ETV Bharat / state

এন্টালিতে অটো-ট্রাভেলার সংঘর্ষ, মৃত এক

এন্টালিতে অটো ও ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষ ৷ ঘটনার জেরে মৃত্যু হয়েছে পঞ্চান্ন বছরের এক মহিলার ৷ গুরুতর আহত অবস্থায় অটো চালককে ভর্তি করা হয়েছে এন আর এস হাসপাতালে ৷ ট্রাভেলারটির চালক ও কন্ডাক্টর পলাতক ৷ ঘটনার তদন্ত শুরু করেছে এন্টালি থানার পুলিশ ৷

author img

By

Published : Jan 26, 2021, 1:33 PM IST

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কলকাতা, 26 জানুয়ারি : এন্টালিতে সাত-সকালে বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনায় মৃত্যু হয়েছে পেশায় সবজি বিক্রেতা এক মহিলার ৷ বছর পঞ্চান্নের মৃতা মহিলার নাম লক্ষী দলুই ৷ এন্টালি থানা এলাকার পালমা বাজারের ঘটনা ৷ অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় অটো চালককে এন আর এস হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

স্থানীয়রা জানায়, সকাল সাতটায় এন্টালি এলাকায় তপসিয়া-শিয়ালদা রুটের একটি অটোকে ধাক্কা মারে একটি ট্রাভেলার বাস ৷ ধাক্কা লাগায় একেবারে দুমড়ে-মুচড়ে যায় অটোটি ৷ পরে সেটি উল্টেও যায় ৷ অটোতে যাত্রী হিসাবে কেবল মহিলাই ছিলেন ৷ পরে রক্তাক্ত অবস্থায় মহিলা ও অটো চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এন আর এস হাসপাতালে ৷

আরও পড়ুন:ঘন কুয়াশার জের, ট্রাক-মোটর ভ্যানের সংঘর্ষে মৃত্যু নার্সের

হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই মহিলার মৃত্যু হয়েছে ৷ অটোচালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হাসপাতালের ক্রিটিকাল ওয়ার্ডে ভর্তি করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, স্থানীয়রা ট্রাভেলার বাসের চালক ও কন্ডাক্টরকে ধরতে গেলে চম্পট দেয় তারা ৷ ঠিক কি কারণে দুঘর্টনাটি ঘটল, তার তদন্তে নেমেছে এন্টালি থানার পুলিশ ৷

কলকাতা, 26 জানুয়ারি : এন্টালিতে সাত-সকালে বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনায় মৃত্যু হয়েছে পেশায় সবজি বিক্রেতা এক মহিলার ৷ বছর পঞ্চান্নের মৃতা মহিলার নাম লক্ষী দলুই ৷ এন্টালি থানা এলাকার পালমা বাজারের ঘটনা ৷ অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় অটো চালককে এন আর এস হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

স্থানীয়রা জানায়, সকাল সাতটায় এন্টালি এলাকায় তপসিয়া-শিয়ালদা রুটের একটি অটোকে ধাক্কা মারে একটি ট্রাভেলার বাস ৷ ধাক্কা লাগায় একেবারে দুমড়ে-মুচড়ে যায় অটোটি ৷ পরে সেটি উল্টেও যায় ৷ অটোতে যাত্রী হিসাবে কেবল মহিলাই ছিলেন ৷ পরে রক্তাক্ত অবস্থায় মহিলা ও অটো চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এন আর এস হাসপাতালে ৷

আরও পড়ুন:ঘন কুয়াশার জের, ট্রাক-মোটর ভ্যানের সংঘর্ষে মৃত্যু নার্সের

হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই মহিলার মৃত্যু হয়েছে ৷ অটোচালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হাসপাতালের ক্রিটিকাল ওয়ার্ডে ভর্তি করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, স্থানীয়রা ট্রাভেলার বাসের চালক ও কন্ডাক্টরকে ধরতে গেলে চম্পট দেয় তারা ৷ ঠিক কি কারণে দুঘর্টনাটি ঘটল, তার তদন্তে নেমেছে এন্টালি থানার পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.