ETV Bharat / state

কেন্দ্রকে 123টি ফাস্ট ট্র্যাক কোর্ট করতে দেননি মমতা, অভিযোগ রবিশঙ্কর প্রসাদের

এ রাজ্যে মোট কুড়ি হাজারটি মহিলা ও শিশুদের উপর যৌন নির্যাতনের মামলা অসমাপ্ত অবস্থায় রয়েছে ৷ তাই কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে 123টি ফাস্ট ট্রাক কোর্ট করতে চেয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুমতি দেননি ৷ সোমবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে এভাবেই রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন কেন্দ্রীয় আইন, তথ্যপ্রযুক্তি ও টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ৷

author img

By

Published : Apr 19, 2021, 4:31 PM IST

Updated : Apr 19, 2021, 4:57 PM IST

কলকাতায় সাংবাদিক বৈঠকে রবিশঙ্কর প্রসাদ ৷
কলকাতায় সাংবাদিক বৈঠকে রবিশঙ্কর প্রসাদ ৷

কলকাতা, 19 এপ্রিল: পশ্চিমবঙ্গে 123টি ফাস্ট ট্র্যাক কোর্ট করতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন দেননি । সোমবার কলকাতায় সংবাদিক বৈঠকে এই অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ । পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মহিলা ও শিশুদের উপর যৌন নির্যাতনের কুড়ি হাজার মামলা অসমাপ্ত অবস্থায় রয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী ৷

তিনি বলেন, "রাজ্যে ক্ষমতায় এলে সমস্ত ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হবে ৷ সারা দেশের 27টি রাজ্যে এক হাজার ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করেছে কেন্দ্র । পশ্চিমবঙ্গেও তা করতে চায়, কিন্তু এখানে রাজ্য সরকার অনুমোদন না দিলে কেন্দ্রীয় সরকার তা করতে পারছে না ।" যত দিন যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হতাশা প্রকাশ করছেন বলে অভিযোগ করলেন কেন্দ্রীয় আইন তথ্যপ্রযুক্তি ও টেলিকম মন্ত্রী ৷ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "হতাশা থেকেই কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার কথা বলছেন দিদি ।"

তাঁর আরও অভিযোগ, রাজ্যে পঞ্চম দফার নির্বাচনের পরেও রাজনৈতিক হিংসা অব্যাহত রয়েছে ৷ বিজেপির প্রার্থীদের ওপরে হামলা করছে তৃণমূল কংগ্রেস ৷ এর থেকেই তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক হতাশা প্রমাণিত হচ্ছে ৷

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে তাঁর প্রশ্ন, পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এত উদ্বিগ্ন তখন প্রধানমন্ত্রী যখন করোনা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক ডাকছেন তখন কেন তিনি আলোচনায় অংশ নিচ্ছেন না ?

কলকাতা, 19 এপ্রিল: পশ্চিমবঙ্গে 123টি ফাস্ট ট্র্যাক কোর্ট করতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন দেননি । সোমবার কলকাতায় সংবাদিক বৈঠকে এই অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ । পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মহিলা ও শিশুদের উপর যৌন নির্যাতনের কুড়ি হাজার মামলা অসমাপ্ত অবস্থায় রয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী ৷

তিনি বলেন, "রাজ্যে ক্ষমতায় এলে সমস্ত ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হবে ৷ সারা দেশের 27টি রাজ্যে এক হাজার ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করেছে কেন্দ্র । পশ্চিমবঙ্গেও তা করতে চায়, কিন্তু এখানে রাজ্য সরকার অনুমোদন না দিলে কেন্দ্রীয় সরকার তা করতে পারছে না ।" যত দিন যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হতাশা প্রকাশ করছেন বলে অভিযোগ করলেন কেন্দ্রীয় আইন তথ্যপ্রযুক্তি ও টেলিকম মন্ত্রী ৷ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "হতাশা থেকেই কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার কথা বলছেন দিদি ।"

তাঁর আরও অভিযোগ, রাজ্যে পঞ্চম দফার নির্বাচনের পরেও রাজনৈতিক হিংসা অব্যাহত রয়েছে ৷ বিজেপির প্রার্থীদের ওপরে হামলা করছে তৃণমূল কংগ্রেস ৷ এর থেকেই তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক হতাশা প্রমাণিত হচ্ছে ৷

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে তাঁর প্রশ্ন, পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এত উদ্বিগ্ন তখন প্রধানমন্ত্রী যখন করোনা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক ডাকছেন তখন কেন তিনি আলোচনায় অংশ নিচ্ছেন না ?

Last Updated : Apr 19, 2021, 4:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.