ETV Bharat / state

JU Student Death: যাদবপুরের ঘটনায় 100 শতাংশ দায়ী রাজ্যপাল, অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর - রাজ্যপাল সিভি আনন্দ বোস

Bratya Basu Slams CV Ananda Bose on JU Student Death: যাদবপুরে ছাত্রমৃত্যুতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের ঘাড়ে দায় চাপালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ মঙ্গলবার বিধানসভায় তিনি এই দাবি করেন ৷

JU Student Death
JU Student Death
author img

By

Published : Aug 22, 2023, 2:00 PM IST

Updated : Aug 22, 2023, 2:27 PM IST

কলকাতা, 22 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের উপরই দায় চাপালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় অধিবেশন চলাকালীন এই নিয়ে নিজের ভাষণে আনন্দ বোসের উপর দায় চাপালেন তিনি ৷

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বসু বলেন, ‘‘এই যে ঘটনাটি ঘটছে, তাতে রাজ্যপাল তো আমার মনে হয় একশো শতাংশ দায়ী ৷ একশো শতাংশ দায়ী ৷’’

গত 9 অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের এক ছাত্রের রহস্যমৃত্যু হয় ৷ সেই ঘটনায় ব়্যাগিংয়ের অভিযোগ ওঠে ৷ এই নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷ গ্রেফতার হয়েছেন 12 জন ৷ এই প্রসঙ্গই মঙ্গলবার বিধানসভায় তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর প্রশ্নের উত্তর দিতে গিয়েই রাজ্যপালকে কাঠগড়ায় তোলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তবে যাদবপুরের বিষয় উত্থাপন করায় বিরোধী দলনেতাকে ধন্যবাদও জানান ব্রাত্য বসু ৷

আরও পড়ুন: খোঁজ মিলল যাদবপুরের ‘আলুর’, সোশাল মিডিয়ায় নিজের অবস্থান জানালেন অরিত্র

তিনি বলেন, ‘‘2023 সালে আমাদের রাজ্যে আরও একটি ঘটনা আমাদের রাজ্যে ঘটতে শুরু করছে ৷ আমাদের রাজ্যে নতুন রাজ্যপাল আসছেন ৷ নতুন রাজ্যপাল এসে তিনি রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা না করে বিশ্ববিদ্যালয়ে পর পর নিজস্ব পছন্দ অনুযায়ী উপাচার্য বসিয়ে দিচ্ছেন ৷’’

এর পর তিনি যাদবপুরের প্রসঙ্গে আসেন ৷ শিক্ষামন্ত্রী বলেন, ‘‘রাজ্য সরকার একটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নির্দেশিকা পাঠাতে পারে ৷ সেই নির্দেশিকা প্রয়োগ করার দায়িত্ব কর্তৃপক্ষের ৷ সেই কর্তৃপক্ষ কে, সেই প্রসঙ্গে বলতে গিয়ে আমি বলছি কিছুদিন আগে সেখানে কর্তৃপক্ষ ছিলেন ৷ তিনি রাজ্যপাল মনোনীত কর্তৃপক্ষ ৷ তাঁকে কেন রাজ্যপাল মনোনীত করলেন জানি না ৷ তাঁকে কেন সরিয়ে দিলেন, জানি না ৷ এই অবস্থায় ব়্যাগিংয়ের ঘটনাটটি ঘটে ৷’’

এর পর তিনি সরাসরি এই ঘটনায় রাজ্যপালের উপরই দায় চাপান ৷ বলেন, ‘‘এই যে ঘটনাটি ঘটছে, তাতে রাজ্যপাল তো আমার মনে হয় একশো শতাংশ দায়ী ৷ একশো শতাংশ দায়ী ৷ যদি কর্তৃপক্ষ খুঁজতে হয় ৷ যদি দায় খুঁজতে হয় ৷’’

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী যাদবপুর-কাণ্ডের তদন্ত প্রভাবিত করতে চাইছেন, অভিযোগ এসএফআই-এর

যাদবপুরে মাদকচক্র চলার অভিযোগও এ দিন বিধানসভায় তোলেন বিরোধী দলনেতা ৷ সেই নিয়ে উত্তরে কার্যত কেন্দ্রীয় সরকারের ঘাড়ে চাপিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তাঁর দাবি, মাদকচক্রের বিষয়টি তো দেখে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ৷ এটা তো রাজ্য সরকার দেখে না ৷

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা দফতরের তরফে তথ্য অনুসন্ধান কমিটি তৈরি করা হয়েছে ৷ সেই রিপোর্টে কী আছে, তা প্রকাশ করতে হলে আগে ইউজিসি-কে যাদবপুরের থেকে পাওয়া রিপোর্ট প্রকাশ করতে হবে ৷ কারণ, যাদবপুরের বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল নিযুক্ত নতুন উপাচার্যের সময় দেওয়া রিপোর্টেও ইউজিসি সন্তুষ্ট নয় ৷

এই নিয়ে অবশ্য হইচই হয় বিধানসভার অন্দরে৷ ব্রাত্যর ভাষণ শেষ হওয়ার পর এই নিয়ে বিধানসভায় বিক্ষোভ দেখায় প্রধান বিরোধী দল বিজেপি ৷ তাঁরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে স্লোগান দেয় ৷ তার পর তারা বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করে ৷

