কলকাতা , 29 এপ্রিল : অষ্টম দফা ভোটের দিন কলকাতার বুকে বোমাবাজি ৷ ভোট শুরু হতেই অশান্ত হল জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মহাজাতি সদন এলাকা ৷ আজ সকাল প্রায় সাড়ে সাতটা নাগাদ জোড়াসাঁকো বিধানসভার মহাজাতি সদনের বিধানচন্দ্র গ্রন্থাগারের গেটের সামনে বোমাবাজি হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ৷ তাঁদের অভিযোগ, বেশ কিছু দুষ্কৃতী এসে সাতসকালে মহাজাতি সদনের গেটের বাইরে পরপর দুটি বোমা নিক্ষেপ করে ৷ বোমার আওয়াজ পেয়ে এলাকার মানুষ বাইরে বেরিয়ে আসার পর রাস্তায় বোমার আঘাতের চিহ্ন দেখতে পায় ৷
খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশের বিশেষ বাহিনী ৷ আসেন জোড়াসাঁকো বিধানসভার তৃণমূল প্রার্থী বিবেক গুপ্ত ৷ তাঁর অভিযোগ , বিজেপি ভয় দেখিয়ে ভোট লুঠ করার জন্য বোমাবাজির ঘটনা ঘটাচ্ছে । এর পাশাপাশি বোমাবাজি করে বিজেপি সংখ্যালঘুদের ভয় দেখানোর চেষ্টা করছে ৷
আজ একুশের বিধানসভা নির্বাচনের শেষ দিনে জোড়াসাঁকো বিধানসভার জন রায় ইভিএম বন্দি হবে ৷ তার আগে বোমাবাজির এই ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে । কারা , কীভাবে এই ঘটনা ঘটাল তা নিয়ে ধন্দে এলাকাবাসী ৷ কলকাতার মহাজাতি সদন নেতাজি সুভাষচন্দ্র বসু ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিধানচন্দ্র রায়ের স্মৃতি বিজড়িত একটি স্থান ৷ এই বিখ্যাত এবং ব্যস্ত একটি জায়গায় কীভাবে সাতসকালে বোমাবাজির ঘটনা ঘটল তা চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনিক মহলে ৷ গোটা ঘটনার তদন্তে কলকাতা পুলিশ ৷
আরও পড়ুন : ডোমকলে সিপিআইএম কর্মীকে গাড়ি চাপা দিয়ে খুন, অভিযুক্ত তৃণমূল প্রার্থী