কলকাতা, 4 এপ্রিল : উত্তর দমদম পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বড় ফিঙ্গা এলাকার ঘটনা ৷ উত্তর দমদম বিধানসভার বিজেপি প্রার্থী ডাক্তার অর্চনা মজুমদারকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার জেরে বচসা বাধে দুই পক্ষের ৷ ঘটনাস্থানে উপস্থিত হয় নিমতা থানার পুলিশ ৷ যদিও তৃণমূল ঘটনাটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে ৷
এদিন উত্তর দমদম বিধানসভার বিজেপি প্রার্থী বড় ফিঙ্গা এলাকায় প্রচারে গেলে তাঁকে প্রথমে এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয় ৷ পরে জয় শ্রীরাম ধ্বনিতেও আপত্তি জানানো হয় ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ দুই পক্ষের মধ্যে বচসা বাঁধে ৷ পরে বিজেপি কর্মীরা প্রচারে অনড় থাকায় কর্মীদের উপর মারধরেরও অভিযোগ ওঠে ৷
বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার জানান, " তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের প্রচারে বাধা দেয় ৷ আমাদের এলাকায় ঢুকতে দেওয়া হয় না ৷ জয় শ্রীরাম ধ্বনিতেও আপত্তি তোলে তারা ৷ এ কোন দেশে আমরা আছি ! "
তৃণমূলের উত্তর দমদমের তৃণমূলের শহর সভাপতি বিধায়ন বিশ্বাসের পাল্টা অভিযোগ, " আমার কাছে খবর বিজেপি প্রার্থী নিজে তৃণমূলের ফ্ল্যাগ খুলে দিয়েছে ৷ তৃণমূলের বিভিন্ন দেওয়াল লিখনে কালিও লাগানো হয়েছে ৷ উনি মিথ্যা অভিযোগ করছেন ৷ "
আরও পড়ুন : কয়লা পাচারের 900 কোটি গিয়েছে ভাইপোর কাছে, অভিযোগ শুভেন্দুর