কলকাতা, 15 সেপ্টেম্বর : রাজ্য সরকার পে কমিশন এবং মহার্ঘ ভাতা নিয়ে দ্বিচারিতা করছে বলে অভিযোগ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা ঘোষণা করেছেন তা বাস্তবসম্মত নয় বলেও দাবি করেছেন তিনি ৷ তিনি বলেন, বামফ্রন্টের আমলে 5 মাসের মধ্যে পে কমিশনের রিপোর্ট পেশ করা হয়েছিল । সেই রিপোর্ট অনুযায়ী দু'মাসের মধ্যে তা কার্যকর করা হয়েছিল ৷
প্রাক্তন অর্থমন্ত্রীর অভিযোগ, শুক্রবার মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের সঠিক আশ্বাস দেননি৷ গত আট বছরে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা উল্লেখযোগ্যভাবে না বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি । অসীমবাবু জানিয়েছেন, খুব সংগত কারণেই রাজ্য সরকারি কর্মচারীরা অসন্তুষ্ট হয়েছেন বর্তমান শাসক দলের প্রতি । কেন্দ্রীয় সরকারের বিশেষ একটি অনুদানের উল্লেখ করে তিনি জানান, 2012 সাল থেকে সরকার পোষিত এবং সরকারি কর্মীদের বাৎসরিক বকেয়া মেটাবার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য আর্থিক প্রস্তাব মঞ্জুর করেছে । সেই টাকা প্রতি বছর রাজ্য সরকার পায় ৷
তাঁর দাবি, খোলা বাজার থেকে বর্তমান শাসক দল আট বছরে প্রচুর টাকা ঋণ করে ফেলেছে । উদ্বেগ প্রকাশ করে অসীম দাশগুপ্ত বলেন, এর ফলে পরবর্তী সরকার সমস্যায় পড়বে । বর্তমান সরকারের ঋণের বোঝা চাপবে পরবর্তী সরকারের উপর । অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীদের তুলনায় এ রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়ার পার্থক্য যথেষ্ট । কবে থেকে রাজ্য সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন এবং পে কমিশনের প্রস্তাব কার্যকর হবে, তা নিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট কিছু বলেননি বলেও ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী ।