কলকাতা, 29 নভেম্বর: ভোট পরবর্তী হিংসা মামলায় শেখ সুফিয়ানের (Bail Plea of Sheikh Sufian) আগাম জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee's Candidature from Nandigram) নির্বাচনী এজেন্ট ছিলেন সুফিয়ান । সেখানে বিজেপি সমর্থকদের মারধর এবং পরবর্তী কালে একজনের মৃত্যুতে তাঁর নাম জড়ায় (Nandigram BJP supporter Murder Case) । সেই মামলাতেই জামিনের আবেদন জানিয়ে খালি হাতে ফিরতে হল তাঁকে ।
সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি বিভাসরঞ্জন দে-র ডিভিশন বেঞ্চে সুফিয়ানের জামিনের আবেদনের শুনানি চলছিল । সেখানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) জানায়, সুফিয়ানকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে । ওই ঘটনায় তাঁর জড়িত থাকার প্রমাণ মিলেছে বলেও জানান গোয়েন্দারা । সিবিআই-এর যুক্তির পিছনে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে বলে মনে করেই এদিন সুফিয়ানের আর্জি খারিজ করে আদালত ।
2021-র বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর নন্দীগ্রামের বাসিন্দা তথা বিজেপি সমর্থক দেবব্রত মাইতিকে মারধরের অভিযোগ ওঠে সুফিয়ান এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে । পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে দেব্রতকে ভর্তি করা হয় । 13 মে তিনি মারা যান । সেই ঘটনায় সুফিয়ানের জামাতা-সহ বেশ কয়েক জন গ্রেফতারও হন ।
তাতে সুফিয়ানের ভূমিকাও খতিয়ে দেখছেন সিবিআই গোয়েন্দারা । সুফিয়ান যদিও বরাবরই অভিযোগ অস্বীকার করে এসেছেন । তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তাঁকে ফাঁসানো হচ্ছে । তিনি এর সঙ্গে কোনও ভাবেই জড়িত নন ।
এর আগে, পুজোর ছুটি চলাকালীন, অবকাশকালীন বেঞ্চে জামিনের আবেদন জানিয়েছিলেন সুফিয়ান । বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সেই সময় সুফিয়ানকে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছিলেন ।