ETV Bharat / state

Behala Classical Festival: বেহালা ক্লাসিকাল ফেস্টিভ্যালে সুরের মুর্ছনা, পণ্ডিত রাহুল শর্মার সন্তুরে মুগ্ধ শ্রোতারা - কলকাতার খবর

বেহালা ক্লাসিকাল ফেস্টিভ্যাল শুরু হল (Behala Classical Festival)৷ প্রথম দিনই পণ্ডিত রাহুল শর্মার সন্তুরে মুগ্ধ শ্রোতারা ৷ এই উৎসব চলবে 10 জানুয়ারি পর্যন্ত (Kolkata News)৷

Behala classical festival
বেহালা ক্লাসিকাল ফেস্টিভ্যাল
author img

By

Published : Jan 8, 2023, 8:02 PM IST

বেহালা ক্লাসিকাল ফেস্টিভ্যালে সুরের মুর্ছনা

কলকাতা, 8 জানুয়ারি: বেহালা সাংস্কৃতিক সম্মিলনীর উদ্যোগে শুরু হল 'বেহালা ক্লাসিকাল ফেস্টিভ্যাল' (Behala Classical Festival)। এ বছর একাদশতম বর্ষে পদার্পণ করল এই ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান । প্রথম দিনই পণ্ডিত রাহুল শর্মার সন্তুর মুগ্ধ করল উপস্থিত শ্রোতাদের ৷ এ ছাড়াও আগামী কয়েকদিনে বেশ কয়েকজন বিশিষ্ট শিল্পীর সঙ্গীত শোনার সুযোগ মিলবে বেহালাবাসীর ৷ চলতি বছরে 7 থেকে 10 জানুয়ারি পর্যন্ত চলবে বেহালা ক্লাসিকাল ফেস্টিভ্যাল (Kolkata News)।

7 জানুয়ারির সন্ধ্যায় বেহালা ব্লাইন্ড স্কুলের মাঠে আয়োজিত 'বেহালা ক্লাসিকাল ফেস্টিভ্যাল'- এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন প্রখ্যাত তবলা শিল্পী স্বপন চৌধুরী । সংগঠনের পক্ষ থেকে এ দিন সম্বর্ধনা দেওয়া হয় তাঁকে । আপ্লুত শিল্পী ধন্যবাদ জানিয়েছেন তাঁর শ্রোতাদের ৷ এ ছাড়াও এ দিন হাজির ছিলেন বেহালার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা এবং পৌরমাতারা ।

এ দিনের সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে পণ্ডিত রাহুল শর্মা সন্তুর বাজান ৷ তবলায় ছিলেন পণ্ডিত সত্যজিৎ তলওয়ালকার ৷ পণ্ডিত উদয় ভদওয়ালকার শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন আর পাখওয়াজ বাজান পণ্ডিত প্রতাপ আওয়াদ । অন্যান্য দিনের অনুষ্ঠানে থাকছেন পণ্ডিত বিক্রম ঘোষ (তবলা), পণ্ডিত বসন্ত কাবরা (সরোদ), পণ্ডিত মাইসোর নাগরাজ (বেহালা), পণ্ডিত বদ্রিনাথ জি (তবলা), পণ্ডিত মাল্যবান চট্টোপাধ্যায় (কণ্ঠসঙ্গীত)-সহ দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য শাস্ত্রীয় এবং যন্ত্রসঙ্গীত শিল্পীরা ।

Behala classical festival ETV Bharat
বেহালা ক্লাসিকাল ফেস্টিভ্যাল

আরও পড়ুন: নানান রঙে সেজেছে আকাশ ! আমেদাবাদে শুরু তেইশে'র আন্তর্জাতিক ঘুড়ি উৎসব

এ দিনের অনুষ্ঠানের উদ্বোধনে এসে সাংসদ মালা রায় বলেন, "শাস্ত্রীয় সঙ্গীত কিংবা যন্ত্র সঙ্গীত বসে বসে তাঁরাই শোনেন, যাঁরা বোঝেন এবং ভালোবাসেন । বেহালার বুকে এ হেন মানুষের অভাব নেই । আর তাই এগারো বছর পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হল এই অনুষ্ঠান । আমার বিশ্বাস আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে ।" উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক রত্না চট্টোপাধ্যায় সংস্কৃতমনষ্ক বেহালাবাসীর সুখ্যাতি করে শিল্পীদের কল্যাণে মুখ্যমন্ত্রীর নেওয়া উদ্যোগকে স্মরণ করালেন ৷

