ETV Bharat / state

সেন্ট্রাল মেডিকেল স্টোরের পরিবর্তে ভোটের বুথ অন্যত্র করার অনুরোধ স্বাস্থ্য দফতরের - করোনা

কেন্দ্রীয় সরকার এ রাজ্যের জন্য যে ভ্যাকসিন পাঠায়, তা কলকাতা বিমানবন্দরে আসার পর রাখা হয় বাগবাজারের এই সেন্ট্রাল মেডিকেল স্টোরে । এখান থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন সেন্টারে ভ্যাকসিন পাঠানো হয়। অতএব এই মেডিকেল স্টোরে বুথ করা হলে ব্যাহত হবে গোটা রাজ্যের চিকিৎসা পরিষেবা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই ধরনের পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে গোটা বিষয়টি জানানো হয়েছে

সেন্ট্রাল মেডিকেল স্টোরের পরিবর্তে ভোটের বুথ অন্যত্র করার অনুরোধ স্বাস্থ্য দফতরের
সেন্ট্রাল মেডিকেল স্টোরের পরিবর্তে ভোটের বুথ অন্যত্র করার অনুরোধ স্বাস্থ্য দফতরের
author img

By

Published : Apr 16, 2021, 10:47 PM IST

কলকাতা, 16 এপ্রিল : অন্য ভোটেও বুথ হয় । তাই এই বিধানসভা ভোটের জন্য বাগবাজারের সেন্ট্রাল মেডিকেল স্টোরে বুথ করার কথা জানিয়ে নির্বাচন কমিশন থেকে চিঠি পাঠানো হয় স্বাস্থ্য দফতরে। কিন্তু এখানে ভোটের জন্য বুথ কীভাবে সম্ভব তা জানা নেই ৷ করোনার দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে । তার উপর ভ্যাকসিন দেওয়ার কাজও হচ্ছে । এই ধরনের পরিস্থিতির মধ্যে এই সেন্ট্রাল মেডিকেল স্টোরে বুথ করা হলে, ব্যাহত হবে রাজ্যের চিকিৎসা পরিষেবা । ফলে এখানকার বুথ এবার অন্য কোথাও করার কথা নির্বাচন কমিশনকে জানাল স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শুক্রবার নির্বাচন কমিশন মারফত চিঠি পাঠিয়ে স্বাস্থ্য দফতরকে জানানো হয় , আগামী 29 এপ্রিল উত্তর কলকাতার শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনের জন্য বাগবাজারের সেন্ট্রাল মেডিকেল স্টোরে একটি বুথ করা হবে ৷ এর জন্য আগামী 27 এপ্রিল থেকে সেন্ট্রাল মেডিকেল স্টোরে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী।

এমন চিঠি পেয়ে চিন্তায় পড়ে যান স্বাস্থ্য দফতরের সংশ্লিষ্ট আধিকারিকরা ৷ এই চিঠি অনুযায়ী আগামী 27 এপ্রিল থেকে শুরু করে অন্তত পরবর্তী তিন দিন এই মেডিকেল স্টোরে কীভাবে কাজকর্ম করবে স্বাস্থ্য দফতর তা নিয়েই ভাবনা শুরু হয় ৷ করোনার কারণে এমনিতেই আগের তুলনায় অনেক বেশি কাজ করতে হয় এখন।

আবার কেন্দ্রীয় সরকার এ রাজ্যের জন্য যে ভ্যাকসিন পাঠায়, তা কলকাতা বিমানবন্দরে আসার পর রাখা হয় বাগবাজারের এই সেন্ট্রাল মেডিকেল স্টোরে । এখান থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন সেন্টারে ভ্যাকসিন পাঠানো হয়। অতএব এই মেডিকেল স্টোরে বুথ করা হলে ব্যাহত হবে গোটা রাজ্যের চিকিৎসা পরিষেবা।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই ধরনের পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে গোটা বিষয়টি জানানো হয়েছে । স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেন , "ভোটের জন্য প্রতিবছর এই মেডিকেল স্টোরে বুথ করা হয়। কিন্তু করোনার সাম্প্রতিক পরিস্থিতির মধ্যে এখানে এ বছর বুথ করা হলে স্বাস্থ্য দফতরের কাজকর্ম কীভাবে হবে। এ বছর অন্য কোনও স্থানে যাতে এই বুথ করা হয়, তার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে ।"

