ETV Bharat / state

দ্বিতীয় দফার নির্বাচনে নজরদারি প্রদেশ কংগ্রেসের

author img

By

Published : Apr 1, 2021, 6:24 PM IST

ভোটগ্রহণে কোন কেন্দ্রে কী সমস্যা হচ্ছে, কোথায় দেখা দিচ্ছে অশান্তি । তার সব খবর রাখছে প্রদেশ কংগ্রেস । প্রথম দফার মতোই দ্বিতীয় দফাতেও প্রদেশ কংগ্রেসের তরফে বিধান ভবনে ওয়ার রুম তৈরি করে নজর রাখা হচ্ছে । উপস্থিত রয়েছেন এআইসিসি পর্যবেক্ষক বিকে হরিপ্রসাদ ।

bengal election 2021
দ্বিতীয় দফার নির্বাচনে নজরদারি প্রদেশ কংগ্রেসের

কলকাতা, 1 এপ্রিল : রাজ্যে চলছে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন । প্রথম দফার মতোই দ্বিতীয় দফাতেও প্রদেশ কংগ্রেসের দপ্তর বিধান ভবনে ওয়ার রুম তৈরি করে নজরদারি করা হচ্ছে । ভবনে উপস্থিত রয়েছেন এআইসিসি পর্যবেক্ষক বিকে হরিপ্রসাদ ।

সংযুক্ত মোর্চার শরিক হিসেবে 2021-এর বিধানসভা নির্বাচনে 92টি আসনে লড়ছে কংগ্রেস । আজ দ্বিতীয় দফায় চার জেলার মোট 30টি আসনের মধ্যে 9টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেসের প্রার্থী । সকাল থেকেই বিধান ভবনের ওয়ার রুম থেকে নির্বাচনের পরিস্থিতির উপর নজ‍র রাখা হচ্ছে দলের তরফে । প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সম্পাদক রানা চন্দ বলেন, "আজ আমাদের 9 জন প্রার্থী লড়ছেন । এখানে ওয়ার রুম থেকে নজরদারি করা হচ্ছে । কোথায় কী সমস্যা হচ্ছে সেই অভিযোগগুলো আসছে । অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা করছি । বেশিরভাগ সুবিধা অ্যাপে দেওয়া হচ্ছে । সিইও অফিসে পাঠিয়ে দেওয়া হচ্ছে । এভাবেই আমাদের নজরদারি চলছে । যেখানে আমাদের জাতীয় কংগ্রেসের প্রার্থী নেই, সংযুক্ত মোর্চার প্রার্থী রয়েছেন সেখানেও আমাদের কর্মীরা খুব সক্রিয় । কোনও সমস্যা হলে তাঁরা আমাদের জানাচ্ছেন এবং ওয়ার রুম থেকে পদক্ষেপ করা হচ্ছে ।"

এআইসিসির রাজ্য পর্যবেক্ষক বিকে হরিপ্রসাদ বলেন, "লড়াইটা ত্রিপাক্ষিক হচ্ছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা এসে যে প্রচার করছেন, তাতে প্রধান ইসুগুলো নিয়ে আজ পর্যন্ত বলেননি । কৃষকদের সম্পর্কে আজ পর্যন্ত কিছু বলেননি । কোভিডের পর বেকারত্ব যেভাবে বেড়েছে, অন‍্যান‍্য রাজ‍্য থেকে হেঁটে যে মানুষরা পশ্চিমবঙ্গে এসেছেন তাঁদের নিয়ে কিছু বলেননি । শুধু ভোট পাওয়ার জন্য বক্তৃতা দিচ্ছেন । মানুষ জানেন, বিজেপি ভাল থেকে বেশি খারাপ করতে এসেছে রাজ্যে । তৃণমূল কংগ্রেসের কোভিডের সময়ে যে কাজ করা উচিত ছিল সেগুলো তারা করতে পারেনি । তাই বাম, আইএসএফ ও কংগ্রেসের জোটের দিকে তাকিয়ে রয়েছেন মানুষ ।"

দ্বিতীয় দফার নির্বাচনে নজরদারি প্রদেশ কংগ্রেসের

আরও পড়ুন : দক্ষিণ 24 পরগনার ভোটকেন্দ্রগুলোতে ড্রোন উড়িয়ে নজরদারি

সকাল থেকেই বিভিন্ন হিংসাত্মক ঘটনার খবর আসছে । সে প্রসঙ্গে বিকে হরিপ্রসাদ বলেন, "নন্দীগ্রামসহ কয়েকটি জায়গায় সমস্যা তৈরি করতে বিজেপির তরফে উত্তরপ্রদেশসহ বাইরে থেকে অনেক লোক পাঠানো হয়েছে । সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য ভারতীয় জনতা পার্টি পুরো ক্ষমতা কাজে লাগিয়ে দিয়েছে । কিন্তু লোক সাবধান হয়ে রয়েছেন । এই কাজ যাঁরা করছেন মানুষ তাঁদের দেখছেন এবং এর জবাব ঠিক দেবে ।"

