ETV Bharat / state

Banglashree Wins Scotch Gold Award: প্রশংসিত নীল-সাদা স্কুল ড্রেসের উদ্যোগ, স্কচ গোল্ড অ্যাওয়ার্ড জিতল বাংলাশ্রী - বাংলাশ্রী প্রকল্প

জাতীয় ক্ষেত্রে প্রশংসিত হল রাজ্য সরকারের নীল-সাদা স্কুল ড্রেসের উদ্যোগ ৷ স্কচ গোল্ড অ্যাওয়ার্ড জিতে নিয়েছে বাংলাশ্রী প্রকল্প (Banglashree Wins Scotch Gold Award)৷

Mamata Banerjee ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jan 19, 2023, 7:46 PM IST

Updated : Jan 19, 2023, 8:24 PM IST

কলকাতা, 19 জানুয়ারি: রাজনৈতিক মহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বনির্ভর গোষ্ঠীকে দিয়ে স্কুল ড্রেস তৈরি করার উদ্যোগ নিয়ে কম সমালোচনা হয়নি । বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলি গোটা রাজ্যে সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলির পোশাক নীল-সাদা করা নিয়ে রীতিমতো সরকার পক্ষের মুণ্ডপাত করেছিল । এ বার সরকারের এই উদ্যোগই জাতীয় ক্ষেত্রে প্রশংসিত হল । শুধু তাই নয়, রাজ্য সরকারকে এনে দিল স্কচ গোল্ড অ্যাওয়ার্ড । আর এর হাত ধরেই রাজ্যের মুকুটে সংযুক্ত হল নতুন পালক ।

এ বার স্কচ গোল্ড অ্যাওয়ার্ড জিতল ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দফতরের আওতায় থাকা ‘বাংলাশ্রী’ প্রকল্প (Banglashree Wins Scotch Gold Award)। এই প্রকল্পের আওতায় রাজ্যের হস্তশিল্পীদের স্কুল ইউনিফর্ম তৈরির কর্মযজ্ঞ যুক্ত করার ফলে রাজ্যে যে আর্থ-সামাজিক পরিবর্তন এসেছে সে জন্যই এই পুরস্কার (Banglashree Project)। একাধিক রাজ্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ইজ অফ ডুয়িং বিজনেস ক্যাটেগরিতে এই স্বীকৃতি আদায় করে নিল মমতার বাংলা ।

নবান্নের এক শীর্ষ আধিকারিকের কথায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তশিল্পীদের আর্থ-সামাজিক অবস্থায় বদল আনতে মঞ্জুশ্রীর তত্ত্বাবধানে স্কুল ইউনিফর্ম তৈরির জন্য ‘বাংলাশ্রী’ শুরু করেছিলেন । এর সুফল যেমন বাংলার হস্তশিল্পীরা পেয়েছেন, একইভাবে পেয়েছেন সামাজিক অর্থনৈতিকভাবে দুর্বল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও । কোনও সন্দেহ নেই, এর ফলে হস্তশিল্পীদের হাল যেমন ফিরেছে, তেমনই পুনরুজ্জীবন ঘটেছে মঞ্জুশ্রী-র । লোকসানে চলা এই সংস্থা এই মুহূর্তে এই প্রকল্পের হাত ধরে আত্মনির্ভর হয়েছে । আর এই সামগ্রিক সাফল্য সম্ভব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই ।

আরও পড়ুন: স্কচ পুরস্কার পেল লক্ষ্মীর ভাণ্ডার, সাধের প্রকল্প স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বসিত মমতা

প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে একাধিক ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রাজ্য সরকার স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে । বহু ক্ষেত্রে এই স্বীকৃতির মাধ্যমে জাতীয় ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মডেল প্রশংসিত হয়েছে । আরও একবার তারই পুনরাবৃত্তি দেখল বাংলা । তথ্য বলছে, মঞ্জুশ্রী আগেও পুরস্কৃত হয়েছে । তবে জাতীয় ক্ষেত্রে এই স্বীকৃতি তার ব্র্যান্ড ভ্যালুর ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল । প্রসঙ্গত, স্কচ সংস্থাটি বিভিন্ন আর্থ-সামাজিক ক্ষেত্রে উন্নয়নমূলক কাজের জন্য পুরস্কার দিয়ে থাকে ।

এই পুরস্কার প্রাপ্তির পর ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্প দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "স্বনির্ভর গোষ্ঠীকে দিয়ে স্কুল ড্রেস তৈরি করে দেওয়া নিয়ে যে বিরোধী সমালোচনার মুখে পড়তে হয়েছিল সরকারকে, এই স্বীকৃতি তার বিরুদ্ধে জবাব ।" তিনি আরও বলেন, এ সবটাই সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য । কারণ এই ভাবনা সম্পূর্ণভাবে তাঁর মস্তিষ্কপ্রসূত ।

কলকাতা, 19 জানুয়ারি: রাজনৈতিক মহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বনির্ভর গোষ্ঠীকে দিয়ে স্কুল ড্রেস তৈরি করার উদ্যোগ নিয়ে কম সমালোচনা হয়নি । বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলি গোটা রাজ্যে সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলির পোশাক নীল-সাদা করা নিয়ে রীতিমতো সরকার পক্ষের মুণ্ডপাত করেছিল । এ বার সরকারের এই উদ্যোগই জাতীয় ক্ষেত্রে প্রশংসিত হল । শুধু তাই নয়, রাজ্য সরকারকে এনে দিল স্কচ গোল্ড অ্যাওয়ার্ড । আর এর হাত ধরেই রাজ্যের মুকুটে সংযুক্ত হল নতুন পালক ।

এ বার স্কচ গোল্ড অ্যাওয়ার্ড জিতল ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দফতরের আওতায় থাকা ‘বাংলাশ্রী’ প্রকল্প (Banglashree Wins Scotch Gold Award)। এই প্রকল্পের আওতায় রাজ্যের হস্তশিল্পীদের স্কুল ইউনিফর্ম তৈরির কর্মযজ্ঞ যুক্ত করার ফলে রাজ্যে যে আর্থ-সামাজিক পরিবর্তন এসেছে সে জন্যই এই পুরস্কার (Banglashree Project)। একাধিক রাজ্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ইজ অফ ডুয়িং বিজনেস ক্যাটেগরিতে এই স্বীকৃতি আদায় করে নিল মমতার বাংলা ।

নবান্নের এক শীর্ষ আধিকারিকের কথায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তশিল্পীদের আর্থ-সামাজিক অবস্থায় বদল আনতে মঞ্জুশ্রীর তত্ত্বাবধানে স্কুল ইউনিফর্ম তৈরির জন্য ‘বাংলাশ্রী’ শুরু করেছিলেন । এর সুফল যেমন বাংলার হস্তশিল্পীরা পেয়েছেন, একইভাবে পেয়েছেন সামাজিক অর্থনৈতিকভাবে দুর্বল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও । কোনও সন্দেহ নেই, এর ফলে হস্তশিল্পীদের হাল যেমন ফিরেছে, তেমনই পুনরুজ্জীবন ঘটেছে মঞ্জুশ্রী-র । লোকসানে চলা এই সংস্থা এই মুহূর্তে এই প্রকল্পের হাত ধরে আত্মনির্ভর হয়েছে । আর এই সামগ্রিক সাফল্য সম্ভব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই ।

আরও পড়ুন: স্কচ পুরস্কার পেল লক্ষ্মীর ভাণ্ডার, সাধের প্রকল্প স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বসিত মমতা

প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে একাধিক ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রাজ্য সরকার স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে । বহু ক্ষেত্রে এই স্বীকৃতির মাধ্যমে জাতীয় ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মডেল প্রশংসিত হয়েছে । আরও একবার তারই পুনরাবৃত্তি দেখল বাংলা । তথ্য বলছে, মঞ্জুশ্রী আগেও পুরস্কৃত হয়েছে । তবে জাতীয় ক্ষেত্রে এই স্বীকৃতি তার ব্র্যান্ড ভ্যালুর ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল । প্রসঙ্গত, স্কচ সংস্থাটি বিভিন্ন আর্থ-সামাজিক ক্ষেত্রে উন্নয়নমূলক কাজের জন্য পুরস্কার দিয়ে থাকে ।

এই পুরস্কার প্রাপ্তির পর ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্প দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "স্বনির্ভর গোষ্ঠীকে দিয়ে স্কুল ড্রেস তৈরি করে দেওয়া নিয়ে যে বিরোধী সমালোচনার মুখে পড়তে হয়েছিল সরকারকে, এই স্বীকৃতি তার বিরুদ্ধে জবাব ।" তিনি আরও বলেন, এ সবটাই সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য । কারণ এই ভাবনা সম্পূর্ণভাবে তাঁর মস্তিষ্কপ্রসূত ।

Last Updated : Jan 19, 2023, 8:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.