ETV Bharat / state

Babul over Raju Jha: রাজুর বিজেপি-যোগে আপত্তি ছিল বাবুলের, মৃত্যুতে বিস্ফোরক তৃণমূল মন্ত্রী

রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার অনেক পরে কয়লা মাফিয়া রাজু ঝা বিজেপিতে যোগ দেয় ৷ সেই সময় বিজেপি সাংসদ ছিলেন বাবুল সুপ্রিয় ৷ গতকাল রাজু ঝায়ের খুনের ঘটনার পর তিনি রাজুকে নিয়ে একাধিক টুইট করেন ৷ কী লিখলেন তৃণমূল মন্ত্রী ?

Babul Supriyo
বাবুল সুপ্রিয়
author img

By

Published : Apr 2, 2023, 8:13 AM IST

Updated : Apr 2, 2023, 8:28 AM IST

কলকাতা, 2 এপ্রিল: শক্তিগড় শ্যুটআউটে একদা কয়লা মাফিয়ার মৃত্যুতে ঝড় বঙ্গ রাজনীতিতে ৷ তৃণমূল সরকারের বর্তমান নেতা-মন্ত্রী বাবুল সুপ্রিয় রাজু ঝা'র মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন ৷ পাশাপাশি এই মৃত বিজেপি নেতাকে নিয়ে শনিবার রাত থেকে একের পর এক বিস্ফোরক টুইট করলেন তিনি ৷ প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে যোগ দেয় রাজেশ ওরফে রাজু ৷ সেই সময় আসানসোলের বিজেপি সাংসদ ছিলেন বর্তমান তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় ৷ এই ঘটনা তাঁর কাছে দুর্ভাগ্যজনক হলেও একদা কয়লা মাফিয়ার মৃত্যুতে পদ্ম শিবিরের বিরুদ্ধে রীতিমতো তোপ দাগলেন তিনি ৷ একইসঙ্গে বিজেপিতে থাকাকালীন নিজের স্বচ্ছতার কথা তুলে ধরার চেষ্টা করলেন ৷ তিনি দুর্নীতিতে মদত জোগাননি বলে দাবি করলেন তৃণমূল সরকারের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী ৷ বাবুলের কথায় তাঁর তীব্র অনিচ্ছা সত্ত্বেও সে সময় দলে নেওয়া হয়েছিল রাজু ঝা'কে ৷

কী লিখলেন বাবুল ?

বিজেপি নেতা রাজু ঝার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তিনি ৷ পাশাপাশি তাঁর টুইটার হ্যান্ডেলে দিলীপ ঘোষ ও কৈলাশ বিজয়বর্গীয়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তৃণমূলের গায়ক-মন্ত্রী বাবুল ৷ তিনি লিখেছেন, "আইন ভাঙলে আদালতেই তার বিচার হওয়া উচিত ৷" কেন তিনি এমনটা লিখলেন ? টুইটেই খোলসা করেছেন বাবুল ৷ রাজ্যের মন্ত্রী লেখেন, "এটা লিখছি কারণ এই রাজু ঝাকে নিয়েই আমার সঙ্গে বঙ্গবিজেপির যাঁরা আজ বড় বড় কথা বলছেন, তাঁদের সঙ্গে চূড়ান্ত মতবিরোধ হয় ৷ রাজুকে ঘটা করে বিজেপিতে যোগদান করান দিলীপ ঘোষ ও কৈলাশ বিজয়বর্গীয় ৷" এরপর বাবুল ইঙ্গিতপূর্ণ ভাবে লিখেছেন, "এবার এঁরা বলবেন 'চিনি না'!" প্রসঙ্গত, রাজু ঝা 2020 সালে দুর্গাপুরের পলাশডিহায় বিজেপিতে নাম লেখায় ৷ তখন রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ ৷ শনিবার রাতে শক্তিগড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় কয়লা মাফিয়া তথা বিজেপি নেতার ৷ তারপর থেকে এখনও পর্যন্ত সহ-সভাপতি দিলীপ ঘোষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

  • রাজুরই হোটেল বিজেপির বড় বড় নেতারা ব্যবহার করতেন•আর আমাকে বদনাম করার জন্য দুর্গাপুরের একটা রোড শো তে আমার সব ব্যানারের নিচে 'সৌজন্য রাজু ঝা' লেখানো হয়েছিল•প্রশ্ন এটাই যে এই বিজেপি নেতাদের ওপর CBI-ED raid কেন হবেনা !#WashingMachineBJP @AITCofficial @abhishekaitc @derekobrienmp https://t.co/lazGJ3BdIT

