ETV Bharat / state

বিধাননগরের দত্তাবাদে লাঠিচার্জ করল পুলিশ

বিধাননগর পুলিশের কাছে গোপসূত্রে খবর আসে বেশ কিছু বহিরাগত দত্তাবাদ দিয়ে সল্টলেকের বিভিন্ন এলাকায় ঢোকার চেষ্টা করছে ৷ তাদের রুখতে দত্তাবাদের বিভিন্ন এলাকায় হানা দিয়ে লাঠিচার্জ করে পুলিশ ৷

দত্তাবাদে লাঠিচার্জ করল পুলিশ
দত্তাবাদে লাঠিচার্জ করল পুলিশ
author img

By

Published : Apr 17, 2021, 6:59 PM IST

বিধাননগর, 17 এপ্রিল : বিধাননগরে দত্তাবাদে লাঠি চার্জ করল বিধাননগর থানার পুলিশ ৷ ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই অশান্তি চলছে বিধানগর বিধানসভা কেন্দ্রের এই অঞ্চলে ৷ বিরোধী দলের দিকে পাথর ছোঁড়া থেকে শুরু করে, ভোট প্রভাবিত করার চেষ্টা সকাল থেকেই বিক্ষিপ্ত ভাবে উত্তেজনা ছড়িয়েছে এই অঞ্চলে ৷

বিধাননগরের দত্তাবাদ সল্টলেকে ঢোকার সেন্টার পয়েন্ট ৷ বিধাননগর পুলিশের কাছে গোপসূত্রে খবর আসে বেশকিছু বহিরাগত দত্তাবাদ দিয়ে সল্টলেকের বিভিন্ন এলাকায় ঢোকার চেষ্টা করছে ৷ তাদের উদ্দেশ্য ভোট প্রভাবিত করা ৷ এরপরই তাদের রুখতে ততপর হয় পুলিশ ৷ দত্তাবাদের বিভিন্ন এলাকায় হানা দিয়ে লাঠিচার্জ করে পুলিশ ৷

দত্তাবাদে লাঠিচার্জ করল পুলিশ

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দত্তাবাদের এলাকাগুলিতে আচমকাই হানা দিতে শুরু করে পুলিশ ৷ এলাকাগুলিতে গিয়ে পুলিশ দেখে টোটো, অটো, টেম্পোতে করে কিছু বহিরাগত সল্টলেকে ঢোকার চেষ্টা করছে ৷ তাদের রুখতে লাঠি চার্জ করে পুলিশ ৷ এছাড়া গোটা এলাকায় টহল দিয়ে কোনও গলি কিংবা বাড়ির ভিতর সন্দেহজনক জটলা দেখা মাত্রই লাঠিচার্জ করে পুলিশ ৷

আরও পড়ুন : দেগঙ্গায় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ খারিজ কমিশনের

বিধাননগর, 17 এপ্রিল : বিধাননগরে দত্তাবাদে লাঠি চার্জ করল বিধাননগর থানার পুলিশ ৷ ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই অশান্তি চলছে বিধানগর বিধানসভা কেন্দ্রের এই অঞ্চলে ৷ বিরোধী দলের দিকে পাথর ছোঁড়া থেকে শুরু করে, ভোট প্রভাবিত করার চেষ্টা সকাল থেকেই বিক্ষিপ্ত ভাবে উত্তেজনা ছড়িয়েছে এই অঞ্চলে ৷

বিধাননগরের দত্তাবাদ সল্টলেকে ঢোকার সেন্টার পয়েন্ট ৷ বিধাননগর পুলিশের কাছে গোপসূত্রে খবর আসে বেশকিছু বহিরাগত দত্তাবাদ দিয়ে সল্টলেকের বিভিন্ন এলাকায় ঢোকার চেষ্টা করছে ৷ তাদের উদ্দেশ্য ভোট প্রভাবিত করা ৷ এরপরই তাদের রুখতে ততপর হয় পুলিশ ৷ দত্তাবাদের বিভিন্ন এলাকায় হানা দিয়ে লাঠিচার্জ করে পুলিশ ৷

দত্তাবাদে লাঠিচার্জ করল পুলিশ

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দত্তাবাদের এলাকাগুলিতে আচমকাই হানা দিতে শুরু করে পুলিশ ৷ এলাকাগুলিতে গিয়ে পুলিশ দেখে টোটো, অটো, টেম্পোতে করে কিছু বহিরাগত সল্টলেকে ঢোকার চেষ্টা করছে ৷ তাদের রুখতে লাঠি চার্জ করে পুলিশ ৷ এছাড়া গোটা এলাকায় টহল দিয়ে কোনও গলি কিংবা বাড়ির ভিতর সন্দেহজনক জটলা দেখা মাত্রই লাঠিচার্জ করে পুলিশ ৷

আরও পড়ুন : দেগঙ্গায় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ খারিজ কমিশনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.