বেহালা ক্লাসিকাল ফেস্টিভ্যালে সুরের মুর্ছনা

কলকাতা, 8 জানুয়ারি: বেহালা সাংস্কৃতিক সম্মিলনীর উদ্যোগে শুরু হল 'বেহালা ক্লাসিকাল ফেস্টিভ্যাল' (Behala Classical Festival)। এ বছর একাদশতম বর্ষে পদার্পণ করল এই ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান । প্রথম দিনই পণ্ডিত রাহুল শর্মার সন্তুর মুগ্ধ করল উপস্থিত শ্রোতাদের ৷ এ ছাড়াও আগামী কয়েকদিনে বেশ কয়েকজন বিশিষ্ট শিল্পীর সঙ্গীত শোনার সুযোগ মিলবে বেহালাবাসীর ৷ চলতি বছরে 7 থেকে 10 জানুয়ারি পর্যন্ত চলবে বেহালা ক্লাসিকাল ফেস্টিভ্যাল (Kolkata News)।

7 জানুয়ারির সন্ধ্যায় বেহালা ব্লাইন্ড স্কুলের মাঠে আয়োজিত 'বেহালা ক্লাসিকাল ফেস্টিভ্যাল'- এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন প্রখ্যাত তবলা শিল্পী স্বপন চৌধুরী । সংগঠনের পক্ষ থেকে এ দিন সম্বর্ধনা দেওয়া হয় তাঁকে । আপ্লুত শিল্পী ধন্যবাদ জানিয়েছেন তাঁর শ্রোতাদের ৷ এ ছাড়াও এ দিন হাজির ছিলেন বেহালার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা এবং পৌরমাতারা ।

এ দিনের সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে পণ্ডিত রাহুল শর্মা সন্তুর বাজান ৷ তবলায় ছিলেন পণ্ডিত সত্যজিৎ তলওয়ালকার ৷ পণ্ডিত উদয় ভদওয়ালকার শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন আর পাখওয়াজ বাজান পণ্ডিত প্রতাপ আওয়াদ । অন্যান্য দিনের অনুষ্ঠানে থাকছেন পণ্ডিত বিক্রম ঘোষ (তবলা), পণ্ডিত বসন্ত কাবরা (সরোদ), পণ্ডিত মাইসোর নাগরাজ (বেহালা), পণ্ডিত বদ্রিনাথ জি (তবলা), পণ্ডিত মাল্যবান চট্টোপাধ্যায় (কণ্ঠসঙ্গীত)-সহ দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য শাস্ত্রীয় এবং যন্ত্রসঙ্গীত শিল্পীরা ।

Behala classical festival ETV Bharat
বেহালা ক্লাসিকাল ফেস্টিভ্যাল

আরও পড়ুন: নানান রঙে সেজেছে আকাশ ! আমেদাবাদে শুরু তেইশে'র আন্তর্জাতিক ঘুড়ি উৎসব

এ দিনের অনুষ্ঠানের উদ্বোধনে এসে সাংসদ মালা রায় বলেন, "শাস্ত্রীয় সঙ্গীত কিংবা যন্ত্র সঙ্গীত বসে বসে তাঁরাই শোনেন, যাঁরা বোঝেন এবং ভালোবাসেন । বেহালার বুকে এ হেন মানুষের অভাব নেই । আর তাই এগারো বছর পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হল এই অনুষ্ঠান । আমার বিশ্বাস আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে ।" উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক রত্না চট্টোপাধ্যায় সংস্কৃতমনষ্ক বেহালাবাসীর সুখ্যাতি করে শিল্পীদের কল্যাণে মুখ্যমন্ত্রীর নেওয়া উদ্যোগকে স্মরণ করালেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.