কলকাতা, 11 জুলাই: নথি জাল করে বাংলাদেশের নাগরিকের স্কুলে চাকরি পাওয়ার মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । ডিআইজি সিআইডি-কে তদন্ত করে 14 সেপ্টেম্বর তদন্তের রিপোর্ট দিতে হবে হাইকোর্টে ।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার পুলিশ অভিযুক্ত বাংলাদেশি নাগরিককে হাজির করে আদালতে । তিনি এই দেশের নাগরিক না হয়েও জাল নথি দাখিল করে প্রাথমিক স্কুলে শিক্ষকের চাকরি পেয়েছেন, এই অভিযোগে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে । সেই মামলায় এ দিন অভিযুক্তকে হাজির করা হলে আদালত তাঁকে প্রশ্ন করেন, "আপনি কি এই দেশের নাগরিক ?" অভিযুক্তের বক্তব্য, "আমি এ দেশের ভোটার, আধার কার্ড আছে ।" আদালত তখন তাঁকে বলেন যে, তিনি এই দেশের নাগরিক কি না তার প্রমাণ কী আছে ? তার অবশ্য সদুত্তর দিতে পারেননি ওই ব্যক্তি । সেই জন্যই বিচারপতি এই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন ।
বাংলাদেশ থেকে এসে সমস্ত নথি জাল করে উৎপল মণ্ডল প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়ে গিয়েছেন বলে অভিযোগ ওঠে । উৎপল মণ্ডল নামে ওই ব্যক্তি 2012 সালে বেআইনিভাবে বাংলাদেশ থেকে এ দেশে অনুপ্রবেশ করেন বলে অভিযোগ । এরপর এক রকম জোর করেই তাঁর বাবা-মাকে নিয়ে বিমলচন্দ্র সরকারের জমিতে বসবাস শুরু করেন । ফরেনার্স আইনে মামলা দায়েরের পর উৎপলের বাবা অয়ন মণ্ডল গ্রেফতারও হন । এরপর জানা যায়, কোনও ভাবে প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়ে গিয়েছেন উৎপল ।
আরও পড়ুন: ব্যালট বাক্স লুট ও কেন্দ্রীয় বাহিনীর ইস্যুতে কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে শুভেন্দু অধিকারী
কিন্তু মামলাকারী বিমলচন্দ্র মণ্ডল তথ্য জানার অধিকার আইনে আবেদন করে জানতে পারেন, উৎপল যে সমস্ত নথি দাখিল করে চাকরি পেয়েছেন তা ভুয়ো । বিষয়টি নিয়ে দক্ষিণ দিনাজপুরের স্কুল পরিদর্শকের দফতরে অভিযোগ জানালেও কোনও সুরাহা হয়নি । ফলে এই ঘটনার সঙ্গেও দুর্নীতি চক্রের যোগ থাকতে পারে বলে দাবি করা হয় । ওই শিক্ষককে সশরীরে আদালতে হাজির করার জন্য গত 21 জুন মামলার শুনানিতে দক্ষিণ দিনাজপুরের জেলা সুপারকে নির্দেশ দেন বিচারপতি ৷ সেই মতোই মঙ্গলবার আদালতে হাজির করা হয়েছিল অভিযুক্ত শিক্ষককে ৷