসে (Republic Day) সরস্বতী পুজো পড়ায় খুব স্বাভাবিকভাবে সরকারি ছুটির দিন এবছর ছিল না । তবে এবার সরস্বতী পুজো উপলক্ষে রাজ্য সরকারের তরফ থেকে 27 জানুয়ারি এই দিনটিতে বাড়তি ছুটি দেওয়া হল । এমনিতেই 26 জানুয়ারি পড়েছে বৃহস্পতিবার । 27 তারিখ ছুটি ঘোষণার ফলে শনি ও রবি ধরলে টানা চার দিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি কর্মচারীরা ।
যদিও এই ঘটনার মধ্যে রাজনৈতিকভাবে বাধ্যবাধকতা দেখতে পাচ্ছে রাজনৈতিক মহল । এবছরই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) রয়েছে রাজ্যে । এই অবস্থায় সরস্বতী পুজোর জন্য আলাদা করে ছুটি না দেওয়া হলে, তা বিজেপির কাছে একটা বড় ইস্যু হতে পারে বলে অনেকের মত । আবার রাজনীতির ময়দানে নেমে বিজেপি এমন প্রচার শুরু করতে পারে, এই রাজ্যে সরস্বতী পুজোর জন্য ছুটি দেওয়া হয় না । এক্ষেত্রে রাজ্য সরকার বা রাজ্যের শাসক দল বিরোধীদের হাতে নতুন করে কোনও অস্ত্র তুলে দিতে চায় না ৷ আর সে কারণেই মনে করা হচ্ছে এই ছুটি ঘোষণা করা হল । প্রসঙ্গত, যদিও এই ছুটি নিয়ে সরকারিভাবে আলাদা করে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি ।
সরস্বতী পুজো মানে বাঙালির কাছে শুধু বিদ্যারদেবীর আরাধনা নয় । বাঙালির কাছে নিজস্ব ভ্যালেন্টাইন দিবস । সারাদিন এই বিশেষ দিনটিকে সামনে রেখে আলাদা করে পালন করে বাংলার মানুষ । এই দিনটি 26 জানুয়ারির ছুটির দিনের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাওয়ায় অনেকেরই মন খারাপ ছিল । আলাদা করে সরস্বতী পুজোর ছুটি উপভোগ করার সুযোগ তাদের ছিল না । তবে সরকারের এই সিদ্ধান্তে তারা খুশি বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন: পুরনো নিয়মে ফিরছে উচ্চমাধ্যমিক, উত্তরপত্রেও আসছে বদল; ঘোষণা সংসদের