ETV Bharat / state

Chinese Manja Seized From Bowbazar : বউবাজার থেকে বাজেয়াপ্ত নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা

author img

By

Published : Mar 30, 2022, 7:58 PM IST

বউ বাজারের গুদাম ঘর থেকে চাইনিজ মাঞ্জা উদ্ধার পুলিশের (Chinese Manja Seized From Bowbazar) ৷ ঘটনায় আটক 22 বছরের এক যুবক ৷ যুবকের নাম আরবাজ হোসেন ৷

Kolkata Crime News
maa flyover

কলকাতা, 30 মার্চ : একের পর এক দুর্ঘটনা ঘটছে ৷ একাধিক বাইক আরোহী রক্তাক্ত হচ্ছেন মা উড়ালপুলে চাইনিজ মাঞ্জার ফলে । চাইনিজ মাঞ্জা রুখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেন লালবাজার কিন্তু তাতেও কোন লাভ হয়নি ৷ কোনও পদক্ষেপই কার্যকর হয়ে ওঠেনি আদতে ।

দিনের-পর-দিন মা উড়ালপুলে চাইনিজ মাঞ্জার ফলে রক্তাক্ত ঘটনার সাক্ষী থেকেছেন শহরবাসী ৷ সম্প্রতি কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে এনিয়ে একটি বৈঠক করে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল ৷ তিনি স্পষ্ট জানান, শহরের সর্বত্রই তল্লাশি করে এই নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা উদ্ধার করতে হবে । সেই নির্দেশের পর কলকাতার প্রতিটি থানা এলাকায় চলে তল্লাশি অভিযান । অবশেষে অভিযানের ফলে এল সাফল্য । বউবাজারের গুদাম ঘর থেকে চাইনিজ মাঞ্জা উদ্ধার (Chinese Manja Seized From Bowbazar) ৷

Kolkata Crime News
বুধবার দুপুরে বউবাজার এলাকার একটি গুদাম ঘরে অভিযান চালায় পুলিশ

কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল রুপেশ কুমার জানিয়েছেন, এদিন দুপুরবেলা বউবাজার থানা এলাকার একটি গুদাম ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে চাইনিজ মাঞ্জা উদ্ধার করা হয়েছে । পুলিশ গোপন সূত্রে খবর পায় বউবাজার থানা এলাকায় শ্রীনাথ বাবু লেন এলাকার একটি গুদাম ঘরে প্রচুর পরিমাণে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুদ করা আছে । আর এরপরেই সেখানে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে চাইনিজ মাঞ্জার বাক্স বাজেয়াপ্ত করে লালবাজার ।

আরও পড়ুন : KP to Appeal in Court : ইডি আধিকারিকদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আদালতের দ্বারস্থ হবে লালবাজার

গুদাম ঘর থেকে 22 বছরের এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । আটক হওয়া যুবকের নাম আরবাজ হোসেন ৷ বউবাজার এলাকার বাসিন্দা তিনি । পুলিশের অনুমান, এই বিপুল পরিমাণ চাইনিজ মাঞ্জা মজুদ করে রাখা হয়েছিল শহরের সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য । প্রগতি ময়দান, তিলজলা, তপসিয়া থানা এলাকায় বিভিন্ন বহুতলের ছাদ থেকে চাইনিজ মাঞ্জা দিয়ে ঘুড়ি ওড়ানো হয় এবং সেই চাইনিজ মাঞ্জা সুতো মা উড়ালপুলের উপর দিয়ে যায় ও বাইক আরোহীরা সেখানে থেকে যেতে গেলে রক্তাক্ত হয় প্রায়শই ।

কলকাতা, 30 মার্চ : একের পর এক দুর্ঘটনা ঘটছে ৷ একাধিক বাইক আরোহী রক্তাক্ত হচ্ছেন মা উড়ালপুলে চাইনিজ মাঞ্জার ফলে । চাইনিজ মাঞ্জা রুখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেন লালবাজার কিন্তু তাতেও কোন লাভ হয়নি ৷ কোনও পদক্ষেপই কার্যকর হয়ে ওঠেনি আদতে ।

দিনের-পর-দিন মা উড়ালপুলে চাইনিজ মাঞ্জার ফলে রক্তাক্ত ঘটনার সাক্ষী থেকেছেন শহরবাসী ৷ সম্প্রতি কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে এনিয়ে একটি বৈঠক করে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল ৷ তিনি স্পষ্ট জানান, শহরের সর্বত্রই তল্লাশি করে এই নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা উদ্ধার করতে হবে । সেই নির্দেশের পর কলকাতার প্রতিটি থানা এলাকায় চলে তল্লাশি অভিযান । অবশেষে অভিযানের ফলে এল সাফল্য । বউবাজারের গুদাম ঘর থেকে চাইনিজ মাঞ্জা উদ্ধার (Chinese Manja Seized From Bowbazar) ৷

Kolkata Crime News
বুধবার দুপুরে বউবাজার এলাকার একটি গুদাম ঘরে অভিযান চালায় পুলিশ

কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল রুপেশ কুমার জানিয়েছেন, এদিন দুপুরবেলা বউবাজার থানা এলাকার একটি গুদাম ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে চাইনিজ মাঞ্জা উদ্ধার করা হয়েছে । পুলিশ গোপন সূত্রে খবর পায় বউবাজার থানা এলাকায় শ্রীনাথ বাবু লেন এলাকার একটি গুদাম ঘরে প্রচুর পরিমাণে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুদ করা আছে । আর এরপরেই সেখানে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে চাইনিজ মাঞ্জার বাক্স বাজেয়াপ্ত করে লালবাজার ।

আরও পড়ুন : KP to Appeal in Court : ইডি আধিকারিকদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আদালতের দ্বারস্থ হবে লালবাজার

গুদাম ঘর থেকে 22 বছরের এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । আটক হওয়া যুবকের নাম আরবাজ হোসেন ৷ বউবাজার এলাকার বাসিন্দা তিনি । পুলিশের অনুমান, এই বিপুল পরিমাণ চাইনিজ মাঞ্জা মজুদ করে রাখা হয়েছিল শহরের সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য । প্রগতি ময়দান, তিলজলা, তপসিয়া থানা এলাকায় বিভিন্ন বহুতলের ছাদ থেকে চাইনিজ মাঞ্জা দিয়ে ঘুড়ি ওড়ানো হয় এবং সেই চাইনিজ মাঞ্জা সুতো মা উড়ালপুলের উপর দিয়ে যায় ও বাইক আরোহীরা সেখানে থেকে যেতে গেলে রক্তাক্ত হয় প্রায়শই ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.