ভবানীপুর, 19 মার্চ: ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ । গতকালই বিজেপির তরফ থেকে ভবানীপুর কেন্দ্রের জন্য নাম ঘোষণা করা হয় তাঁর ৷ রুদ্রর রাজনৈতিক কেরিয়ার দিকে নজর দিলে দেখা যাবে বহুবার রং পাল্টেছেন। অবশেষে তিনি যোগ দিয়েছিলেন পদ্ম শিবিরে । তখন তাঁর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা চলছিল। তবে ভবানীপুর কেন্দ্র টিকিট পাবেন এমনটা জানা ছিল না রুদ্ররও। তাই বিলম্ব না করে আজ থেকেই প্রচারে রুদ্রনীল ৷
ভবানীপুর কেন্দ্রের বিধায়ক খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে এবারের নির্বাচনে তিনি লড়বেন নন্দীগ্রাম থেকে । আসন্ন নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের তরফে লড়বেন রাজ্যর বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । আর তাঁর বিপরীতেই বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ ।
ভবানীপুর কেন্দ্রের ভোটের একটা নিজস্ব সমীকরণ আছে ৷ এই কেন্দ্রে ভোট বিভক্ত বাঙালি-অবাঙালি দের মধ্যে। অবাঙালিদের সংখ্যাও নেহাত কম নয়। পাঞ্জাবি, জৈন, খ্রিস্টান সহ সব ধরনের লোকের বাস এই ভবানীপুরে ৷
তবে ভোটের প্রচারে নেমে কটাক্ষ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ তবে রুদ্রনীলের বিপরীতে তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই ৷ তাই তাঁকে অতি ভদ্র লোকে বলে প্রশংসায় করলেন রুদ্র। ভবানীপুর কেন্দ্রে লড়াইয়ের চ্যালেঞ্জ তাঁর নয়, বরং শোভনদেবের বলে মন্তব্য করেন । তৃণমূলের স্লোগান ‘‘খেলা হবে’’-র পাল্টা দিলেন রুদ্র ৷ বলেন খেলা নয় বিকাশ হবে, আসল উন্নয়ন হবে বিজেপির হাত ধরেই। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘরে হেরে যাওয়ার ভয়ে ভবানীপুর ছেড়ে নন্দীগ্রাম পালিয়েছেন ।’’