কলকাতা, 13 জানুয়ারি : বাবুঘাটের ধারে যেন জমে উঠেছে গঙ্গাসাগর মেলা! কোরোনার কারণে প্রতিবছরের থেকে এ বছরের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন । তবে তার প্রভাব সেভাবে পড়েনি গঙ্গাসাগর মেলায় । আগামীকাল সংক্রান্তির পূণ্যস্নান ।
এই বছরও গঙ্গাসাগর মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীরা এসেছেন । নিজেদের খেয়ালেই মগ্ন সন্ন্যাসীরা । তাঁদের মধ্যে নেই কোরোনার ভয় । সুদূর হিমালয় থেকে বহু নাগা সাধু ভিড় জমিয়েছেন মেলায় । সাধুদের সেবা করতে ভক্তদের ভিড়ও চোখে পড়ার মতো । কোরোনার বিধিনিষেধ না মেনেই সন্ন্যাসীদের তাঁবুতে ভিড় । একসঙ্গে আড্ডা খাওয়া-দাওয়া । তারই সঙ্গে চলছে দেদার ধুমপান । বিভিন্ন রাজ্য থেকে আসা পুণ্যার্থীর অধিকাংশই মানছেন না কোরোনার বিধিনিষেধ । বেশিরভাগেরই মুখে নেই মাস্ক ।
এই সংক্রান্ত আরও পড়ুন : মাহেন্দ্রক্ষণের আগেই সাগরে পুণ্যের ডুব তীর্থযাত্রীদের
যদিও সরকারের তরফ থেকে মাইকে ঘোষণা করা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য । সকলকে মাস্ক ব্যবহারের আবেদন করা হচ্ছে । যদিও দেশের বহু প্রান্ত থেকে আসা মানুষ এসবকে পাত্তা না দিয়েই মেলায় ভিড় জমিয়েছেন ।