ETV Bharat / state

উদ্বিগ্ন অশোক ভট্টাচার্য, সৌরভকে দেখতে কালই আসছেন কলকাতায় - Sourav Ganguly

আগামীকালই কলকাতায় আসছেন শিলিগুড়ির পৌর প্রশাসক অশোক ভট্টাচার্য । গতকালই সৌরভের সঙ্গে কথা হয় বলে জানিয়েছেন তিনি।

Sourav Ganguly
সৌরভ গঙ্গোপাধ্যায়
author img

By

Published : Jan 2, 2021, 3:38 PM IST

Updated : Jan 2, 2021, 3:43 PM IST

কলকাতা , 2 জানুয়ারি : সৌরভ গঙ্গোপাধ্যায় আপাতত স্থিতিশীল হলেও চিন্তায় রয়েছেন রাজ্যের প্রাক্তন পৌর ও নগরোন্নায়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য । তিনি জানিয়েছেন, গতকাল রাত 10 টা নাগাদ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে । এরপর আজ সকালে তাঁর অসুস্থতার খবর পাওয়ার পর থেকে তিনি গঙ্গোপাধ্যায় পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন । কিন্তু খবর না পাওয়ায় উদ্বেগ বাড়ে অশোক ভট্টাচার্যের । তাই আজ রাতের ট্রেনেই কলকাতায় আসছেন তিনি ।

অশোক ভট্টাচার্য জানিয়েছেন, সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নিতে তিনি আগামীকাল কলকাতায় আসছেন । সরাসরি হাসপাতালে যাবেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ভট্টাচার্য পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের । কয়েকদিন আগে সৌরভের বাড়িতে একসঙ্গে বসে খেয়েছিলেন অশোক ভট্টাচার্য । সেই ছবি ফেসবুকে শেয়ার করেছিলেন তিনি । এর আগেও অশোক ভট্টাচার্য কোরোনায় আক্রান্ত হওয়ার সময় সৌরভ নিয়মিত তাঁর খোঁজ-খবর নিয়েছেন । প্রায় প্রতিদিনই সৌরভের সঙ্গে টেলিফোনে কথা হত বলে জানিয়েছেন শিলিগুড়ির পৌর প্রশাসক অশোক ভট্টাচার্য ।

আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার হাসপাতালে ভরতি হন বিসিসিআই সভাপতি । পরিবারের তরফে জানা গিয়েছে, আজ সকালে বাড়িতে জিম করার সময় মাথা ঘুরে পড়ে যান তিনি । আচমকা ব্ল্যাক আউট হয়ে যায় । তার পরই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । তবে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ।

আরও পড়ুন, সৌরভের দ্রুত আরোগ্য কামনা করে একের পর টুইট ক্রিকেট দুনিয়ার

ইতিমধ্যেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । দ্রুত আরোগ্য কামনা করে একের পর এক টুইট-বার্তা আসতে থাকে ক্রিকেট দুনিয়া থেকে ।

কলকাতা , 2 জানুয়ারি : সৌরভ গঙ্গোপাধ্যায় আপাতত স্থিতিশীল হলেও চিন্তায় রয়েছেন রাজ্যের প্রাক্তন পৌর ও নগরোন্নায়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য । তিনি জানিয়েছেন, গতকাল রাত 10 টা নাগাদ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে । এরপর আজ সকালে তাঁর অসুস্থতার খবর পাওয়ার পর থেকে তিনি গঙ্গোপাধ্যায় পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন । কিন্তু খবর না পাওয়ায় উদ্বেগ বাড়ে অশোক ভট্টাচার্যের । তাই আজ রাতের ট্রেনেই কলকাতায় আসছেন তিনি ।

অশোক ভট্টাচার্য জানিয়েছেন, সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নিতে তিনি আগামীকাল কলকাতায় আসছেন । সরাসরি হাসপাতালে যাবেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ভট্টাচার্য পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের । কয়েকদিন আগে সৌরভের বাড়িতে একসঙ্গে বসে খেয়েছিলেন অশোক ভট্টাচার্য । সেই ছবি ফেসবুকে শেয়ার করেছিলেন তিনি । এর আগেও অশোক ভট্টাচার্য কোরোনায় আক্রান্ত হওয়ার সময় সৌরভ নিয়মিত তাঁর খোঁজ-খবর নিয়েছেন । প্রায় প্রতিদিনই সৌরভের সঙ্গে টেলিফোনে কথা হত বলে জানিয়েছেন শিলিগুড়ির পৌর প্রশাসক অশোক ভট্টাচার্য ।

আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার হাসপাতালে ভরতি হন বিসিসিআই সভাপতি । পরিবারের তরফে জানা গিয়েছে, আজ সকালে বাড়িতে জিম করার সময় মাথা ঘুরে পড়ে যান তিনি । আচমকা ব্ল্যাক আউট হয়ে যায় । তার পরই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । তবে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ।

আরও পড়ুন, সৌরভের দ্রুত আরোগ্য কামনা করে একের পর টুইট ক্রিকেট দুনিয়ার

ইতিমধ্যেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । দ্রুত আরোগ্য কামনা করে একের পর এক টুইট-বার্তা আসতে থাকে ক্রিকেট দুনিয়া থেকে ।

Last Updated : Jan 2, 2021, 3:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.