সল্টলেক , 9 এপ্রিল : সল্টলেকের মহিষবাথান এলাকায় উদ্ধার মুণ্ডহীন পচাগলা দেহ ৷ মৃতের পরিচয় জানা যায়নি ৷ ঘটনায় শোরগোল পড়ে গেছে এলাকায়।
কয়েকদিন ধরে মৃতদেহটি জলে পড়ে থাকায় দুর্গন্ধ ছড়াতে শুরু করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসে ৷ তখনই রাস্তার পাশে একটি নয়নজুলি থেকে উদ্ধার হয় মৃতদেহটি । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠায় ৷
পুলিশের প্রাথমিক অনুমান, কয়েকদিন আগে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে ৷ গোটা ঘটনার পুরো তদন্ত হলেই বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন ।