ETV Bharat / state

Bjp West Bengal : প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা নিয়ে প্রচারে রাজ্য বিজেপি - Prime Minister's food scheme

রাজ্যের মানুষের কাছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার প্রকল্পের সুবিধা পৌঁচ্ছে দিতেই বিশেষ প্রচার বঙ্গ বিজেপির ।বিজেপির সূত্রে খবর, রাজ্যে কোভিড পরিস্থিতিতে সারা দেশের মানুষের জন্য রেশনে যে চাল-গম দেওয়া হচ্ছে। এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প। কিন্ত রাজ্য সরকার এটা নিজের নামে চালাচ্ছে ।

Bjp West Bengal
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্নযোজনার বিষয়ে প্রচার চালাবে রাজ্য বিজেপি
author img

By

Published : Aug 26, 2021, 11:09 PM IST

কলকাতা, 26 অগস্ট : প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় দেশের 80 কোটি ভারতবাসীকে 5 কেজি চাল ও 5 কেজি গমের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের সাফল্য কামনায় এবার রাজ্য জুড়ে বিশেষ প্রচার কর্মসূচি বিজেপির । রাজ্যের 24 হাজার রেশন দোকানের সামনে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্মলিত পাটের বিশেষ ব্যাগ, লিফলেট ও স্টিকার বিলি করবে বিজেপি । রাজ্যের সব কটি জেলাতেই এই কর্মসূচি হবে ।


আজ বিজেপির রাজ্য দফতরে এই প্রকল্পের সূচনা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিজেপি সহ সভাপতি বিশ্বপ্রিয় মজুমদার ।


এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের লক্ষ লক্ষ গরিব মানুষ উপকৃত হচ্ছে । "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোভিড পরিস্থিতিতে 5 কেজি চাল ও 5 কেজি গম দেওয়ার ব্যবস্থা করেছে । সেটা রাজ্যের মানুষকে জানাতে আমরা রাজ্যের 24 হাজার রেশন দোকানের সামনে লিফলেট, স্টিকার ও প্রধানমন্ত্রীর ছবি সম্মলিত বিশেষ ব্যাগ নিয়েই রাজ্য জুড়ে প্রচার শুরু করছি," তিনি বলেন।


মূলত, রাজ্যের মানুষের কাছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার প্রকল্পের সুবিধা পৌঁচ্ছে দিতেই বিশেষ প্রচার বঙ্গ বিজেপির ।
বিজেপির সূত্রে খবর, রাজ্যে কোভিড পরিস্থিতিতে সারা দেশের মানুষের জন্য রেশনে যে চাল-গম দেওয়া হচ্ছে। এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প। কিন্ত রাজ্য সরকার এটা নিজের নামে চালাচ্ছে । বিজেপির দাবি, এই সমস্ত চাল-গম FCI-এর গুদাম থেকে রাজ্যের খাদ্য দফতরে দেওয়া হচ্ছে । তাই, এবার রাজ্যের রেশন দোকানের সামনে ক্যাম্প করে গরিব কল্যাণ অন্ন যোজনায় প্রকল্পগুলি এই রাজ্যের মানুষের কাছে তুলে ধরা হবে । এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্মলিত বিশেষ স্টিকার, লিফলেটও দেওয়া হবে । এমন কী পাটের বড় ব্যাগও হাতে তুলে দেওয়া হবে ।


বিজেপির দাবি, রাজ্য প্রশাসন কেন্দ্রীয় প্রকল্পগুলি নাম পরিবর্তন করে সেই প্রকল্পগুলি নাম কিনতে চায় । একাধিক কেন্দ্রীয় প্রকল্প। যার নামটা শুধু বদল করা হয়েছে। এবার সেইগুলি নিয়েও প্রচার শুরু করবে বিজেপি ।

কলকাতা, 26 অগস্ট : প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় দেশের 80 কোটি ভারতবাসীকে 5 কেজি চাল ও 5 কেজি গমের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের সাফল্য কামনায় এবার রাজ্য জুড়ে বিশেষ প্রচার কর্মসূচি বিজেপির । রাজ্যের 24 হাজার রেশন দোকানের সামনে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্মলিত পাটের বিশেষ ব্যাগ, লিফলেট ও স্টিকার বিলি করবে বিজেপি । রাজ্যের সব কটি জেলাতেই এই কর্মসূচি হবে ।


আজ বিজেপির রাজ্য দফতরে এই প্রকল্পের সূচনা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিজেপি সহ সভাপতি বিশ্বপ্রিয় মজুমদার ।


এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের লক্ষ লক্ষ গরিব মানুষ উপকৃত হচ্ছে । "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোভিড পরিস্থিতিতে 5 কেজি চাল ও 5 কেজি গম দেওয়ার ব্যবস্থা করেছে । সেটা রাজ্যের মানুষকে জানাতে আমরা রাজ্যের 24 হাজার রেশন দোকানের সামনে লিফলেট, স্টিকার ও প্রধানমন্ত্রীর ছবি সম্মলিত বিশেষ ব্যাগ নিয়েই রাজ্য জুড়ে প্রচার শুরু করছি," তিনি বলেন।


মূলত, রাজ্যের মানুষের কাছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার প্রকল্পের সুবিধা পৌঁচ্ছে দিতেই বিশেষ প্রচার বঙ্গ বিজেপির ।
বিজেপির সূত্রে খবর, রাজ্যে কোভিড পরিস্থিতিতে সারা দেশের মানুষের জন্য রেশনে যে চাল-গম দেওয়া হচ্ছে। এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প। কিন্ত রাজ্য সরকার এটা নিজের নামে চালাচ্ছে । বিজেপির দাবি, এই সমস্ত চাল-গম FCI-এর গুদাম থেকে রাজ্যের খাদ্য দফতরে দেওয়া হচ্ছে । তাই, এবার রাজ্যের রেশন দোকানের সামনে ক্যাম্প করে গরিব কল্যাণ অন্ন যোজনায় প্রকল্পগুলি এই রাজ্যের মানুষের কাছে তুলে ধরা হবে । এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্মলিত বিশেষ স্টিকার, লিফলেটও দেওয়া হবে । এমন কী পাটের বড় ব্যাগও হাতে তুলে দেওয়া হবে ।


বিজেপির দাবি, রাজ্য প্রশাসন কেন্দ্রীয় প্রকল্পগুলি নাম পরিবর্তন করে সেই প্রকল্পগুলি নাম কিনতে চায় । একাধিক কেন্দ্রীয় প্রকল্প। যার নামটা শুধু বদল করা হয়েছে। এবার সেইগুলি নিয়েও প্রচার শুরু করবে বিজেপি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.