ETV Bharat / state

West Bengal Weather Update : শক্তি বাড়ালেও বঙ্গে 'অশনি' সংকেত নেই - অশনি ঘূর্ণিঝড়ের আপডেট

শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অশনি ৷ তবে পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের তেমন কোনও প্রভাব নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (West Bengal Weather Update) ৷

asani
অশনি
author img

By

Published : May 9, 2022, 6:52 AM IST

কলকাতা, 9 মে : ঘূর্ণিঝড় অশনি ধেয়ে এলেও বঙ্গে তার খুব একটা দাপট থাকবে না (Asani cyclone do not have much effect in Bengal says IMD) ৷ তবে অশনির জেরে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ইতিমধ্যেই ঘূর্ণিঝড় অশনির মোকাবিলায় সবরকমভাবে প্রস্তুতি নিয়েছে প্রসাশন ৷ সতর্ক রয়েছে কলকাতা পৌরনিগমও ৷ পুরকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে । ঝড়-বৃষ্টির দাপটে গাছ ভেঙে পড়লে বা রাস্তা আটকে গেলে যাতে সাধারণ মানুষকে অসুবিধায় না পড়তে হয় তার জন্য ক্রেন, বৈদ্যুতিক করাত এবং আর্থ মুভারগুলোকে তৈরি রাখা হচ্ছে (West Bengal Weather Forecast) ।

এদিকে যার আগমন ঘিরে রাজ্য তৎপর সেই ঘূর্ণিঝড় অশনি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বর্তমানে দক্ষিণ-পূর্ব এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে । দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনি উত্তর-পশ্চিম দিকে অর্থাৎ পূর্ব উপকূলের দিকে ঘণ্টায় 14 কিলোমিটার গতিবেগে এগিয়ে আসছে । রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অশনি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ।

আরও পড়ুন : Cyclone Asani Alert in Digha : আসছে অশনি ! বিপর্যয় মোকাবিলায় মকড্রিল দিঘায়

বর্তমানে কার নিকোবর দ্বীপপুঞ্জ থেকে 610 কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং আন্দামান দ্বীপপুঞ্জ থেকে 500 কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে । বর্তমানে বিশাখাপত্তনম উপকূল থেকে 810 কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পুরীর সমুদ্র উপকূল থেকে 880 কিলোমিটার দূরে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে রয়েছে অশনি ।

10 মে অর্থৎ মঙ্গলবার রাতে উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশের উত্তর এবং ওড়িশা উপকূলের কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে । পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম সংলগ্ন বঙ্গোপসাগরে অশনির পৌঁছে তারপর উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এগোতে পারে অশনি । আরও পরে ওড়িশা উপকূল ধরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে । ঘূর্ণিঝড় অশনির গতিপ্রকৃতির দিকে লক্ষ্য রেখে আলিপুর আবহাওয়া অফিস বলছে, বঙ্গে অশনির প্রভাব পড়ার সম্ভাবনা কম । তবুও ঝড়ের গতিবেগ তো ওইভাবে বলা যায় না ৷ তাই অশনি সামলাতে মোকাবিলার যাবতীয় ব্যবস্থাপনা করে রাখছে রাজ্য প্রশাসন ।

আরও পড়ুন : Cyclone Asani : ঘূর্ণিঝড় অশনির জেরে দুই জেলা সফর পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, 9 মে : ঘূর্ণিঝড় অশনি ধেয়ে এলেও বঙ্গে তার খুব একটা দাপট থাকবে না (Asani cyclone do not have much effect in Bengal says IMD) ৷ তবে অশনির জেরে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ইতিমধ্যেই ঘূর্ণিঝড় অশনির মোকাবিলায় সবরকমভাবে প্রস্তুতি নিয়েছে প্রসাশন ৷ সতর্ক রয়েছে কলকাতা পৌরনিগমও ৷ পুরকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে । ঝড়-বৃষ্টির দাপটে গাছ ভেঙে পড়লে বা রাস্তা আটকে গেলে যাতে সাধারণ মানুষকে অসুবিধায় না পড়তে হয় তার জন্য ক্রেন, বৈদ্যুতিক করাত এবং আর্থ মুভারগুলোকে তৈরি রাখা হচ্ছে (West Bengal Weather Forecast) ।

এদিকে যার আগমন ঘিরে রাজ্য তৎপর সেই ঘূর্ণিঝড় অশনি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বর্তমানে দক্ষিণ-পূর্ব এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে । দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনি উত্তর-পশ্চিম দিকে অর্থাৎ পূর্ব উপকূলের দিকে ঘণ্টায় 14 কিলোমিটার গতিবেগে এগিয়ে আসছে । রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অশনি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ।

আরও পড়ুন : Cyclone Asani Alert in Digha : আসছে অশনি ! বিপর্যয় মোকাবিলায় মকড্রিল দিঘায়

বর্তমানে কার নিকোবর দ্বীপপুঞ্জ থেকে 610 কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং আন্দামান দ্বীপপুঞ্জ থেকে 500 কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে । বর্তমানে বিশাখাপত্তনম উপকূল থেকে 810 কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পুরীর সমুদ্র উপকূল থেকে 880 কিলোমিটার দূরে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে রয়েছে অশনি ।

10 মে অর্থৎ মঙ্গলবার রাতে উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশের উত্তর এবং ওড়িশা উপকূলের কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে । পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম সংলগ্ন বঙ্গোপসাগরে অশনির পৌঁছে তারপর উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এগোতে পারে অশনি । আরও পরে ওড়িশা উপকূল ধরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে । ঘূর্ণিঝড় অশনির গতিপ্রকৃতির দিকে লক্ষ্য রেখে আলিপুর আবহাওয়া অফিস বলছে, বঙ্গে অশনির প্রভাব পড়ার সম্ভাবনা কম । তবুও ঝড়ের গতিবেগ তো ওইভাবে বলা যায় না ৷ তাই অশনি সামলাতে মোকাবিলার যাবতীয় ব্যবস্থাপনা করে রাখছে রাজ্য প্রশাসন ।

আরও পড়ুন : Cyclone Asani : ঘূর্ণিঝড় অশনির জেরে দুই জেলা সফর পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.