কলকাতা, 26 অগস্ট : প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় দেশের 80 কোটি ভারতবাসীকে 5 কেজি চাল ও 5 কেজি গমের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের সাফল্য কামনায় এবার রাজ্য জুড়ে বিশেষ প্রচার কর্মসূচি বিজেপির । রাজ্যের 24 হাজার রেশন দোকানের সামনে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্মলিত পাটের বিশেষ ব্যাগ, লিফলেট ও স্টিকার বিলি করবে বিজেপি । রাজ্যের সব কটি জেলাতেই এই কর্মসূচি হবে ।
আজ বিজেপির রাজ্য দফতরে এই প্রকল্পের সূচনা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিজেপি সহ সভাপতি বিশ্বপ্রিয় মজুমদার ।
এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের লক্ষ লক্ষ গরিব মানুষ উপকৃত হচ্ছে । "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোভিড পরিস্থিতিতে 5 কেজি চাল ও 5 কেজি গম দেওয়ার ব্যবস্থা করেছে । সেটা রাজ্যের মানুষকে জানাতে আমরা রাজ্যের 24 হাজার রেশন দোকানের সামনে লিফলেট, স্টিকার ও প্রধানমন্ত্রীর ছবি সম্মলিত বিশেষ ব্যাগ নিয়েই রাজ্য জুড়ে প্রচার শুরু করছি," তিনি বলেন।
মূলত, রাজ্যের মানুষের কাছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার প্রকল্পের সুবিধা পৌঁচ্ছে দিতেই বিশেষ প্রচার বঙ্গ বিজেপির ।
বিজেপির সূত্রে খবর, রাজ্যে কোভিড পরিস্থিতিতে সারা দেশের মানুষের জন্য রেশনে যে চাল-গম দেওয়া হচ্ছে। এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প। কিন্ত রাজ্য সরকার এটা নিজের নামে চালাচ্ছে । বিজেপির দাবি, এই সমস্ত চাল-গম FCI-এর গুদাম থেকে রাজ্যের খাদ্য দফতরে দেওয়া হচ্ছে । তাই, এবার রাজ্যের রেশন দোকানের সামনে ক্যাম্প করে গরিব কল্যাণ অন্ন যোজনায় প্রকল্পগুলি এই রাজ্যের মানুষের কাছে তুলে ধরা হবে । এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্মলিত বিশেষ স্টিকার, লিফলেটও দেওয়া হবে । এমন কী পাটের বড় ব্যাগও হাতে তুলে দেওয়া হবে ।
বিজেপির দাবি, রাজ্য প্রশাসন কেন্দ্রীয় প্রকল্পগুলি নাম পরিবর্তন করে সেই প্রকল্পগুলি নাম কিনতে চায় । একাধিক কেন্দ্রীয় প্রকল্প। যার নামটা শুধু বদল করা হয়েছে। এবার সেইগুলি নিয়েও প্রচার শুরু করবে বিজেপি ।