ETV Bharat / state

মেডিকেল কলেজ সুরক্ষায় অ্যাসিসটেন্ট কমিশনার, চালু টোল ফ্রি নম্বর - meeting

মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোর সুরক্ষায় কলকাতা পুলিশকে বেশ কিছু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গতকাল কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মার নেতৃত্বে লালবাজারে অনুষ্ঠিত হয় একটি উচ্চ পর্যায়ের বৈঠক । চালু করে দেওয়া হয়েছে টোল ফ্রি নম্বর ।

মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোর সুরক্ষায় কলকাতা পুলিশ
author img

By

Published : Jun 19, 2019, 1:45 PM IST

কলকাতা, 19 জুন : মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোর সুরক্ষায় কলকাতা পুলিশকে বেশ কিছু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তড়িঘড়ি সেই সব নির্দেশ খতিয়ে দেখে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলল কলকাতা পুলিশ । সোমবার নবান্নের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত মোতাবেক নিয়োগ করা হল নোডাল অফিসার । এখন থেকে কলকাতার বড় পাঁচটি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুরক্ষার দায়িত্ব দেওয়া হল একজন করে অ্যাসিসটেন্ট কমিশনারকে । পাশাপাশি খুলে দেওয়া হল টোল ফ্রি নম্বর ।

গতকাল কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মার নেতৃত্বে লালবাজারে অনুষ্ঠিত হয় একটি উচ্চ পর্যায়ের বৈঠক । সেখানে কলকাতা পুলিশের প্রায় সব সিনিয়র অফিসার ছিলেন । বৈঠকে নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত । DC কমব্যাটকে দেওয়া হয়েছে নোডাল অফিসারের দায়িত্ব । এবার থেকে তিনি বিভিন্ন ডিভিশনের DC এবং হাসপাতালের দায়িত্বে থাকা অ্যাসিসটেন্ট কমিশনারদের সঙ্গে সমন্বয় দেখে হাসপাতালে সুরক্ষার বিষয়টি দেখভাল করবেন । একই সঙ্গে ঠিক হয়েছে এবার থেকে হাসপাতালের আউটপোস্টগুলির দায়িত্বে থাকবেন অ্যাসিসটেন্ট কমিশনার পদমর্যাদার অফিসার । লালবাজার সূত্রে খবর, অ্যাসিসটেন্ট কমিশনার হিসেবে জগদীশ জানা SSKM-র, বাসুদেব ব্যানার্জি চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, সুবল মণ্ডল RG কর, এমা সর্দার কলকাতা মেডিকেল কলেজ এবং অসীম দাস নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুরক্ষার দায়িত্বে আসছেন । পাশাপাশি মাঝে মধ্যে গন্ডগোল হওয়ার জন্য বেলেঘাটার ডাক্তার বিধানচন্দ্র রায় শিশু হাসপাতাল এবং ID হাসপাতালের জন্য অতিরিক্ত একজন অ্যাসিসটেন্ট কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে । অ্যাসিসটেন্ট কমিশনার সৌমেন ভট্টাচার্য সেই দায়িত্ব পালন করবেন । সিনিয়র এই পুলিশ কর্তাদের অভিজ্ঞতা হাসপাতালের সুরক্ষায় ভীষণভাবে কাজে দেবে বলে মনে করছে লালবাজার । বাঙুরের মতো হাসপাতালগুলি অবশ্য এখনও সামলাবেন OC-রাই‌ । এই হাসপাতালে আউটপোস্টগুলি থেকে দু'ঘণ্টা অন্তর রিপোর্ট পাঠাতে হবে মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির সুরক্ষার জন্য নোডাল অফিসার DC কমব্যাটকে ।

লালবাজারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কথা মতো চালু করে দেওয়া হয়েছে টোল ফ্রি নম্বর । কলকাতা এলাকার হাসপাতালে অশান্তি সংক্রান্ত যে কোনও খবর পুলিশকে জানানো যাবে 18003458246 নম্বরে । এই টোল ফ্রি নম্বরটি নিয়ন্ত্রণ হবে লালবাজারের কন্ট্রোল রুম থেকে । এতে চিকিৎসক যদি কোনও আক্রমণের মুখে পড়েন কিংবা কোনও রোগী যদি আক্রান্ত হন সেই তথ্য জানাতে পারবেন কলকাতা পুলিশের হেড কোয়ার্টারে । একইসঙ্গে CCTV-গুলিকে ব্যাপকভাবে সক্রিয় করার কথাও ভাবা হয়েছে । প্রয়োজনে হাসপাতালগুলিতে লাগানো হবে বাড়তি CCTV । সেই ক্যামেরাগুলির আউটপুট দেওয়া থাকবে সংশ্লিষ্ট হাসপাতালের আউটপোস্টে এবং থানায় । যাতে পুলিশ প্রতি মুহূর্তে নজরদারি চালাতে পারে । কলকাতা পুলিশের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হবে প্রত্যেকটি হাসপাতালে প্যানিক অ্যালার্ম বটন রাখার জন্য । যাতে একটি বেল টিপলেই ইমারজেন্সি কিংবা আউটডোরের সঙ্গে পুলিশের যোগাযোগ তৈরি হয় ।

