ETV Bharat / state

অনলাইন গেম খেলা নিয়ে অশান্তি, গড়িয়াহাটে বন্ধুর পেটে ছুরি চালিয়ে গ্রেপ্তার যুবক

পাবজি গেম খেলা নিয়ে বচসার জেরে বন্ধুর পেটে ছুরি চালাল যুবক । অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে । গড়িয়াহাট এলাকার ঘটনা ।

aa
পাবজি
author img

By

Published : Apr 9, 2020, 12:54 PM IST

Updated : Apr 9, 2020, 1:06 PM IST

কলকাতা, 9 এপ্রিল : পাবজি গেম নিয়ে এবার রক্তপাতের ঘটনা ঘটল কলকাতায় । পাবজি স্কয়্যাডের গ্রুপ থেকে বের করে দেওয়ায় বন্ধুর পেটে ছুরি চালাল এক যুবক । ঘটনায় জখম যুবক হাসপাতালে চিকিৎসাধীন । গড়িয়াহাট থানার পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে ।

এই মুহূর্তে লকডাউনের জেরে কলকাতাবাসীর হাতে অখণ্ড সময় । সময় কাটানোর জন্য অনেকেরই পয়লা নম্বরের পছন্দ মোবাইল গেম । তথ্য বলছে, কোরোনা আতঙ্কের এই সময় গোটা বিশ্বজুড়ে অনলাইন গেমের রমরমা চলছে । আর ভারতে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় গেম পাবজি । গেমের মূল লক্ষ্য যুদ্ধ করে শত্রুকে ধ্বংস করা । তার জন্য তৈরি করা যায় স্কয়্যাড । সেই স্কয়্যাডে যুক্ত করা যায় বন্ধুদের । অর্থাৎ যারা পাবজি গেম খেলে তাদের নিয়ে একসঙ্গে গেম খেলার জন্য অনলাইনেই এই স্কয়্যাড তৈরি করা যায় । তেমনই একটি স্কোয়াড বানিয়েছিল সানিসহ আরও কয়েকজন যুবক। স্কয়্যাডের সদস্যরা বেশিরভাগই গড়িয়াহাটের ডোভার টেরেস এলাকার বাসিন্দা । গত মঙ্গলবার রাতে সানিকে হঠাৎ গ্রুপ থেকে বের করে দেওয়া হয় । সানিকে গ্রুপ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু হয় বচসা । সেই বচসার জেরে সানি তার প্রতিবেশী বন্ধু তথা স্কয়্যাডের এক সদস্যের সঙ্গে দেখা করে । সামনাসামনি বচসা চলার সময় আচমকা বন্ধুর পেটে ছুরি বসিয়ে দেয় সানি । খবর যায় গড়িয়াহাট থানায় । পুলিশ সানিকে গ্রেপ্তার করে । জখম যুবককে নিয়ে যাওয়া হয় বাঙুর হাসপাতালে ।

পাবজি গেমের জন্য এদেশে রক্ত ঝরার ঘটনা এই প্রথম নয় । গত 6 এপ্রিল ঘটেছে খুনের ঘটনা । উত্তর প্রদেশের আগ্রায় 11 বছরের এক নাবালক খুন করে চার বছরের এক শিশুকে । ইশু ছিল এই পাবজিই । আবার বিহারের গোপালগঞ্জে কিছুদিন আগে এক কিশোরকে এই গেম খেলতে পরিবারের লোকজন বাধা দেওয়ায় সে আত্মহত্যা করে ।

কলকাতা, 9 এপ্রিল : পাবজি গেম নিয়ে এবার রক্তপাতের ঘটনা ঘটল কলকাতায় । পাবজি স্কয়্যাডের গ্রুপ থেকে বের করে দেওয়ায় বন্ধুর পেটে ছুরি চালাল এক যুবক । ঘটনায় জখম যুবক হাসপাতালে চিকিৎসাধীন । গড়িয়াহাট থানার পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে ।

এই মুহূর্তে লকডাউনের জেরে কলকাতাবাসীর হাতে অখণ্ড সময় । সময় কাটানোর জন্য অনেকেরই পয়লা নম্বরের পছন্দ মোবাইল গেম । তথ্য বলছে, কোরোনা আতঙ্কের এই সময় গোটা বিশ্বজুড়ে অনলাইন গেমের রমরমা চলছে । আর ভারতে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় গেম পাবজি । গেমের মূল লক্ষ্য যুদ্ধ করে শত্রুকে ধ্বংস করা । তার জন্য তৈরি করা যায় স্কয়্যাড । সেই স্কয়্যাডে যুক্ত করা যায় বন্ধুদের । অর্থাৎ যারা পাবজি গেম খেলে তাদের নিয়ে একসঙ্গে গেম খেলার জন্য অনলাইনেই এই স্কয়্যাড তৈরি করা যায় । তেমনই একটি স্কোয়াড বানিয়েছিল সানিসহ আরও কয়েকজন যুবক। স্কয়্যাডের সদস্যরা বেশিরভাগই গড়িয়াহাটের ডোভার টেরেস এলাকার বাসিন্দা । গত মঙ্গলবার রাতে সানিকে হঠাৎ গ্রুপ থেকে বের করে দেওয়া হয় । সানিকে গ্রুপ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু হয় বচসা । সেই বচসার জেরে সানি তার প্রতিবেশী বন্ধু তথা স্কয়্যাডের এক সদস্যের সঙ্গে দেখা করে । সামনাসামনি বচসা চলার সময় আচমকা বন্ধুর পেটে ছুরি বসিয়ে দেয় সানি । খবর যায় গড়িয়াহাট থানায় । পুলিশ সানিকে গ্রেপ্তার করে । জখম যুবককে নিয়ে যাওয়া হয় বাঙুর হাসপাতালে ।

পাবজি গেমের জন্য এদেশে রক্ত ঝরার ঘটনা এই প্রথম নয় । গত 6 এপ্রিল ঘটেছে খুনের ঘটনা । উত্তর প্রদেশের আগ্রায় 11 বছরের এক নাবালক খুন করে চার বছরের এক শিশুকে । ইশু ছিল এই পাবজিই । আবার বিহারের গোপালগঞ্জে কিছুদিন আগে এক কিশোরকে এই গেম খেলতে পরিবারের লোকজন বাধা দেওয়ায় সে আত্মহত্যা করে ।

Last Updated : Apr 9, 2020, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.