কলকাতা, 4 ফেব্রুয়ারি : এবার থেকে মেট্রোর কোচের ভিতর বাজবে বিভিন্ন বেসরকারি সংস্থার বিজ্ঞাপনী গান ও সচেতনতামূলক বার্তা ৷ মেট্রোরেলের আয় বাড়াতে ইতিমধ্যেই কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে (Kolkata Metro News) । যার মধ্যে অন্যতম এটি ।
করোনা সংক্রমণের জেরে দু'বার বন্ধ হয়েছে মেট্রো পরিষেবা । সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বন্ধ করে দিতে হয় টোকেন ব্যবস্থাও । যাত্রী সংখ্যা কমিয়ে 50 শতাংশ করা হয় । যার ফলে স্বাভাবিকভাবেই মেট্রোর আয় অনেকটাই কমে যায় । তাই আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে নর্থ সাউথ মেট্রো কর্তৃপক্ষ যেমন বিভিন্ন কর্পোরেট সংস্থার ব্র্যান্ডিংয়ের জন্য খুলে দিয়েছে মেট্রো চত্বর, তেমনই এবার রেকের ভেতরেও চলবে সেইসব কর্পোরেট সংস্থার বিভিন্ন প্রোডাক্টের জিঙ্গল ।
তবে শুধু জিঙ্গলই নয়, যাত্রীদের জন্য প্রয়োজনীয় ও সচেতনতামূলক ঘোষণাও করা হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ । আর তার ফাঁকে বাজবে সুমধুর গান । মেট্রোতে সফরের সময় প্ল্যাটফর্মের টিভি স্ক্রিনগুলিতে যেমন সচেতনতামূলক অনুষ্ঠান-সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দেখা যায় তেমনই তা শোনা যাবে চলন্ত রেকের ভিতরেও ।
মেট্রোরেল সূত্রে খবর, পরীক্ষামূলকভাবে প্রথমে নর্থ সাউথ সেকশনে এই পরিষেবা শুরু করা হচ্ছে । এই নতুন উদ্যোগ কতটা সফলতা লাভ করে তা দেখে বিষয়টি যাচাই করে তারপরে ইস্ট-ওয়েস্ট মেট্রোতেও চালু করা হতে পারে এই পরিষেবা ।
আরও পড়ুন : Metro Service Increase: বাড়ানো হল দিনের শেষ মেট্রোর সময়, বাড়ছে ট্রেনের সংখ্যাও