ETV Bharat / state

High Court Order: গরমে নাজেহাল, আইনজীবীদের কালো গাউন পরতে হবে না; স্বস্তির বার্তা হাইকোর্টে - High Court

তীব্র গরমের হাত থেকে কিছুটা রেহাই পেলেন হাইকোর্টের আইনজীবীরা ৷ এই গরমে আইনজীবীদের কালো গাউন পরে শুনানিতে অংশ নেওয়ার দরকার নেই বলে বিজ্ঞপ্তি জারি হল।

High Court Order
তীব্র গরমে স্বস্তির বার্তা হাইকোর্টে
author img

By

Published : Apr 20, 2023, 8:07 AM IST

কলকাতা, 20 এপ্রিল: গরমের হাত থেকে আইনজীবীদের রেহাই দিতে নতুন সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ বৃহস্পতিবার থেকে আইনজীবীদের আর পরতে হবে না কালো কোর্ট ৷ এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বুধবার ৷ স্বভাবতই আইনজীবীদের কাছে এই বার্তা বেশ খানিকটা স্বস্তি বয়ে আনবে বলেই মনে করা হচ্ছে।

গোটা রাজ্যজুড়ে তীব্র দাবদাহে নাজেহাল পরিস্থিতি রাজ্যবাসীর ৷ গরমে হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে অফিসযাত্রীরা। প্রায় সব জেলাতেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে ৷ এই পরিস্থিতিতে আদালতে আইনজীবীরা বেশ কয়েকদিন ধরেই নিত্যদিনের কাজে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন ৷ সেই সমস্যার কথা বার অ্যাসোসিয়েশনের বৈঠকে তুলেও ধরেছিলেন আইনজীবীরা । প্রধান বিচারপতির কাছে আবেদনও জানান যাতে প্রাথমিকভাবে শুনানির কাজ ভার্চুয়াল মাধ্যমে করা যায় ৷ একইসঙ্গে কালো গাউন পরা থেকে ছাড় দেওয়ার কথাও জানানো হয় । সেই আবেদনে সাড়া দিল হাইকোর্ট।

আরও পড়ুন: আজও তাপপ্রবাহের শঙ্কা, উত্তরে বৃষ্টি; আশা দক্ষিণবঙ্গেও

অবশেষে বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সিদ্ধান্ত নিয়ে জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে আইনজীবীদের কালো গাউন পরে শুনানিতে অংশ নেওয়ার দরকার নেই। তার মানে কোর্টের পোশাক হিসাবে সাদা জামা ও কালো প্যান্ট-এর সঙ্গে উপরে কালো গাউন পরার দরকার নেই বলে জানানো হয়েছে ৷ হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে প্রধান বিচারপতি জানিয়েছেন আপাতত গরমের ছুটি পর্যন্ত আইনজীবীদের কালো গাউন পরার দরকার নেই।

উল্লেখ্য, প্রচন্ড গরমে বুধবার হাইকোর্টে অসুস্থ হয়ে পড়েছিলেন আইনজীবী শ্যামল মজুমদার। হাইকোর্ট 1 নম্বর বারের আইনজীবী তিনি। দুপুর নাগাদ তাঁকে অন্যান্য আইনজীবীরা ধরে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। ইতিমধ্যেই, গরমের কারণে রাজ্যের সরকারি-বেসরকারি স্কুল কলেজে আগেই ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ এই পরিস্থিতিতে আইনজীবীদের কালো গাউন পরা থেকে বিরত থাকার বিজ্ঞপ্তি জারি হওয়ায় এই গরমে কিছুটা স্বস্তি পেয়েছেন তাঁরা ৷

কলকাতা, 20 এপ্রিল: গরমের হাত থেকে আইনজীবীদের রেহাই দিতে নতুন সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ বৃহস্পতিবার থেকে আইনজীবীদের আর পরতে হবে না কালো কোর্ট ৷ এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বুধবার ৷ স্বভাবতই আইনজীবীদের কাছে এই বার্তা বেশ খানিকটা স্বস্তি বয়ে আনবে বলেই মনে করা হচ্ছে।

গোটা রাজ্যজুড়ে তীব্র দাবদাহে নাজেহাল পরিস্থিতি রাজ্যবাসীর ৷ গরমে হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে অফিসযাত্রীরা। প্রায় সব জেলাতেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে ৷ এই পরিস্থিতিতে আদালতে আইনজীবীরা বেশ কয়েকদিন ধরেই নিত্যদিনের কাজে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন ৷ সেই সমস্যার কথা বার অ্যাসোসিয়েশনের বৈঠকে তুলেও ধরেছিলেন আইনজীবীরা । প্রধান বিচারপতির কাছে আবেদনও জানান যাতে প্রাথমিকভাবে শুনানির কাজ ভার্চুয়াল মাধ্যমে করা যায় ৷ একইসঙ্গে কালো গাউন পরা থেকে ছাড় দেওয়ার কথাও জানানো হয় । সেই আবেদনে সাড়া দিল হাইকোর্ট।

আরও পড়ুন: আজও তাপপ্রবাহের শঙ্কা, উত্তরে বৃষ্টি; আশা দক্ষিণবঙ্গেও

অবশেষে বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সিদ্ধান্ত নিয়ে জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে আইনজীবীদের কালো গাউন পরে শুনানিতে অংশ নেওয়ার দরকার নেই। তার মানে কোর্টের পোশাক হিসাবে সাদা জামা ও কালো প্যান্ট-এর সঙ্গে উপরে কালো গাউন পরার দরকার নেই বলে জানানো হয়েছে ৷ হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে প্রধান বিচারপতি জানিয়েছেন আপাতত গরমের ছুটি পর্যন্ত আইনজীবীদের কালো গাউন পরার দরকার নেই।

উল্লেখ্য, প্রচন্ড গরমে বুধবার হাইকোর্টে অসুস্থ হয়ে পড়েছিলেন আইনজীবী শ্যামল মজুমদার। হাইকোর্ট 1 নম্বর বারের আইনজীবী তিনি। দুপুর নাগাদ তাঁকে অন্যান্য আইনজীবীরা ধরে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। ইতিমধ্যেই, গরমের কারণে রাজ্যের সরকারি-বেসরকারি স্কুল কলেজে আগেই ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ এই পরিস্থিতিতে আইনজীবীদের কালো গাউন পরা থেকে বিরত থাকার বিজ্ঞপ্তি জারি হওয়ায় এই গরমে কিছুটা স্বস্তি পেয়েছেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.