কলকাতা, 19 জুন : মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোর সুরক্ষায় কলকাতা পুলিশকে বেশ কিছু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তড়িঘড়ি সেই সব নির্দেশ খতিয়ে দেখে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলল কলকাতা পুলিশ । সোমবার নবান্নের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত মোতাবেক নিয়োগ করা হল নোডাল অফিসার । এখন থেকে কলকাতার বড় পাঁচটি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুরক্ষার দায়িত্ব দেওয়া হল একজন করে অ্যাসিসটেন্ট কমিশনারকে । পাশাপাশি খুলে দেওয়া হল টোল ফ্রি নম্বর ।

গতকাল কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মার নেতৃত্বে লালবাজারে অনুষ্ঠিত হয় একটি উচ্চ পর্যায়ের বৈঠক । সেখানে কলকাতা পুলিশের প্রায় সব সিনিয়র অফিসার ছিলেন । বৈঠকে নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত । DC কমব্যাটকে দেওয়া হয়েছে নোডাল অফিসারের দায়িত্ব । এবার থেকে তিনি বিভিন্ন ডিভিশনের DC এবং হাসপাতালের দায়িত্বে থাকা অ্যাসিসটেন্ট কমিশনারদের সঙ্গে সমন্বয় দেখে হাসপাতালে সুরক্ষার বিষয়টি দেখভাল করবেন । একই সঙ্গে ঠিক হয়েছে এবার থেকে হাসপাতালের আউটপোস্টগুলির দায়িত্বে থাকবেন অ্যাসিসটেন্ট কমিশনার পদমর্যাদার অফিসার । লালবাজার সূত্রে খবর, অ্যাসিসটেন্ট কমিশনার হিসেবে জগদীশ জানা SSKM-র, বাসুদেব ব্যানার্জি চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, সুবল মণ্ডল RG কর, এমা সর্দার কলকাতা মেডিকেল কলেজ এবং অসীম দাস নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুরক্ষার দায়িত্বে আসছেন । পাশাপাশি মাঝে মধ্যে গন্ডগোল হওয়ার জন্য বেলেঘাটার ডাক্তার বিধানচন্দ্র রায় শিশু হাসপাতাল এবং ID হাসপাতালের জন্য অতিরিক্ত একজন অ্যাসিসটেন্ট কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে । অ্যাসিসটেন্ট কমিশনার সৌমেন ভট্টাচার্য সেই দায়িত্ব পালন করবেন । সিনিয়র এই পুলিশ কর্তাদের অভিজ্ঞতা হাসপাতালের সুরক্ষায় ভীষণভাবে কাজে দেবে বলে মনে করছে লালবাজার । বাঙুরের মতো হাসপাতালগুলি অবশ্য এখনও সামলাবেন OC-রাই‌ । এই হাসপাতালে আউটপোস্টগুলি থেকে দু'ঘণ্টা অন্তর রিপোর্ট পাঠাতে হবে মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির সুরক্ষার জন্য নোডাল অফিসার DC কমব্যাটকে ।

লালবাজারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কথা মতো চালু করে দেওয়া হয়েছে টোল ফ্রি নম্বর । কলকাতা এলাকার হাসপাতালে অশান্তি সংক্রান্ত যে কোনও খবর পুলিশকে জানানো যাবে 18003458246 নম্বরে । এই টোল ফ্রি নম্বরটি নিয়ন্ত্রণ হবে লালবাজারের কন্ট্রোল রুম থেকে । এতে চিকিৎসক যদি কোনও আক্রমণের মুখে পড়েন কিংবা কোনও রোগী যদি আক্রান্ত হন সেই তথ্য জানাতে পারবেন কলকাতা পুলিশের হেড কোয়ার্টারে । একইসঙ্গে CCTV-গুলিকে ব্যাপকভাবে সক্রিয় করার কথাও ভাবা হয়েছে । প্রয়োজনে হাসপাতালগুলিতে লাগানো হবে বাড়তি CCTV । সেই ক্যামেরাগুলির আউটপুট দেওয়া থাকবে সংশ্লিষ্ট হাসপাতালের আউটপোস্টে এবং থানায় । যাতে পুলিশ প্রতি মুহূর্তে নজরদারি চালাতে পারে । কলকাতা পুলিশের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হবে প্রত্যেকটি হাসপাতালে প্যানিক অ্যালার্ম বটন রাখার জন্য । যাতে একটি বেল টিপলেই ইমারজেন্সি কিংবা আউটডোরের সঙ্গে পুলিশের যোগাযোগ তৈরি হয় ।

