কলকাতা ও মুর্শিদাবাদ, 22 মার্চ: অবশেষে বিধায়ক পদে শপথ নিতে চলেছেন কংগ্রেসের জয়ী প্রার্থী বাইরন বিশ্বাস (Bairon Biswas Oath Taking Ceremony as MLA Today)। মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনের ফল ঘোষণার প্রায় 20 দিন পর আজ শপথ নেবেন তিনি । বেলা 1টায় বিধানসভায় তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান রয়েছে । নৌসার আলিকক্ষে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে শপথবাক্য পাঠ করাবেন ।
সাগরদিঘি উপনির্বাচনে বাইরন বিশ্বাস তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে প্রায় 23 হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন ৷ তৃণমূল এবং বিজেপি কার্যত মাথা তুলেই দাঁড়াতে পারেনি ভোটে । কিন্তু বিপুল ভোটে জয়ী হওয়ার পরেও এতদিন তিনি বিধায়ক পদে শপথ নিতে পারেননি । ভোটের ফল ঘোষণার পরপরই বাইরন শপথ নেবেন বলে ধরে নিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী । কিন্তু এতদিন তা হয়নি ।
দশদিন পেরিয়ে গেলেও বাইরন বিশ্বাস যখন শপথ নিতে পারেননি তখন তিনি রাজ্যপালের দ্বারস্থ হন । তার আগে প্রদেশ কংগ্রেসের বরিষ্ঠ দুই নেতা অসিত মিত্র এবং নেপাল মাহাতোর সঙ্গে বাইরন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন । সপ্তাহ পেরিয়ে গেলেও কেন তিনি শপথ নিতে পারেননি তা জানতে চান ।
উত্তরে বিমানবাবু জানান, তাঁর ফাইল এখনও রাজভবন থেকে বিধানসভায় এসে পৌঁছায়নি । পরে অধীর রঞ্জন চৌধুরীর রাজ্যপালের সঙ্গে দেখা করে বাইরানের শপথের বিষয়টি দ্রুত দেখার অনুরোধ করেন । কিন্তু তারপরেও আরও এক সপ্তাহ কেটে যায় । বাধ্য হয়ে রাজ্যপালকে ফোন করেন অধীর রঞ্জন চৌধুরী । তারপরই ফাইলে সই করে রাজভবন থেকে বিধানসভা পাঠানো হয় বলে খবর । আজ বাইরন বিশ্বাসের শপথের পরে কংগ্রেসের কোনও বিধায়ক চলতি বিধানসভায় নিজের মতামত তুলে ধরতে পারবেন । তবে সদ্য শেষ হওয়া বাজেট অধিবেশনে সুযোগ না-পাওয়ায় আগেই আক্ষেপ প্রকাশ করেছিলেন বাইরন ।
আরও পড়ুন : বাইরন বিশ্বাসের শপথেও জটিলতা ! রাজ্যপালের দ্বারস্থ অধীর-সহ কংগ্রেস নেতৃত্ব