ETV Bharat / state

অটো চালাবার নির্দেশ থাকলেও যাত্রী পাওয়া নিয়ে আশঙ্কা মালিকদের - কলকাতা

এবার থেকে চলবে অটোও । তবে কিছু নিয়ম মেনে চালাতে হবে । ট্যাক্সি ও অটো সংগঠনগুলির সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ।

author img

By

Published : May 15, 2020, 8:14 AM IST

কলকাতা, 15মে: বেসরকারি বাস-মিনিবাস ও হলুদ মিটার ট্যাক্সির পাশাপাশি আগামী সপ্তাহ থেকে পথে নামবে অটো । গতকাল পাবলিক ভেহিকেলস ডিপার্টমেন্টের (PVD) কসবা শাখায় ট্যাক্সি ও অটো সংগঠনগুলির সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে । কলকাতার সবক'টি রুটের প্রধানদের সঙ্গে বৈঠক করেন পরিবহন দপ্তরের আধিকারিকরা । দ্রুত পথে নামবে অটো । তবে বেশ কয়েকটি নিয়ম মেনে চালাতে হবে ।

প্রতিটি অটোতে দু'জন যাত্রীর বেশি তোলা যাবে না । যাত্রীদের চালকের পিছনের আসনে বসতে হবে । অটোর ভাড়ার ক্ষেত্রে PVD-র তরফে বলা হয়েছে, যেহেতু সাধারণত অটোতে চারজন যাত্রী যেতে পারেন সেইভাবেই ভাড়া ঠিক করা হয় । তবে এখন যেহেতু শুধু দু'জন যাত্রী তোলা যাবে সেহেতু এমনভাবে ভাড়া ঠিক করতে হবে যাতে চারজন যাত্রীর ভাড়া দু'জনের মধ্যে ভাগ হয়ে যায় । অর্থাৎ ভাড়া দ্বিগুণ দিতে হবে । কোনও রুটে যদি চারজনের ভাড়া 10 টাকা করে 40 টাকা হয়, তাহলে সে ক্ষেত্রে এখন দু'জন যাত্রী তুললে একজনকে দিতে হবে 20 টাকা করে । অন্যদিকে অটো চালু হলে, প্রত্যেকটি রুটে যত অটো চলে তার এক তৃতীয়াংশ চালাতে হবে । সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চালাতে হবে অটো । গাড়িতে রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজ়ার । চালক এবং যাত্রীকে বাধ্যতামূলকভাবে পরতে হবে ফেস মাস্ক ও গ্লাভস । অটো প্রতিদিন ভালো করে ধুতে হবে । যাত্রীরা গাড়িতে উঠলে প্রথমে স্যানিটাইজ়ার দিয়ে হাত পরিষ্কার করে নিতে হবে । টাকা দেওয়া ও নেওয়ার পর আবার হ্যান্ড স্যানিটাইজ় করতে হবে ।

বাগুইআটি উলটোডাঙা অটোরিকশা অপারেটর ইউনিয়নের সম্পাদক বিপ্লব মোদক বলেন, "পথে অটো নামালে সারাদিনের জ্বালানি খরচ উঠবে কি না সে বিষয়ে আমাদের যথেষ্ঠ আশঙ্কা রয়েছে । অন্যদিকে স্বাস্থ্য বিধি মেনে হ্যান্ড স্যানিটাইজ়ার ও মাস্ক চালকদেরই কিনতে হবে । এমনিতেই আমাদের আজ দু'মাস হল আয় বন্ধ । আমাদের হাত একেবারেই শূন্য । পাশাপাশি যদি অটোর ভাড়া 7 টাকা থেকে এক ধাক্কায় এতটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে যাত্রী মিলবে না ।" প্রতি রুটে এক তৃতীয়াংশ অটো চালাবার বিষয়ে তিনি বলেন, "ইউনিয়নভুক্ত অটো ছাড়াও প্রতিটি রুটে প্রচুর ফ্লায়িং বা বাইরের অটো চলে । সেগুলিকে নিয়ন্ত্রণ করা হবে কীভাবে?" বিপ্লববাবু বলেন, "পরিবহন দপ্তরের থেকে ইউনিয়নের প্রধানদের অনুরোধ করা হয়েছে, আমরা যেন সেই বিষয়টির দিকে নজর দিই । প্রয়োজনে ট্রাফিক পুলিশের সাহায্য নেওয়া যেতে পারে । পরিবহন দপ্তর এই বিষয় টোকেনের ব্যবস্থা করার কথা ভাবছে ।" ইতিমধ্যেই বেসরকারি বাস ও মিনিবাস আগামী সপ্তাহ থেকে পথে নামতে চলেছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে রাজ্য পরিবহন দপ্তর ধাপে ধাপে গণপরিবহন পথে নামাবার উদ্যোগ নিতে শুরু করেছে।

