ETV Bharat / state

'বাংলার মাটি-বাংলার জল...', রাজ্য সঙ্গীত দিয়ে শুরু পৌরসভার অধিবেশন

Kolkata Municipal Corporation: কলকাতা পৌরসভার অধিবেশন শুরু হল রাজ্য সঙ্গীত বাজিয়ে ৷ অধিবেশন শেষে বাজল জাতীয় সঙ্গীত ৷

Etv Bharat
পৌরসভার অধিবেশনে বাজল রাজ্য সঙ্গীত
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 19, 2024, 2:22 PM IST

Updated : Jan 19, 2024, 2:52 PM IST

পৌরসভার অধিবেশন শুরু রাজ্য সঙ্গীত বাজিয়ে

কলকাতা, 19 জানুয়ারি: 'বাংলার মাটি বাংলার জল', রাজ্য সঙ্গীত বাজল কলকাতা পুরসভার অধিবেশনে। মাসিক অধিবেশন শুরু হওয়ার আগে বাজল রাজ্য সঙ্গীত ৷ জাতীয় সঙ্গীতের ব্যবহার করা হল অধিবেশন শেষে ৷

মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান ও কর্মসূচির শুরুতে গাইতে হবে 'রাজ্য সঙ্গীত' এমনটা জানিয়ে দিয়েছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই মতো কলকাতা পৌরসভার অধিবেশন রাজ্য সঙ্গীত বাজিয়ে শুরু হল শুক্রবার ৷

সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানে গাওয়া হয় রাজ্য সঙ্গীত। এর পরেই বিরোধীরা অভিযোগ তুলেছিলেন বিকৃতভাবে গাওয়া হয়েছে এই গান ৷ সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করে 'বাংলার মাটি, বাংলার জল' গানটি রাজ্য সঙ্গীত হিসেবে নির্বাচিত করা হয়। সেই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়, সরকারি যে কোনও অনুষ্ঠানের শুরুতে রাজ্যের সঙ্গীত গেয়ে বা বাজিয়ে অনুষ্ঠানের সূচনা করতে হবে ৷ শেষে যেমন জাতীয় সঙ্গীত গাওয়া হয় তেমনই গাওয়া হবে বলে জানানো হয় ৷

কিছুদিন আগে মুখ্য সচিবের নির্দেশিকায় জানানো হয়েছিল রাজ্যের গরিমা ও ঐতিহ্যকে মাথায় রেখে রাজ্য দিবস রাজ্য সঙ্গীত-এর প্রয়োজনের কথা বলা হয় ৷ নির্দেশিকায় জানানো হয়, প্রতি বছর রাজ্য দিবস পালন করবেন রাজ্যবাসী ৷ পাশাপাশি, সরকারি সমস্ত অনুষ্ঠান শুরুর আগে গাইতে হবে রাজ্য সঙ্গীত এবং শেষ গাইতে হবে জাতীয় সঙ্গীত ৷ শুধু তাই নয়, দুটি গানই দাঁড়িতে গাইতে হবে বলে নির্দেশিকায় জানানো হয় ৷ গত বছর সেপ্টেম্বরে রাজ্য বিধানসভায় রাজ্য সঙ্গীত এবং রাজ্য দিবস নিয়ে প্রস্তাব আনা হয়েছিল তৃণমূল পরিষদীয় দলের তরফে ৷

আরও পড়ুন

1. রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন বাংলায় ছুটির দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি সুকান্তর

2. ধর্ষণের পর ভ্রুণ হত্যা! মানসিক ভারসাম্যহীনকে অকথ্য অত্যাচার, গ্রেফতার যুবক

3. লক্ষ্য 150, এবারও কলকাতা বইমেলায় 7টি নতুন বই প্রকাশিত হল মমতার

পৌরসভার অধিবেশন শুরু রাজ্য সঙ্গীত বাজিয়ে

কলকাতা, 19 জানুয়ারি: 'বাংলার মাটি বাংলার জল', রাজ্য সঙ্গীত বাজল কলকাতা পুরসভার অধিবেশনে। মাসিক অধিবেশন শুরু হওয়ার আগে বাজল রাজ্য সঙ্গীত ৷ জাতীয় সঙ্গীতের ব্যবহার করা হল অধিবেশন শেষে ৷

মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান ও কর্মসূচির শুরুতে গাইতে হবে 'রাজ্য সঙ্গীত' এমনটা জানিয়ে দিয়েছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই মতো কলকাতা পৌরসভার অধিবেশন রাজ্য সঙ্গীত বাজিয়ে শুরু হল শুক্রবার ৷

সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানে গাওয়া হয় রাজ্য সঙ্গীত। এর পরেই বিরোধীরা অভিযোগ তুলেছিলেন বিকৃতভাবে গাওয়া হয়েছে এই গান ৷ সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করে 'বাংলার মাটি, বাংলার জল' গানটি রাজ্য সঙ্গীত হিসেবে নির্বাচিত করা হয়। সেই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়, সরকারি যে কোনও অনুষ্ঠানের শুরুতে রাজ্যের সঙ্গীত গেয়ে বা বাজিয়ে অনুষ্ঠানের সূচনা করতে হবে ৷ শেষে যেমন জাতীয় সঙ্গীত গাওয়া হয় তেমনই গাওয়া হবে বলে জানানো হয় ৷

কিছুদিন আগে মুখ্য সচিবের নির্দেশিকায় জানানো হয়েছিল রাজ্যের গরিমা ও ঐতিহ্যকে মাথায় রেখে রাজ্য দিবস রাজ্য সঙ্গীত-এর প্রয়োজনের কথা বলা হয় ৷ নির্দেশিকায় জানানো হয়, প্রতি বছর রাজ্য দিবস পালন করবেন রাজ্যবাসী ৷ পাশাপাশি, সরকারি সমস্ত অনুষ্ঠান শুরুর আগে গাইতে হবে রাজ্য সঙ্গীত এবং শেষ গাইতে হবে জাতীয় সঙ্গীত ৷ শুধু তাই নয়, দুটি গানই দাঁড়িতে গাইতে হবে বলে নির্দেশিকায় জানানো হয় ৷ গত বছর সেপ্টেম্বরে রাজ্য বিধানসভায় রাজ্য সঙ্গীত এবং রাজ্য দিবস নিয়ে প্রস্তাব আনা হয়েছিল তৃণমূল পরিষদীয় দলের তরফে ৷

আরও পড়ুন

1. রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন বাংলায় ছুটির দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি সুকান্তর

2. ধর্ষণের পর ভ্রুণ হত্যা! মানসিক ভারসাম্যহীনকে অকথ্য অত্যাচার, গ্রেফতার যুবক

3. লক্ষ্য 150, এবারও কলকাতা বইমেলায় 7টি নতুন বই প্রকাশিত হল মমতার

Last Updated : Jan 19, 2024, 2:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.