Intro:কলকাতা, ১৮ জুন: মেডিকেল কলেজ এবং হাসপাতাল গুলোর সুরক্ষায় কলকাতা পুলিশকে বেশ কিছু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তড়িঘড়ি সেই সব নির্দেশ খতিয়ে দেখে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলল কলকাতা পুলিশ। গতকাল নবান্নের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত মোতাবেক নিয়োগ করা হলো নোডাল অফিসার। এখন থেকে কলকাতার বড় পাঁচটি মেডিকেল কলেজ এবং হাসপাতালের সুরক্ষার দায়িত্ব দেওয়া হল একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে। পাশাপাশি খুলে দেওয়া হলো টোল ফ্রি নম্বর।Body:আজ কলকাতার পুলিশ কমিশনার অনুসরণ নেতৃত্বে লালবাজারে অনুষ্ঠিত হয় একটি উচ্চ পর্যায়ের বৈঠক। সেখানে কলকাতা পুলিশের প্রায় সব সিনিয়র অফিসার ছিলেন। বৈঠকে নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ডিসি কমব্যাটকে দেওয়া হয়েছে নোডাল অফিসারের দায়িত্ব। এবার থেকে তিনি বিভিন্ন ডিভিশনের ডিসি এবং হাসপাতালে দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট কমিশনারদের সঙ্গে সমন্বয় দেখে হাসপাতালে সুরক্ষার বিষয়টি দেখভাল করবেন। একইসঙ্গে ঠিক হয়েছে এবার থেকে হাসপাতালের আউটপোস্ট গুলির দায়িত্বে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার। লালবাজার সূত্রের খবর, অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে জগদীশ জানা, SSKM এর, বাসুদেব ব্যানার্জি, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, সুবল মণ্ডল আর জি কর, এমা সর্দার কলকাতা মেডিকেল কলেজ এবং অসীম দাস নীলরতন সরকার মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সুরক্ষার দায়িত্বে আসছেন।পাশাপাশি মাঝে মধ্যে গন্ডগোল হওয়ার জন্য বেলেঘাটার ডাক্তার বিধানচন্দ্র রায় শিশু হাসপাতাল এবং আইডি হাসপাতালের জন্য অতিরিক্ত একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার সৌমেন ভট্টাচার্য সেই দায়িত্ব পালন করবেন। সিনিয়র এই পুলিশ কর্তাদের অভিজ্ঞতা হাসপাতালে সুরক্ষায় ভীষণভাবে কাজে দেবে বলে মনে করছে লালবাজার। বাঙ্গুরের মত হাসপাতালগুলি অবশ্য এখনও সামলাবেন ওসিরাই‌। এই হাসপাতালে আউট পোস্ট গুলি থেকে দু'ঘণ্টা অন্তর রিপোর্ট পাঠাতে হবে মেডিকেল কলেজ ও হাসপাতাল গুলির সুরক্ষার জন্য নোডাল অফিসার ডিসি কমব্যাটকে।
Conclusion:লালবাজারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কথা মতো চালু করে দেওয়া হয়েছে টোল ফ্রি নম্বর। কলকাতা এলাকার হাসপাতালে অশান্তি সংক্রান্ত যে কোন খবর পুলিশকে জানানো যাবে ১৮০০৩৪৫৮২৪৬ নম্বরে। এই টোল ফ্রি নম্বর টি নিয়ন্ত্রণ হবে লালবাজারের কন্ট্রোল রুম থেকে। এতে চিকিৎসক যদি কোন আক্রমণের মুখে পড়েন কিংবা কোন রোগী যদি আক্রান্ত হন, সেই তথ্য জানাতে পারবেন কলকাতা পুলিশের হেড কোয়ার্টারে। একইসঙ্গে সিসিটিভি গুলিকে ব্যাপকভাবে সক্রিয় করার কথাও ভাবা হয়েছে। প্রয়োজনে হাসপাতালগুলিতে লাগানো হবে বাড়তি সিসিটিভি ক্যামেরা। সেই ক্যামেরা গুলির আউটপুট দেওয়া থাকবে সংশ্লিষ্ট হাসপাতালের আউট পোস্টে এবং থানায়। যাতে পুলিশ প্রতিমুহূর্তে নজরদারি চালাতে পারে। কলকাতা পুলিশের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হবে প্রত্যেকটি হাসপাতালে প্যানিক এলার্ম বটন রাখার জন্য। যাতে ইমার্জেন্সি কিংবা আউটডোরের সঙ্গে একটি বেল টিপলেই পুলিশের যোগাযোগ তৈরি হয়।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.