ETV Bharat / state

মাথাভাঙায় বাহিনীর গুলি চালানোয় মমতাকে দুষলেন জয়প্রকাশ

মাথাভাঙায় গুলি চালনা এবং ভোটারের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার ৷ বলেন, ‘‘গোটা পশ্চিমবঙ্গে সন্ত্রাসের আবহাওয়া তৈরির চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ছাপ্পা ভোট করতে না পেরে ভয় পেয়েছেন তিনি ৷ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নিজের কর্মীদের উস্কাচ্ছেন ৷’’

author img

By

Published : Apr 10, 2021, 3:31 PM IST

Updated : Apr 10, 2021, 4:26 PM IST

জয়প্রকাশ মজুমদার ৷
জয়প্রকাশ মজুমদার ৷

কলকাতা, 10 এপ্রিল : মাননীয়া রাজ্যে সন্ত্রাসের বাতাবরণ তৈরির চেষ্টা করেছেন ৷ মাথাভাঙায় ভোটারদের ওপর কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় দুঃখপ্রকাশ করে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার ৷ পাশাপাশি তাঁর আবেদন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অশান্তি কাটিয়ে যেন শান্তির বাতাবরণ সৃষ্টি করেন এই রাজ্যে । তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর প্ররোচনাতেই এই ঘটনা ঘটেছে । কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কর্মীদের উস্কাচ্ছেন তিনি ৷

শীতলকুচির ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনলেন জয়প্রকাশ মজুমদার ৷

রাজনৈতিক হানাহানি বন্ধ এবং সুষ্ঠু ভাবে ভোট পালনের আবেদন করেন জয়প্রকাশ । পাশাপাশি তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বললেন, "এতদিন বাংলার রাজনীতিতে এবং নির্বাচনে ছাপ্পা ভোটের খেলা হতো । কিন্তু সাধারণ মানুষ আজ জাগ্রত, ফলে ছাপ্পা ভোট হচ্ছে না। আর এই ছাপ্পা বন্ধ হয়ে যাওয়াতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘাবড়ে গিয়েছেন ৷ ভয় পেয়ে গিয়েছেন । ফলেই তিনি কেন্দ্রীয় বাহিনীকে রুখে দেওয়ার কথা বলছেন ৷ তাও আবার নির্বাচন চলাকালীনই ৷ তাঁর জন্যই বাংলায় রাজনীতিতে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে ।"

কলকাতা, 10 এপ্রিল : মাননীয়া রাজ্যে সন্ত্রাসের বাতাবরণ তৈরির চেষ্টা করেছেন ৷ মাথাভাঙায় ভোটারদের ওপর কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় দুঃখপ্রকাশ করে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার ৷ পাশাপাশি তাঁর আবেদন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অশান্তি কাটিয়ে যেন শান্তির বাতাবরণ সৃষ্টি করেন এই রাজ্যে । তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর প্ররোচনাতেই এই ঘটনা ঘটেছে । কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কর্মীদের উস্কাচ্ছেন তিনি ৷

শীতলকুচির ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনলেন জয়প্রকাশ মজুমদার ৷

রাজনৈতিক হানাহানি বন্ধ এবং সুষ্ঠু ভাবে ভোট পালনের আবেদন করেন জয়প্রকাশ । পাশাপাশি তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বললেন, "এতদিন বাংলার রাজনীতিতে এবং নির্বাচনে ছাপ্পা ভোটের খেলা হতো । কিন্তু সাধারণ মানুষ আজ জাগ্রত, ফলে ছাপ্পা ভোট হচ্ছে না। আর এই ছাপ্পা বন্ধ হয়ে যাওয়াতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘাবড়ে গিয়েছেন ৷ ভয় পেয়ে গিয়েছেন । ফলেই তিনি কেন্দ্রীয় বাহিনীকে রুখে দেওয়ার কথা বলছেন ৷ তাও আবার নির্বাচন চলাকালীনই ৷ তাঁর জন্যই বাংলায় রাজনীতিতে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে ।"

Last Updated : Apr 10, 2021, 4:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.