আরও পড়ুন : দিল্লিতে করোনায় আক্রান্ত তিনশোর বেশি পুলিশকর্মী

কলকাতা, 16 এপ্রিল : অন্য ভোটেও বুথ হয় । তাই এই বিধানসভা ভোটের জন্য বাগবাজারের সেন্ট্রাল মেডিকেল স্টোরে বুথ করার কথা জানিয়ে নির্বাচন কমিশন থেকে চিঠি পাঠানো হয় স্বাস্থ্য দফতরে। কিন্তু এখানে ভোটের জন্য বুথ কীভাবে সম্ভব তা জানা নেই ৷ করোনার দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে । তার উপর ভ্যাকসিন দেওয়ার কাজও হচ্ছে । এই ধরনের পরিস্থিতির মধ্যে এই সেন্ট্রাল মেডিকেল স্টোরে বুথ করা হলে, ব্যাহত হবে রাজ্যের চিকিৎসা পরিষেবা । ফলে এখানকার বুথ এবার অন্য কোথাও করার কথা নির্বাচন কমিশনকে জানাল স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শুক্রবার নির্বাচন কমিশন মারফত চিঠি পাঠিয়ে স্বাস্থ্য দফতরকে জানানো হয় , আগামী 29 এপ্রিল উত্তর কলকাতার শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনের জন্য বাগবাজারের সেন্ট্রাল মেডিকেল স্টোরে একটি বুথ করা হবে ৷ এর জন্য আগামী 27 এপ্রিল থেকে সেন্ট্রাল মেডিকেল স্টোরে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী।

এমন চিঠি পেয়ে চিন্তায় পড়ে যান স্বাস্থ্য দফতরের সংশ্লিষ্ট আধিকারিকরা ৷ এই চিঠি অনুযায়ী আগামী 27 এপ্রিল থেকে শুরু করে অন্তত পরবর্তী তিন দিন এই মেডিকেল স্টোরে কীভাবে কাজকর্ম করবে স্বাস্থ্য দফতর তা নিয়েই ভাবনা শুরু হয় ৷ করোনার কারণে এমনিতেই আগের তুলনায় অনেক বেশি কাজ করতে হয় এখন।

আবার কেন্দ্রীয় সরকার এ রাজ্যের জন্য যে ভ্যাকসিন পাঠায়, তা কলকাতা বিমানবন্দরে আসার পর রাখা হয় বাগবাজারের এই সেন্ট্রাল মেডিকেল স্টোরে । এখান থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন সেন্টারে ভ্যাকসিন পাঠানো হয়। অতএব এই মেডিকেল স্টোরে বুথ করা হলে ব্যাহত হবে গোটা রাজ্যের চিকিৎসা পরিষেবা।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই ধরনের পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে গোটা বিষয়টি জানানো হয়েছে । স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেন , "ভোটের জন্য প্রতিবছর এই মেডিকেল স্টোরে বুথ করা হয়। কিন্তু করোনার সাম্প্রতিক পরিস্থিতির মধ্যে এখানে এ বছর বুথ করা হলে স্বাস্থ্য দফতরের কাজকর্ম কীভাবে হবে। এ বছর অন্য কোনও স্থানে যাতে এই বুথ করা হয়, তার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে ।"

আরও পড়ুন : দিল্লিতে করোনায় আক্রান্ত তিনশোর বেশি পুলিশকর্মী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.