ETV Bharat / state

শোভনদার কাছেই চ্যালেঞ্জ, মমতাকে বিঁধে বললেন রুদ্র - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মালা দিয়ে প্রচার শুরু রুদ্রনীলের

ভবানীপুর কেন্দ্রের বিধায়ক খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে এবারের নির্বাচনে তিনি লড়বেন নন্দীগ্রাম থেকে । আসন্ন নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের তরফে লড়বেন রাজ্যর বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । আর তাঁর বিপরীতেই বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ ।

BJP candidate Rudranil Ghosh
BJP candidate Rudranil Ghosh
author img

By

Published : Mar 19, 2021, 10:08 PM IST

ভবানীপুর, 19 মার্চ: ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ । গতকালই বিজেপির তরফ থেকে ভবানীপুর কেন্দ্রের জন্য নাম ঘোষণা করা হয় তাঁর ৷ রুদ্রর রাজনৈতিক কেরিয়ার দিকে নজর দিলে দেখা যাবে বহুবার রং পাল্টেছেন। অবশেষে তিনি যোগ দিয়েছিলেন পদ্ম শিবিরে । তখন তাঁর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা চলছিল। তবে ভবানীপুর কেন্দ্র টিকিট পাবেন এমনটা জানা ছিল না রুদ্ররও। তাই বিলম্ব না করে আজ থেকেই প্রচারে রুদ্রনীল ৷

ভবানীপুর কেন্দ্রের বিধায়ক খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে এবারের নির্বাচনে তিনি লড়বেন নন্দীগ্রাম থেকে । আসন্ন নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের তরফে লড়বেন রাজ্যর বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । আর তাঁর বিপরীতেই বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ ।

ভবানীপুর কেন্দ্রের ভোটের একটা নিজস্ব সমীকরণ আছে ৷ এই কেন্দ্রে ভোট বিভক্ত বাঙালি-অবাঙালি দের মধ্যে। অবাঙালিদের সংখ্যাও নেহাত কম নয়। পাঞ্জাবি, জৈন, খ্রিস্টান সহ সব ধরনের লোকের বাস এই ভবানীপুরে ৷

প্রচার শুরু রুদ্রনীলের
আরও পড়ুন : গদ্দারের জবাবে চরকায় তেল , বাকযুদ্ধে মমতা-শুভেন্দু

তবে ভোটের প্রচারে নেমে কটাক্ষ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ তবে রুদ্রনীলের বিপরীতে তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই ৷ তাই তাঁকে অতি ভদ্র লোকে বলে প্রশংসায় করলেন রুদ্র। ভবানীপুর কেন্দ্রে লড়াইয়ের চ্যালেঞ্জ তাঁর নয়, বরং শোভনদেবের বলে মন্তব্য করেন । তৃণমূলের স্লোগান ‘‘খেলা হবে’’-র পাল্টা দিলেন রুদ্র ৷ বলেন খেলা নয় বিকাশ হবে, আসল উন্নয়ন হবে বিজেপির হাত ধরেই। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘরে হেরে যাওয়ার ভয়ে ভবানীপুর ছেড়ে নন্দীগ্রাম পালিয়েছেন ।’’

ভবানীপুর, 19 মার্চ: ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ । গতকালই বিজেপির তরফ থেকে ভবানীপুর কেন্দ্রের জন্য নাম ঘোষণা করা হয় তাঁর ৷ রুদ্রর রাজনৈতিক কেরিয়ার দিকে নজর দিলে দেখা যাবে বহুবার রং পাল্টেছেন। অবশেষে তিনি যোগ দিয়েছিলেন পদ্ম শিবিরে । তখন তাঁর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা চলছিল। তবে ভবানীপুর কেন্দ্র টিকিট পাবেন এমনটা জানা ছিল না রুদ্ররও। তাই বিলম্ব না করে আজ থেকেই প্রচারে রুদ্রনীল ৷

ভবানীপুর কেন্দ্রের বিধায়ক খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে এবারের নির্বাচনে তিনি লড়বেন নন্দীগ্রাম থেকে । আসন্ন নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের তরফে লড়বেন রাজ্যর বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । আর তাঁর বিপরীতেই বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ ।

ভবানীপুর কেন্দ্রের ভোটের একটা নিজস্ব সমীকরণ আছে ৷ এই কেন্দ্রে ভোট বিভক্ত বাঙালি-অবাঙালি দের মধ্যে। অবাঙালিদের সংখ্যাও নেহাত কম নয়। পাঞ্জাবি, জৈন, খ্রিস্টান সহ সব ধরনের লোকের বাস এই ভবানীপুরে ৷

প্রচার শুরু রুদ্রনীলের
আরও পড়ুন : গদ্দারের জবাবে চরকায় তেল , বাকযুদ্ধে মমতা-শুভেন্দু

তবে ভোটের প্রচারে নেমে কটাক্ষ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ তবে রুদ্রনীলের বিপরীতে তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই ৷ তাই তাঁকে অতি ভদ্র লোকে বলে প্রশংসায় করলেন রুদ্র। ভবানীপুর কেন্দ্রে লড়াইয়ের চ্যালেঞ্জ তাঁর নয়, বরং শোভনদেবের বলে মন্তব্য করেন । তৃণমূলের স্লোগান ‘‘খেলা হবে’’-র পাল্টা দিলেন রুদ্র ৷ বলেন খেলা নয় বিকাশ হবে, আসল উন্নয়ন হবে বিজেপির হাত ধরেই। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘরে হেরে যাওয়ার ভয়ে ভবানীপুর ছেড়ে নন্দীগ্রাম পালিয়েছেন ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.