ETV Bharat / state

কোরোনা আক্রান্ত সুজিত বসুকে ফোন করে আরোগ্য কামনা আশা ভোঁসলের - সুজিত বসুকে ফোন করে আরোগ্য কামনা আশা ভোঁসলের

ছোটো ভাইয়ের মতো সুজিত বসুকে ভালোবাসেন আশা ভোঁসলে । কোনওভাবেই সুজিত বসুর আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারেন না তিনি । বার বারই এই মন্ত্রী ভাইয়ের ডাকে কলকাতায় এসেছেন তিনি । তাই ভাই সুজিত কোরোনায় আক্রান্ত হয়েছেন শুনেই আজ ফোন করে তাঁর খবর নিলেন আশা ভোঁসলে ৷ পাশাপাশি তিনি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ৷

Kolkata
কলকাতা
author img

By

Published : May 30, 2020, 11:56 PM IST

কলকাতা, 30 মে : রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু কোরোনা আক্রান্ত হয়েছেন ৷ এই খবর পেয়েই রীতিমতো উদ্বিগ্ন কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোঁসলে । ভাই সুজিত কেমন আছে, সে খোঁজ নিতে এক মুহূর্ত বিলম্ব করলেন না তিনি । সরাসরি ফোন করে নিজের উদ্বেগ প্রকাশ করলেন বর্ষীয়ান এই সংগীত শিল্পী । ফোন করে দমকল মন্ত্রীকে তিনি বললেন , "সুজিত তুমি কেমন আছ ভাই ! তোমার জন্য আমার খুব চিন্তা হচ্ছে ।" আশা ভোঁসলের কাছ থেকে আরোগ্য কামনার ফোন পেয়ে আপ্লুত সুজিত বসুও ।

ছোটো ভাইয়ের মতো সুজিত বসুকে ভালোবাসেন আশা ভোঁসলে । কোনওভাবেই সুজিত বসুর আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারেন না তিনি । বার বারই এই মন্ত্রী ভাইয়ের ডাকে কলকাতায় এসেছেন তিনি । এছাড়াও এ রাজ্যে পা রাখলে একবার হলেও তিনি সুজিত বসুর বাড়িতে আসেন । বিপদের মধ্যে ভাইয়ের এই সময় কোনও খোঁজ নেবেন না তা কি কখনও হয় ! আজ তাই ফোন করে খোঁজ নিয়ে সুজিত বসুর আরোগ্য কামনা করলেন তিনি । তবে শুধুমাত্র আশা ভোঁসলে নন, জনপ্রিয় সঙ্গীত শিল্পী অভিজিৎ, জিৎ গাঙ্গুলি-সহ অন্যান্যরাও তাঁর ​খবর নিচ্ছেন ৷

প্রসঙ্গত, সম্প্রতি কোরোনা আক্রান্ত হয়েছেন সুজিত বসু ও তাঁর স্ত্রী ‌। বাড়ির পরিচারিকার থেকে সংক্রমণ হয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী ও তাঁর পরিবার । বর্তমানে তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন ৷ এই অবস্থায় সমাজের সর্বস্তরের শুভাকাঙ্খীরা মন্ত্রীর খোঁজ রাখছেন ।

কলকাতা, 30 মে : রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু কোরোনা আক্রান্ত হয়েছেন ৷ এই খবর পেয়েই রীতিমতো উদ্বিগ্ন কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোঁসলে । ভাই সুজিত কেমন আছে, সে খোঁজ নিতে এক মুহূর্ত বিলম্ব করলেন না তিনি । সরাসরি ফোন করে নিজের উদ্বেগ প্রকাশ করলেন বর্ষীয়ান এই সংগীত শিল্পী । ফোন করে দমকল মন্ত্রীকে তিনি বললেন , "সুজিত তুমি কেমন আছ ভাই ! তোমার জন্য আমার খুব চিন্তা হচ্ছে ।" আশা ভোঁসলের কাছ থেকে আরোগ্য কামনার ফোন পেয়ে আপ্লুত সুজিত বসুও ।

ছোটো ভাইয়ের মতো সুজিত বসুকে ভালোবাসেন আশা ভোঁসলে । কোনওভাবেই সুজিত বসুর আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারেন না তিনি । বার বারই এই মন্ত্রী ভাইয়ের ডাকে কলকাতায় এসেছেন তিনি । এছাড়াও এ রাজ্যে পা রাখলে একবার হলেও তিনি সুজিত বসুর বাড়িতে আসেন । বিপদের মধ্যে ভাইয়ের এই সময় কোনও খোঁজ নেবেন না তা কি কখনও হয় ! আজ তাই ফোন করে খোঁজ নিয়ে সুজিত বসুর আরোগ্য কামনা করলেন তিনি । তবে শুধুমাত্র আশা ভোঁসলে নন, জনপ্রিয় সঙ্গীত শিল্পী অভিজিৎ, জিৎ গাঙ্গুলি-সহ অন্যান্যরাও তাঁর ​খবর নিচ্ছেন ৷

প্রসঙ্গত, সম্প্রতি কোরোনা আক্রান্ত হয়েছেন সুজিত বসু ও তাঁর স্ত্রী ‌। বাড়ির পরিচারিকার থেকে সংক্রমণ হয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী ও তাঁর পরিবার । বর্তমানে তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন ৷ এই অবস্থায় সমাজের সর্বস্তরের শুভাকাঙ্খীরা মন্ত্রীর খোঁজ রাখছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.