কলকাতা, 4 এপ্রিল : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘অপমান’ করা নিয়ে সরব হল তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় সভা করতে এসে যেভাবে দলনেত্রীকে টিপ্পনী করছেন তাতে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা ৷ তাঁদের অভিযোগ, এতে অপমানিত হচ্ছেন তৃণমূল সুপ্রিমো ৷ তার প্রতিবাদ জানিয়ে আজ সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, তৃণমূল প্রার্থী জুন মালিয়া ও অভিনেত্রী অনন্যা চক্রবর্তী।
কয়েকদিন আগে রাজ্য়ে এসে "দিদি...ও দিদি..." বলে মমতাকে টিপ্পনী করেন মোদি ৷ এই ধরনের শব্দ বা টিপ্পনী অপমানজনক বলে মনে করছে রাজ্যের শাসকদল ৷ আর তাই তৃণমূল করংগ্রেসের তরফে আজ সাংবাদিক বৈঠক করে বিষয়টির প্রতিবাদ করা হয় ৷
আরও পড়ুন-ক্ষমতায় এসে ‘দিল্লির ফর্মুলা’! দালালির অভিযোগে পুলিশকে হুঁশিয়ারি মমতার
তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে শশী পাঁজা বলেন, "মমতাকে অপমান করেছেন মোদি । মহিলাদেরও অপমান করেছেন তিনি ৷ তার জবাব বাংলার মানুষ দেবেন।"
তৃণমূল প্রার্থী জুন মালিয়া বলেন, "শুধুমাত্র তৃণমূল নেত্রীকে অপমান করা হয়নি, বাংলার সমস্ত মহিলাদের অপমান করা হয়েছে। তৃণমূল নেত্রীর হাত ধরেই গত ১০ বছরে নারীশক্তির উত্থান হয়েছে। এই পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের প্রতিটি পদক্ষেপেই অনেক কিছুর মুখোমুখি হতে হয়। চরিত্রের বিশ্লেষণ তার মধ্যে উল্লেখযোগ্য।"
এ দিন এই ঘটনার কড়া নিন্দা করেছেন অভিনেত্রী অনন্যা চক্রবর্তীও। অনন্যা চক্রবর্তী বলেন, "একটি রাজ্যে এসে সেখানকার নির্বাচিত মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি (পড়ুন মোদি) যেভাবে টোন কেটে কথা বলছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং চিন্তার বিষয়।"