ETV Bharat / state

কেবলমাত্র তৃণমূল নেতাদের অক্সিজেন সাপ্লাই কম হচ্ছে : দিলীপ - তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের

কয়েকদিন আগেই অক্সিজেন সাপ্লাই নিয়ে কেন্দ্রকে একহাত নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অক্সিজেন উত্তরপ্রদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন ৷ এবার এই বিষয়ে তৃণমূলকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ ৷

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ
author img

By

Published : Apr 25, 2021, 9:53 AM IST

Updated : Apr 25, 2021, 10:26 AM IST

কলকাতা, 25 এপ্রিল : রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে ৷ এক একদিনে আক্রান্ত হচ্ছে 10-12 হাজারের বেশি মানুষ ৷ সেইসঙ্গে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে ৷ অক্সিজেন নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, রাজ্যের বরাদ্দ অক্সিজেন নিয়ে চলে যাচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ যদিও, দিলীপ ঘোষের দাবি, আমাদের অক্সিজেন সরবরাহ কম নেই ৷ তৃণমূলের লোকেদের অক্সিজেন সাপ্লাই কম হচ্ছে ৷ আজ সুভাষ সরোবরে প্রাতঃভ্রমণে এসে তৃণমূলকে এভাবেই আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

করোনা পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের বাকি দুই দফায় রোড শো ও মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন ৷ শুধুমাত্র 500 জন লোক নিয়ে জনসভা করার অনুমতি দেওয়া হয়েছে ৷ কিন্তু গতকাল দিলীপ ঘোষের সভায় 500 জনের বেশি লোক হয়েছিল ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, আমি সভা করতে গেলে লোক এমনিই চলে আসছে । আমরা কাউকে ডাকিনি । আমরা 200 থেকে 300 টা আসন রেখেছিলাম । এর বেশি লোক হয়ে গেলে আমাদের কিছু করার নেই । লোকেরা আমাদের ভাষণ শুনতে চাইছে । ওদের সভায় লোক হচ্ছে না বলে অনেক কথা বলছে ।

ভ্যাকসিন নিয়েও রাজ্যে হয়রানির শিকার হচ্ছে মানুষ ৷ এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "মুখ্যমন্ত্রী বলেছিলেন, বিনামূল্যে ভ্যাকসিন দেবেন । তার জন্য টাকা রেখে দিয়েছেন । কেন্দ্রীয় সরকার গতকাল বলে দিয়েছে যে, কোম্পানি থেকে কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন কেনে, সেই একই কোম্পানি থেকেই রাজ্য সরকার কিনতে পারবে । তাহলে এবার বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া শুরু করুন মুখ্যমন্ত্রী । শুধু মিথ্যে কথা বলেন তিনি । চার কোটির বেশি ভ্যাকসিন মজুত আছে ৷ ক্ষমতা থাকলে মুখ্যমন্ত্রী সেগুলো কিনে নিয়ে তা বিনামূল্যে দিয়ে দেখান । আসলে তৃণমূল নেতাদের অক্সিজেনের মাত্রা কম পড়েছে ৷ এর জন্য বিজেপি-র দায় নাকি ? "

আরও পড়ুন, হাঁসখালিতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, মৃত 1

অন্যদিকে, মানিকতলায় বিজেপি কর্মীদের উপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, "এটা উপসর্গ মাত্র । এতদিন গুন্ডারা ভোট করাত । কিন্তু পুলিশ এখন ভয় পেয়েছে । ওরা ভাবছে, সরকার উল্টে গেল ওদের কী হবে ? এই সমস্ত এলাকা এতদিন মুক্তাঞ্চল ছিল । নিজেদের মতো করে ভোট হত । এবার ছবিটা বদলেছে । সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে ।"

কলকাতা, 25 এপ্রিল : রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে ৷ এক একদিনে আক্রান্ত হচ্ছে 10-12 হাজারের বেশি মানুষ ৷ সেইসঙ্গে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে ৷ অক্সিজেন নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, রাজ্যের বরাদ্দ অক্সিজেন নিয়ে চলে যাচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ যদিও, দিলীপ ঘোষের দাবি, আমাদের অক্সিজেন সরবরাহ কম নেই ৷ তৃণমূলের লোকেদের অক্সিজেন সাপ্লাই কম হচ্ছে ৷ আজ সুভাষ সরোবরে প্রাতঃভ্রমণে এসে তৃণমূলকে এভাবেই আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

করোনা পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের বাকি দুই দফায় রোড শো ও মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন ৷ শুধুমাত্র 500 জন লোক নিয়ে জনসভা করার অনুমতি দেওয়া হয়েছে ৷ কিন্তু গতকাল দিলীপ ঘোষের সভায় 500 জনের বেশি লোক হয়েছিল ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, আমি সভা করতে গেলে লোক এমনিই চলে আসছে । আমরা কাউকে ডাকিনি । আমরা 200 থেকে 300 টা আসন রেখেছিলাম । এর বেশি লোক হয়ে গেলে আমাদের কিছু করার নেই । লোকেরা আমাদের ভাষণ শুনতে চাইছে । ওদের সভায় লোক হচ্ছে না বলে অনেক কথা বলছে ।

ভ্যাকসিন নিয়েও রাজ্যে হয়রানির শিকার হচ্ছে মানুষ ৷ এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "মুখ্যমন্ত্রী বলেছিলেন, বিনামূল্যে ভ্যাকসিন দেবেন । তার জন্য টাকা রেখে দিয়েছেন । কেন্দ্রীয় সরকার গতকাল বলে দিয়েছে যে, কোম্পানি থেকে কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন কেনে, সেই একই কোম্পানি থেকেই রাজ্য সরকার কিনতে পারবে । তাহলে এবার বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া শুরু করুন মুখ্যমন্ত্রী । শুধু মিথ্যে কথা বলেন তিনি । চার কোটির বেশি ভ্যাকসিন মজুত আছে ৷ ক্ষমতা থাকলে মুখ্যমন্ত্রী সেগুলো কিনে নিয়ে তা বিনামূল্যে দিয়ে দেখান । আসলে তৃণমূল নেতাদের অক্সিজেনের মাত্রা কম পড়েছে ৷ এর জন্য বিজেপি-র দায় নাকি ? "

আরও পড়ুন, হাঁসখালিতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, মৃত 1

অন্যদিকে, মানিকতলায় বিজেপি কর্মীদের উপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, "এটা উপসর্গ মাত্র । এতদিন গুন্ডারা ভোট করাত । কিন্তু পুলিশ এখন ভয় পেয়েছে । ওরা ভাবছে, সরকার উল্টে গেল ওদের কী হবে ? এই সমস্ত এলাকা এতদিন মুক্তাঞ্চল ছিল । নিজেদের মতো করে ভোট হত । এবার ছবিটা বদলেছে । সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে ।"

Last Updated : Apr 25, 2021, 10:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.