আরও পড়ুন: অ্যান্টি র‍্যাগিংয়ের স্কোয়াড তৈরির কথা ভাবছে যাদবপুর, বৈঠকে নয়া উপাচার্য

কলকাতা, 22 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের উপরই দায় চাপালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় অধিবেশন চলাকালীন এই নিয়ে নিজের ভাষণে আনন্দ বোসের উপর দায় চাপালেন তিনি ৷

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বসু বলেন, ‘‘এই যে ঘটনাটি ঘটছে, তাতে রাজ্যপাল তো আমার মনে হয় একশো শতাংশ দায়ী ৷ একশো শতাংশ দায়ী ৷’’

গত 9 অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের এক ছাত্রের রহস্যমৃত্যু হয় ৷ সেই ঘটনায় ব়্যাগিংয়ের অভিযোগ ওঠে ৷ এই নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷ গ্রেফতার হয়েছেন 12 জন ৷ এই প্রসঙ্গই মঙ্গলবার বিধানসভায় তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর প্রশ্নের উত্তর দিতে গিয়েই রাজ্যপালকে কাঠগড়ায় তোলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তবে যাদবপুরের বিষয় উত্থাপন করায় বিরোধী দলনেতাকে ধন্যবাদও জানান ব্রাত্য বসু ৷

আরও পড়ুন: খোঁজ মিলল যাদবপুরের ‘আলুর’, সোশাল মিডিয়ায় নিজের অবস্থান জানালেন অরিত্র

তিনি বলেন, ‘‘2023 সালে আমাদের রাজ্যে আরও একটি ঘটনা আমাদের রাজ্যে ঘটতে শুরু করছে ৷ আমাদের রাজ্যে নতুন রাজ্যপাল আসছেন ৷ নতুন রাজ্যপাল এসে তিনি রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা না করে বিশ্ববিদ্যালয়ে পর পর নিজস্ব পছন্দ অনুযায়ী উপাচার্য বসিয়ে দিচ্ছেন ৷’’

এর পর তিনি যাদবপুরের প্রসঙ্গে আসেন ৷ শিক্ষামন্ত্রী বলেন, ‘‘রাজ্য সরকার একটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নির্দেশিকা পাঠাতে পারে ৷ সেই নির্দেশিকা প্রয়োগ করার দায়িত্ব কর্তৃপক্ষের ৷ সেই কর্তৃপক্ষ কে, সেই প্রসঙ্গে বলতে গিয়ে আমি বলছি কিছুদিন আগে সেখানে কর্তৃপক্ষ ছিলেন ৷ তিনি রাজ্যপাল মনোনীত কর্তৃপক্ষ ৷ তাঁকে কেন রাজ্যপাল মনোনীত করলেন জানি না ৷ তাঁকে কেন সরিয়ে দিলেন, জানি না ৷ এই অবস্থায় ব়্যাগিংয়ের ঘটনাটটি ঘটে ৷’’

এর পর তিনি সরাসরি এই ঘটনায় রাজ্যপালের উপরই দায় চাপান ৷ বলেন, ‘‘এই যে ঘটনাটি ঘটছে, তাতে রাজ্যপাল তো আমার মনে হয় একশো শতাংশ দায়ী ৷ একশো শতাংশ দায়ী ৷ যদি কর্তৃপক্ষ খুঁজতে হয় ৷ যদি দায় খুঁজতে হয় ৷’’

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী যাদবপুর-কাণ্ডের তদন্ত প্রভাবিত করতে চাইছেন, অভিযোগ এসএফআই-এর

যাদবপুরে মাদকচক্র চলার অভিযোগও এ দিন বিধানসভায় তোলেন বিরোধী দলনেতা ৷ সেই নিয়ে উত্তরে কার্যত কেন্দ্রীয় সরকারের ঘাড়ে চাপিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তাঁর দাবি, মাদকচক্রের বিষয়টি তো দেখে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ৷ এটা তো রাজ্য সরকার দেখে না ৷

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা দফতরের তরফে তথ্য অনুসন্ধান কমিটি তৈরি করা হয়েছে ৷ সেই রিপোর্টে কী আছে, তা প্রকাশ করতে হলে আগে ইউজিসি-কে যাদবপুরের থেকে পাওয়া রিপোর্ট প্রকাশ করতে হবে ৷ কারণ, যাদবপুরের বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল নিযুক্ত নতুন উপাচার্যের সময় দেওয়া রিপোর্টেও ইউজিসি সন্তুষ্ট নয় ৷

এই নিয়ে অবশ্য হইচই হয় বিধানসভার অন্দরে৷ ব্রাত্যর ভাষণ শেষ হওয়ার পর এই নিয়ে বিধানসভায় বিক্ষোভ দেখায় প্রধান বিরোধী দল বিজেপি ৷ তাঁরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে স্লোগান দেয় ৷ তার পর তারা বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করে ৷

আরও পড়ুন: অ্যান্টি র‍্যাগিংয়ের স্কোয়াড তৈরির কথা ভাবছে যাদবপুর, বৈঠকে নয়া উপাচার্য

Last Updated : Aug 22, 2023, 2:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.