ETV Bharat / state

টেস্ট ক্রিকেটে অ্যাসেজ় সেরা, বলছেন সৌরভ

বেন স্টোকসের ইনিংস কেমন লাগল তা নিয়ে সৌরভ বলেন, "দুর্দান্ত ৷ টেস্ট ক্রিকেটে অ্যাসেজ়ই সেরা ৷"

সৌরভ গঙ্গোপাধ্যায়
author img

By

Published : Aug 26, 2019, 10:22 PM IST

Updated : Aug 26, 2019, 11:56 PM IST

কলকাতা, 26 অগাস্ট : বেন স্টোকসের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে অ্যাসেজ়ে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড ৷ তাঁর এই ইনিংস কেমন লেগেছে ? তা নিয়ে সৌরভ গাঙ্গুলি বলেন, "দুর্দান্ত ৷ টেস্ট ক্রিকেটে অ্যাসেজ়ই সেরা ৷ "

গতকাল দলকে খাদের কিনারা থেকে টেনে জয়ের মুখ দেখিয়েছেন বেন স্টোকস ৷ শেষ উইকেটে লিচকে সঙ্গে নিয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন তিনি ৷ তার উপর অস্ট্রেলিয়ার দুটো সহজ ক্যাচ ও রান আউট মিস করার ব্যর্থতা স্টোকসের কাজ সহজ করে দিয়েছিল । এর সঙ্গে টিম পেনের অনর্থক DRS-এর ব্যবহার ও গুরুত্বপূর্ণ সময়ে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার কাজটা কঠিন করে দিয়েছিল । সৌরভ অবশ্য ম্যাচের বিশ্লেষণ করতে চাননি । বরং স্টোকসের ইনিংসের সঙ্গে বার্বাডোজে ব্রায়ান লারার ম্যাচ জেতানো ইনিংসের তুলনা করেছেন ।

ইংল্যান্ডের এই জয়ের সঙ্গে অনেকেই 2001 সালে ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের মহাকাব্যিক জয়ের তুলনা করেছেন । সেই ম্যাচের অধিনায়ক সৌরভ বলছেন,"আমাদের কাজটা কঠিন ছিল। কারণ ফলো অন করে ম্যাচ জিতেছিলাম ।"

আসেজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও প্রাক্তন ভারত অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে বিরাট কোহলির দলের পারফরমেন্সকে পাত্তা দিতে রাজি নন । একই ভাবে রাহানের সেঞ্চুরি নিয়েও নিরুত্তাপ তিনি ।

কলকাতা, 26 অগাস্ট : বেন স্টোকসের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে অ্যাসেজ়ে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড ৷ তাঁর এই ইনিংস কেমন লেগেছে ? তা নিয়ে সৌরভ গাঙ্গুলি বলেন, "দুর্দান্ত ৷ টেস্ট ক্রিকেটে অ্যাসেজ়ই সেরা ৷ "

গতকাল দলকে খাদের কিনারা থেকে টেনে জয়ের মুখ দেখিয়েছেন বেন স্টোকস ৷ শেষ উইকেটে লিচকে সঙ্গে নিয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন তিনি ৷ তার উপর অস্ট্রেলিয়ার দুটো সহজ ক্যাচ ও রান আউট মিস করার ব্যর্থতা স্টোকসের কাজ সহজ করে দিয়েছিল । এর সঙ্গে টিম পেনের অনর্থক DRS-এর ব্যবহার ও গুরুত্বপূর্ণ সময়ে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার কাজটা কঠিন করে দিয়েছিল । সৌরভ অবশ্য ম্যাচের বিশ্লেষণ করতে চাননি । বরং স্টোকসের ইনিংসের সঙ্গে বার্বাডোজে ব্রায়ান লারার ম্যাচ জেতানো ইনিংসের তুলনা করেছেন ।

ইংল্যান্ডের এই জয়ের সঙ্গে অনেকেই 2001 সালে ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের মহাকাব্যিক জয়ের তুলনা করেছেন । সেই ম্যাচের অধিনায়ক সৌরভ বলছেন,"আমাদের কাজটা কঠিন ছিল। কারণ ফলো অন করে ম্যাচ জিতেছিলাম ।"

আসেজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও প্রাক্তন ভারত অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে বিরাট কোহলির দলের পারফরমেন্সকে পাত্তা দিতে রাজি নন । একই ভাবে রাহানের সেঞ্চুরি নিয়েও নিরুত্তাপ তিনি ।

Intro:অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের টেস্ট ম্যাচ ঘিরে রোমাঞ্চ উপভোগ করছেন সৌরভ গাঙ্গুলী। সোমবার বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থার অফিস থেকে বেরোনোর সময় তিনি বলেন কোন সন্দেহ নেই ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যে দূরন্ত ম্যাচ হয়েছে। এই কারনে আসেজ সেরা। বেন স্টোকের দুরন্ত ব্যাটিং ইংল্যান্ড কে হারের কিনারা থেকে জয়ের আলোয় পৌছে দিয়েছে। তার অপরাজিত 135 রান নিয়ে ক্রিকেট বিশ্ব উত্তাল। শেষ উইকেটে লিচকে সঙ্গে নিয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন স্টোকস। 76রানের পার্টনার শিপের মধ্যে 74 রান করেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার দুটো সহজ ক্যাচ মিস ও রান আউট করার ব্যর্থতা স্টোকসের কাজ সহজ করে দিয়েছিল।এর সঙ্গে অজি টিম পেনের অনর্থক ডিআরএসের ব্যবহার ও গুরুত্বপূর্ণ সময়ে আম্পায়ারের জঘন্য সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার কাজটা কঠিন করে দিয়েছিল।সৌরভ অবশ্য ম্যাচের বিশ্লেষণ করতে চাননি। বরং স্টোকসের ইনিংসের সঙ্গে বার্বাডোজে ব্রায়ান লারার ম্যাচ জেতানো ইনিংসের তুলনা করেছেন।
হারের দোড়গোড়া থেকে ইংল্যান্ডের জয় ছিনিয়ে নেওয়া। অনেকেই 2001সালে ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের মহাকাব্যিক জয়ের তুলনা করেছেন।সেই ম্যাচের অধিনায়ক সৌরভ বলছেন,"আমাদের কাজটা কঠিন ছিল।কারন ফলো অন করে ম্যাচ জিতে ছিলাম।
আসেজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও প্রাক্তন ভারত অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাট কোহলির দলের পারফরম্যান্স কে পাত্তা দিতে রাজি নন।একই ভাবে রাহানের সেঞ্চুরি নিয়ে সৌরভ নিরুত্তাপ।
সিএবির প্রেসিডেন্ট সৌরভ সংস্থার বহু প্রতিক্ষিত নির্বাচন পয়লা অক্টোবর হওয়ার ইঙ্গিত দিয়েছেন।
এদিন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি সিএবিতে এসেছিলেন। আসন্ন কলকাতা লিগ ডার্বিতে সৌরভ গাঙ্গুলী কে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন। পয়লা সেপ্টম্বর ডার্বিতে ইস্টবেঙ্গল ও মোহনবাগান পরস্পরের মুখোমুখি হবে। সৌরভ জানিয়েছেন তিনি উপস্থিত থাকার চেষ্টা করবেন।



Body:সৌরভ


Conclusion:
Last Updated : Aug 26, 2019, 11:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.