কলকাতা, 1 এপ্রিল : রাজ্যে চলছে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন । প্রথম দফার মতোই দ্বিতীয় দফাতেও প্রদেশ কংগ্রেসের দপ্তর বিধান ভবনে ওয়ার রুম তৈরি করে নজরদারি করা হচ্ছে । ভবনে উপস্থিত রয়েছেন এআইসিসি পর্যবেক্ষক বিকে হরিপ্রসাদ ।

সংযুক্ত মোর্চার শরিক হিসেবে 2021-এর বিধানসভা নির্বাচনে 92টি আসনে লড়ছে কংগ্রেস । আজ দ্বিতীয় দফায় চার জেলার মোট 30টি আসনের মধ্যে 9টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেসের প্রার্থী । সকাল থেকেই বিধান ভবনের ওয়ার রুম থেকে নির্বাচনের পরিস্থিতির উপর নজ‍র রাখা হচ্ছে দলের তরফে । প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সম্পাদক রানা চন্দ বলেন, "আজ আমাদের 9 জন প্রার্থী লড়ছেন । এখানে ওয়ার রুম থেকে নজরদারি করা হচ্ছে । কোথায় কী সমস্যা হচ্ছে সেই অভিযোগগুলো আসছে । অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা করছি । বেশিরভাগ সুবিধা অ্যাপে দেওয়া হচ্ছে । সিইও অফিসে পাঠিয়ে দেওয়া হচ্ছে । এভাবেই আমাদের নজরদারি চলছে । যেখানে আমাদের জাতীয় কংগ্রেসের প্রার্থী নেই, সংযুক্ত মোর্চার প্রার্থী রয়েছেন সেখানেও আমাদের কর্মীরা খুব সক্রিয় । কোনও সমস্যা হলে তাঁরা আমাদের জানাচ্ছেন এবং ওয়ার রুম থেকে পদক্ষেপ করা হচ্ছে ।"

এআইসিসির রাজ্য পর্যবেক্ষক বিকে হরিপ্রসাদ বলেন, "লড়াইটা ত্রিপাক্ষিক হচ্ছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা এসে যে প্রচার করছেন, তাতে প্রধান ইসুগুলো নিয়ে আজ পর্যন্ত বলেননি । কৃষকদের সম্পর্কে আজ পর্যন্ত কিছু বলেননি । কোভিডের পর বেকারত্ব যেভাবে বেড়েছে, অন‍্যান‍্য রাজ‍্য থেকে হেঁটে যে মানুষরা পশ্চিমবঙ্গে এসেছেন তাঁদের নিয়ে কিছু বলেননি । শুধু ভোট পাওয়ার জন্য বক্তৃতা দিচ্ছেন । মানুষ জানেন, বিজেপি ভাল থেকে বেশি খারাপ করতে এসেছে রাজ্যে । তৃণমূল কংগ্রেসের কোভিডের সময়ে যে কাজ করা উচিত ছিল সেগুলো তারা করতে পারেনি । তাই বাম, আইএসএফ ও কংগ্রেসের জোটের দিকে তাকিয়ে রয়েছেন মানুষ ।"

দ্বিতীয় দফার নির্বাচনে নজরদারি প্রদেশ কংগ্রেসের

আরও পড়ুন : দক্ষিণ 24 পরগনার ভোটকেন্দ্রগুলোতে ড্রোন উড়িয়ে নজরদারি

সকাল থেকেই বিভিন্ন হিংসাত্মক ঘটনার খবর আসছে । সে প্রসঙ্গে বিকে হরিপ্রসাদ বলেন, "নন্দীগ্রামসহ কয়েকটি জায়গায় সমস্যা তৈরি করতে বিজেপির তরফে উত্তরপ্রদেশসহ বাইরে থেকে অনেক লোক পাঠানো হয়েছে । সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য ভারতীয় জনতা পার্টি পুরো ক্ষমতা কাজে লাগিয়ে দিয়েছে । কিন্তু লোক সাবধান হয়ে রয়েছেন । এই কাজ যাঁরা করছেন মানুষ তাঁদের দেখছেন এবং এর জবাব ঠিক দেবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.