ETV Bharat / state

ইভিএমে কোনও কারচুপি নেই, দাবি বিজেপির; কমিশনের কাছে যাচ্ছেন কৈলাসরা - Kailash Vijayvargiya

দলীয় সূত্রে খবর, কাঁথির সাধারণ মানুষ বিজেপিকেই ভোট দিচ্ছেন ৷ কোথাও কোনও কারচুপির অভিযোগ নেই বলেই দাবি করছে বিজেপি নেতৃত্ব ৷

West Bengal Assembly Election 2021
ছবি
author img

By

Published : Mar 27, 2021, 11:25 AM IST

কলকাতা, 27 মার্চ : দক্ষিণ কাঁথির দু'টি ভোটগ্রহণ কেন্দ্র থেকে ইভিএম কারচুপির অভিযোগ উঠেছে ৷ তৃণমূলের অভিযোগ, যে চিহ্নেই ভোট দেওয়া হোক না কেন, ভোট চলে যাচ্ছে বিজেপির কাছে ৷ দু'টি বুথেই ইভিএম বদলানোর দাবি তুলেছে তৃণমূল ৷ এই বিষয় নিয়েই এবার মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে চলেছে কৈলাস বিজয়বর্গীয় নেতৃত্বাধীন বিজেপির প্রতিনিধি দল ৷ আজ দুপুর 2টোর সময় বিজেপির প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে যাবেন ৷

তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে যে ইভিএম কারচুপির অভিযোগ আনা হচ্ছে, তা কার্যত উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ৷ দলীয় সূত্রে খবর, কাঁথির সাধারণ মানুষ বিজেপিকেই ভোট দিচ্ছেন ৷ কোথাও কোনও কারচুপির অভিযোগ নেই বলেই দাবি করছে বিজেপি নেতৃত্ব ৷

এদিকে আজ দুপুর 12 টার সময় তৃণমূল সাংসদদের এক প্রতিনিধি দলেরও মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করার কথা রয়েছে ৷ প্রথম দফার ভোটের বেশ কিছু গুরুতর উদ্বেগজনক পরিস্থিতির কথা তাঁরা নির্বাচন কমিশনের কাছে তুলে ধরবেন বলে তৃণমূল সূত্রে খবর ৷

কলকাতা, 27 মার্চ : দক্ষিণ কাঁথির দু'টি ভোটগ্রহণ কেন্দ্র থেকে ইভিএম কারচুপির অভিযোগ উঠেছে ৷ তৃণমূলের অভিযোগ, যে চিহ্নেই ভোট দেওয়া হোক না কেন, ভোট চলে যাচ্ছে বিজেপির কাছে ৷ দু'টি বুথেই ইভিএম বদলানোর দাবি তুলেছে তৃণমূল ৷ এই বিষয় নিয়েই এবার মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে চলেছে কৈলাস বিজয়বর্গীয় নেতৃত্বাধীন বিজেপির প্রতিনিধি দল ৷ আজ দুপুর 2টোর সময় বিজেপির প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে যাবেন ৷

তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে যে ইভিএম কারচুপির অভিযোগ আনা হচ্ছে, তা কার্যত উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ৷ দলীয় সূত্রে খবর, কাঁথির সাধারণ মানুষ বিজেপিকেই ভোট দিচ্ছেন ৷ কোথাও কোনও কারচুপির অভিযোগ নেই বলেই দাবি করছে বিজেপি নেতৃত্ব ৷

এদিকে আজ দুপুর 12 টার সময় তৃণমূল সাংসদদের এক প্রতিনিধি দলেরও মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করার কথা রয়েছে ৷ প্রথম দফার ভোটের বেশ কিছু গুরুতর উদ্বেগজনক পরিস্থিতির কথা তাঁরা নির্বাচন কমিশনের কাছে তুলে ধরবেন বলে তৃণমূল সূত্রে খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.