কলকাতা, 15মে: বেসরকারি বাস-মিনিবাস ও হলুদ মিটার ট্যাক্সির পাশাপাশি আগামী সপ্তাহ থেকে পথে নামবে অটো । গতকাল পাবলিক ভেহিকেলস ডিপার্টমেন্টের (PVD) কসবা শাখায় ট্যাক্সি ও অটো সংগঠনগুলির সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে । কলকাতার সবক'টি রুটের প্রধানদের সঙ্গে বৈঠক করেন পরিবহন দপ্তরের আধিকারিকরা । দ্রুত পথে নামবে অটো । তবে বেশ কয়েকটি নিয়ম মেনে চালাতে হবে ।

প্রতিটি অটোতে দু'জন যাত্রীর বেশি তোলা যাবে না । যাত্রীদের চালকের পিছনের আসনে বসতে হবে । অটোর ভাড়ার ক্ষেত্রে PVD-র তরফে বলা হয়েছে, যেহেতু সাধারণত অটোতে চারজন যাত্রী যেতে পারেন সেইভাবেই ভাড়া ঠিক করা হয় । তবে এখন যেহেতু শুধু দু'জন যাত্রী তোলা যাবে সেহেতু এমনভাবে ভাড়া ঠিক করতে হবে যাতে চারজন যাত্রীর ভাড়া দু'জনের মধ্যে ভাগ হয়ে যায় । অর্থাৎ ভাড়া দ্বিগুণ দিতে হবে । কোনও রুটে যদি চারজনের ভাড়া 10 টাকা করে 40 টাকা হয়, তাহলে সে ক্ষেত্রে এখন দু'জন যাত্রী তুললে একজনকে দিতে হবে 20 টাকা করে । অন্যদিকে অটো চালু হলে, প্রত্যেকটি রুটে যত অটো চলে তার এক তৃতীয়াংশ চালাতে হবে । সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চালাতে হবে অটো । গাড়িতে রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজ়ার । চালক এবং যাত্রীকে বাধ্যতামূলকভাবে পরতে হবে ফেস মাস্ক ও গ্লাভস । অটো প্রতিদিন ভালো করে ধুতে হবে । যাত্রীরা গাড়িতে উঠলে প্রথমে স্যানিটাইজ়ার দিয়ে হাত পরিষ্কার করে নিতে হবে । টাকা দেওয়া ও নেওয়ার পর আবার হ্যান্ড স্যানিটাইজ় করতে হবে ।

বাগুইআটি উলটোডাঙা অটোরিকশা অপারেটর ইউনিয়নের সম্পাদক বিপ্লব মোদক বলেন, "পথে অটো নামালে সারাদিনের জ্বালানি খরচ উঠবে কি না সে বিষয়ে আমাদের যথেষ্ঠ আশঙ্কা রয়েছে । অন্যদিকে স্বাস্থ্য বিধি মেনে হ্যান্ড স্যানিটাইজ়ার ও মাস্ক চালকদেরই কিনতে হবে । এমনিতেই আমাদের আজ দু'মাস হল আয় বন্ধ । আমাদের হাত একেবারেই শূন্য । পাশাপাশি যদি অটোর ভাড়া 7 টাকা থেকে এক ধাক্কায় এতটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে যাত্রী মিলবে না ।" প্রতি রুটে এক তৃতীয়াংশ অটো চালাবার বিষয়ে তিনি বলেন, "ইউনিয়নভুক্ত অটো ছাড়াও প্রতিটি রুটে প্রচুর ফ্লায়িং বা বাইরের অটো চলে । সেগুলিকে নিয়ন্ত্রণ করা হবে কীভাবে?" বিপ্লববাবু বলেন, "পরিবহন দপ্তরের থেকে ইউনিয়নের প্রধানদের অনুরোধ করা হয়েছে, আমরা যেন সেই বিষয়টির দিকে নজর দিই । প্রয়োজনে ট্রাফিক পুলিশের সাহায্য নেওয়া যেতে পারে । পরিবহন দপ্তর এই বিষয় টোকেনের ব্যবস্থা করার কথা ভাবছে ।" ইতিমধ্যেই বেসরকারি বাস ও মিনিবাস আগামী সপ্তাহ থেকে পথে নামতে চলেছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে রাজ্য পরিবহন দপ্তর ধাপে ধাপে গণপরিবহন পথে নামাবার উদ্যোগ নিতে শুরু করেছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.