    — Babul Supriyo (@SuPriyoBabul) April 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর রাজু ঝা'র সঙ্গে বিজেপির তাবড় নেতাদের সম্পর্ক নিয়ে একটি টুইট করেন বাবুল, "রাজুরই হোটেল বিজেপির বড় বড় নেতারা ব্যবহার করতেন ৷" উল্লেখ্য রাজু ঝা বাম জমানায় কয়লা মাফিয়া ছিল ৷ কিন্তু বঙ্গে বাম সরকার পতন ও তৃণমূল সরকার এলে সে এই বেআইনি কারবার থেকে সরে আসে ৷ হোটেল ব্যবসায় লগ্নি করেছিল রাজেশ ওরফে রাজু ৷ পরের টুইটে আরও বিস্ফোরক গায়ক-অভিনেতা টার্নড তৃণমূল নেতা বাবুল ৷ তাঁকে দুর্নীতিতে জড়ানোর চেষ্টা করেছিল গেরুয়া শিবির ৷ তাঁর অভিযোগ, "আমাকে বদনাম করার জন্য দুর্গাপুরের একটা রোড শো তে আমার সব ব্যানারের নীচে 'সৌজন্য রাজু ঝা' লেখানো হয়েছিল ৷" তাই তাঁর দাবি, "প্রশ্ন এটাই যে এই বিজেপি নেতাদের ওপর সিবিআই-ইডি তল্লাশি কেন হবে না !" তিনি আরও লেখেন, "2019 ভোটের আগে আসানসোলের সিগনেচার হোটেলে একটি মিটিং হয়েছিল ৷ সেই ঘরে কৈলাশজিও ছিলেন ৷ সবার সামনে আমায় বলা হয়েছিল যে 'জয়দেব মন্ডল' নামক 'জনৈকের' সাহায্য ছাড়া 2019-এর আসানসোল জিততে পারব না ৷ তিনগুন ভোটে জিতে ওদের জবাব দিয়েছিলাম ৷ তখন সব দুষ্ট নেতা একসাথে খুব 'দুঃখ' পেয়েছিলেন ৷"

আরও পড়ুন: একুশের বিধানসভা নির্বাচনের আগে পদ্ম শিবিরে যোগদান, কে এই নিহত বিজেপি নেতা রাজু ঝা ?

কলকাতা, 2 এপ্রিল: শক্তিগড় শ্যুটআউটে একদা কয়লা মাফিয়ার মৃত্যুতে ঝড় বঙ্গ রাজনীতিতে ৷ তৃণমূল সরকারের বর্তমান নেতা-মন্ত্রী বাবুল সুপ্রিয় রাজু ঝা'র মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন ৷ পাশাপাশি এই মৃত বিজেপি নেতাকে নিয়ে শনিবার রাত থেকে একের পর এক বিস্ফোরক টুইট করলেন তিনি ৷ প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে যোগ দেয় রাজেশ ওরফে রাজু ৷ সেই সময় আসানসোলের বিজেপি সাংসদ ছিলেন বর্তমান তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় ৷ এই ঘটনা তাঁর কাছে দুর্ভাগ্যজনক হলেও একদা কয়লা মাফিয়ার মৃত্যুতে পদ্ম শিবিরের বিরুদ্ধে রীতিমতো তোপ দাগলেন তিনি ৷ একইসঙ্গে বিজেপিতে থাকাকালীন নিজের স্বচ্ছতার কথা তুলে ধরার চেষ্টা করলেন ৷ তিনি দুর্নীতিতে মদত জোগাননি বলে দাবি করলেন তৃণমূল সরকারের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী ৷ বাবুলের কথায় তাঁর তীব্র অনিচ্ছা সত্ত্বেও সে সময় দলে নেওয়া হয়েছিল রাজু ঝা'কে ৷

কী লিখলেন বাবুল ?

