কলকাতা, 12 এপ্রিল: সরকারি প্রকল্পের কাজ সময়ে শেষ করার জন্য ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । বুধবার নবান্নে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব । এই বৈঠকে বিভিন্ন জেলার জেলাশাসক, মহাকুমা শাসক ও বিডিওরা উপস্থিত ছিলেন । সেখানে মুখ্যসচিব মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সমস্ত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন ।
এ দিন তিনি বিডিও, এসডিও ও ডিএমদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে মে মাসের দ্বিতীয় সপ্তাহের পরে আর যেন কোনও কাজ পড়ে না থাকে । পঞ্চায়েত নির্বাচনের আগে এই মুহূর্তে জেলায় জেলায় দুয়ারে সরকারের ক্যাম্প চলছে । সেই কাজ-সহ বিভিন্ন জেলায় যে নির্মাণ কাজ পঞ্চায়েতের আগে শেষ করার জন্য লক্ষ্যমাত্রা দিয়েছিল রাজ্য সরকার, তা শেষ করতে নির্দেশ দিলেন মুখ্যসচিব ।
প্রসঙ্গত, ইতিমধ্যেই দুয়ারে সরকার ক্যাম্পের সময়সীমা 20 থেকে বাড়িয়ে 30 এপ্রিল পর্যন্ত করা হয়েছে । এক্ষেত্রে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন, 20 এপ্রিল পর্যন্ত যে সমস্ত উপভোক্তাদের বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য নিশ্চিত করা হবে, তাঁরা যেন টাকা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে যান । বাকি ক্ষেত্রে অন্য যে পরিষেবাগুলি থাকবে, তা যেন 30 তারিখের মধ্যেই শেষ করা হয় । এক্ষেত্রে কোন কোন স্কিমে উপভোক্তারা টাকা পাচ্ছেন, তা ব্যাংকগুলোর সঙ্গে কথা বলে যাতে তাঁদের জানানো যায়, তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব ।
লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, কন্যাশ্রী প্রকল্পে উপভোক্তারা সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা পান । এক্ষেত্রে উপভোক্তাদের শুধু অর্থ প্রাপ্তির মেসেজ নয়, একই সঙ্গে কোন স্কিমে তাঁরা টাকা পাচ্ছেন, তাও উল্লেখ করে দিতে হবে বলে তিনি নির্দেশ দিয়েছেন । মনে করা হচ্ছে, এই দিনের বৈঠক এই কারণে আরও তাৎপর্যপূর্ণ যেহেতু মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সমস্ত কাজ শেষ করে ফেলার নির্দেশ এদিন মুখ্যসচিব দিয়েছেন, সেক্ষেত্রে তারপরেই পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে ।
আরও পড়ুন: রাজ্যপালের জরুরি তলবে রাজভবনে মুখ্যসচিব, প্রায় এক ঘণ্টা বৈঠক