কলকাতা, 30 মার্চ : একের পর এক দুর্ঘটনা ঘটছে ৷ একাধিক বাইক আরোহী রক্তাক্ত হচ্ছেন মা উড়ালপুলে চাইনিজ মাঞ্জার ফলে । চাইনিজ মাঞ্জা রুখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেন লালবাজার কিন্তু তাতেও কোন লাভ হয়নি ৷ কোনও পদক্ষেপই কার্যকর হয়ে ওঠেনি আদতে ।
দিনের-পর-দিন মা উড়ালপুলে চাইনিজ মাঞ্জার ফলে রক্তাক্ত ঘটনার সাক্ষী থেকেছেন শহরবাসী ৷ সম্প্রতি কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে এনিয়ে একটি বৈঠক করে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল ৷ তিনি স্পষ্ট জানান, শহরের সর্বত্রই তল্লাশি করে এই নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা উদ্ধার করতে হবে । সেই নির্দেশের পর কলকাতার প্রতিটি থানা এলাকায় চলে তল্লাশি অভিযান । অবশেষে অভিযানের ফলে এল সাফল্য । বউবাজারের গুদাম ঘর থেকে চাইনিজ মাঞ্জা উদ্ধার (Chinese Manja Seized From Bowbazar) ৷
কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল রুপেশ কুমার জানিয়েছেন, এদিন দুপুরবেলা বউবাজার থানা এলাকার একটি গুদাম ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে চাইনিজ মাঞ্জা উদ্ধার করা হয়েছে । পুলিশ গোপন সূত্রে খবর পায় বউবাজার থানা এলাকায় শ্রীনাথ বাবু লেন এলাকার একটি গুদাম ঘরে প্রচুর পরিমাণে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুদ করা আছে । আর এরপরেই সেখানে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে চাইনিজ মাঞ্জার বাক্স বাজেয়াপ্ত করে লালবাজার ।
আরও পড়ুন : KP to Appeal in Court : ইডি আধিকারিকদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আদালতের দ্বারস্থ হবে লালবাজার
গুদাম ঘর থেকে 22 বছরের এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । আটক হওয়া যুবকের নাম আরবাজ হোসেন ৷ বউবাজার এলাকার বাসিন্দা তিনি । পুলিশের অনুমান, এই বিপুল পরিমাণ চাইনিজ মাঞ্জা মজুদ করে রাখা হয়েছিল শহরের সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য । প্রগতি ময়দান, তিলজলা, তপসিয়া থানা এলাকায় বিভিন্ন বহুতলের ছাদ থেকে চাইনিজ মাঞ্জা দিয়ে ঘুড়ি ওড়ানো হয় এবং সেই চাইনিজ মাঞ্জা সুতো মা উড়ালপুলের উপর দিয়ে যায় ও বাইক আরোহীরা সেখানে থেকে যেতে গেলে রক্তাক্ত হয় প্রায়শই ।