বিজেপি নেতা রাজু ঝার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তিনি ৷ পাশাপাশি তাঁর টুইটার হ্যান্ডেলে দিলীপ ঘোষ ও কৈলাশ বিজয়বর্গীয়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তৃণমূলের গায়ক-মন্ত্রী বাবুল ৷ তিনি লিখেছেন, "আইন ভাঙলে আদালতেই তার বিচার হওয়া উচিত ৷" কেন তিনি এমনটা লিখলেন ? টুইটেই খোলসা করেছেন বাবুল ৷ রাজ্যের মন্ত্রী লেখেন, "এটা লিখছি কারণ এই রাজু ঝাকে নিয়েই আমার সঙ্গে বঙ্গবিজেপির যাঁরা আজ বড় বড় কথা বলছেন, তাঁদের সঙ্গে চূড়ান্ত মতবিরোধ হয় ৷ রাজুকে ঘটা করে বিজেপিতে যোগদান করান দিলীপ ঘোষ ও কৈলাশ বিজয়বর্গীয় ৷" এরপর বাবুল ইঙ্গিতপূর্ণ ভাবে লিখেছেন, "এবার এঁরা বলবেন 'চিনি না'!" প্রসঙ্গত, রাজু ঝা 2020 সালে দুর্গাপুরের পলাশডিহায় বিজেপিতে নাম লেখায় ৷ তখন রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ ৷ শনিবার রাতে শক্তিগড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় কয়লা মাফিয়া তথা বিজেপি নেতার ৷ তারপর থেকে এখনও পর্যন্ত সহ-সভাপতি দিলীপ ঘোষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

  • রাজুরই হোটেল বিজেপির বড় বড় নেতারা ব্যবহার করতেন•আর আমাকে বদনাম করার জন্য দুর্গাপুরের একটা রোড শো তে আমার সব ব্যানারের নিচে 'সৌজন্য রাজু ঝা' লেখানো হয়েছিল•প্রশ্ন এটাই যে এই বিজেপি নেতাদের ওপর CBI-ED raid কেন হবেনা !#WashingMachineBJP @AITCofficial @abhishekaitc @derekobrienmp https://t.co/lazGJ3BdIT

    — Babul Supriyo (@SuPriyoBabul) April 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর রাজু ঝা'র সঙ্গে বিজেপির তাবড় নেতাদের সম্পর্ক নিয়ে একটি টুইট করেন বাবুল, "রাজুরই হোটেল বিজেপির বড় বড় নেতারা ব্যবহার করতেন ৷" উল্লেখ্য রাজু ঝা বাম জমানায় কয়লা মাফিয়া ছিল ৷ কিন্তু বঙ্গে বাম সরকার পতন ও তৃণমূল সরকার এলে সে এই বেআইনি কারবার থেকে সরে আসে ৷ হোটেল ব্যবসায় লগ্নি করেছিল রাজেশ ওরফে রাজু ৷ পরের টুইটে আরও বিস্ফোরক গায়ক-অভিনেতা টার্নড তৃণমূল নেতা বাবুল ৷ তাঁকে দুর্নীতিতে জড়ানোর চেষ্টা করেছিল গেরুয়া শিবির ৷ তাঁর অভিযোগ, "আমাকে বদনাম করার জন্য দুর্গাপুরের একটা রোড শো তে আমার সব ব্যানারের নীচে 'সৌজন্য রাজু ঝা' লেখানো হয়েছিল ৷" তাই তাঁর দাবি, "প্রশ্ন এটাই যে এই বিজেপি নেতাদের ওপর সিবিআই-ইডি তল্লাশি কেন হবে না !" তিনি আরও লেখেন, "2019 ভোটের আগে আসানসোলের সিগনেচার হোটেলে একটি মিটিং হয়েছিল ৷ সেই ঘরে কৈলাশজিও ছিলেন ৷ সবার সামনে আমায় বলা হয়েছিল যে 'জয়দেব মন্ডল' নামক 'জনৈকের' সাহায্য ছাড়া 2019-এর আসানসোল জিততে পারব না ৷ তিনগুন ভোটে জিতে ওদের জবাব দিয়েছিলাম ৷ তখন সব দুষ্ট নেতা একসাথে খুব 'দুঃখ' পেয়েছিলেন ৷"

আরও পড়ুন: একুশের বিধানসভা নির্বাচনের আগে পদ্ম শিবিরে যোগদান, কে এই নিহত বিজেপি নেতা রাজু ঝা ?

Last Updated : Apr 2, 2023, 8:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.