ETV Bharat / state

NITI Aayog: মমতার পথে হেঁটেই নীতি আয়োগের বৈঠক বয়কট কেজরিওয়ালের - নীতি আয়োগের বৈঠক বয়কট কেজরিওয়ালের

তৃণমূল নেত্রীর দেখানো পথেই হাঁটলেন কেজরিওয়াল ৷ নীতি আয়োগের বৈঠক বাতিল করার কথা জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷

Etv Bharat
মমতা ও কেজরি
author img

By

Published : May 26, 2023, 11:02 PM IST

কলকাতা, 26 মে: চলতি সপ্তাহেই রাজ্যে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ সেখান থেকেই জানিয়ে দিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বিরোধীদের হাত ধরেই চলতে চান তিনি । এবার মমতার দেখানো পথে হেঁটেই নীতি আয়োগের বৈঠক বয়কট করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ।

শুক্রবার অ-বিজেপি সরকারগুলিকে কাজ করতে দেওয়ার দাবি তুলে নীতি আয়োগের বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি । তাঁর বিরোধিতা একদিকে যেমন সুপ্রিম কোর্টের রায়ের পর দিল্লি সরকারের উপর জোর করে অধ্যাদেশ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে । একইভাবে তাঁর বয়কট বিরোধী রাজ্যগুলির উপর যেভাবে কেন্দ্রীয় সরকার দমনপীড়নের নীতি নিয়েছে তার বিরুদ্ধেও । এদিন প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে তাঁর গড় হাজিরার কথা জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ।

প্রসঙ্গত, অরবিন্দ কেজরিওয়ালের আগেই রাজ্যকে বঞ্চনা, নীতি আয়োগে তাঁকে বলতে না দেওয়ার অভিযোগ তুলে বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি অভিযোগ করেছিলেন, নীতি আয়োগের বৈঠকে ঘণ্টার পর ঘণ্টা তাকে বসিয়ে রাখার । এই অবস্থায় তার বদলে নীতি আয়োগের বৈঠকে রাজ্যের প্রতিনিধি পাঠানোর কথা বলেছিলেন তিনি । কিন্তু জানা গিয়েছে কেন্দ্রের তরফে নীতি আয়োগের বৈঠকে সেই প্রতিনিধিকে মেনে নেওয়া হয়নি । নবান্নের তরফে এই মর্মে চিঠি পাঠানো হয়েছিল ৷ সেখানে জানানো হয়েছিল তাঁর পরিবর্তে এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী অথবা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । কিন্তু কেন্দ্র রাজ্যের এই প্রতিনিধিদের বৈঠকে উপস্থিতির বিষয়ে অনুমোদন দিতে রাজি নয় । ফলে নীতি আয়োগের বৈঠক নিয়ে দেখা দিয়েছে কেন্দ্র রাজ্য সংঘাত ।

তবে মমতার সরকারের সেই আবেদনে কর্ণপাত করেনি কেন্দ্র । আগামিকাল অর্থাৎ 27 মে নীতি আয়োগের বৈঠকে রাজ্যের প্রতিনিধিত্ব থাকছে না বলেই জানা গিয়েছে ।

আরও পড়ুন : সময়ের আগেই পড়ে যেতে পারে কেন্দ্রের বিজেপি সরকার, দাবি মমতার

কলকাতা, 26 মে: চলতি সপ্তাহেই রাজ্যে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ সেখান থেকেই জানিয়ে দিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বিরোধীদের হাত ধরেই চলতে চান তিনি । এবার মমতার দেখানো পথে হেঁটেই নীতি আয়োগের বৈঠক বয়কট করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ।

শুক্রবার অ-বিজেপি সরকারগুলিকে কাজ করতে দেওয়ার দাবি তুলে নীতি আয়োগের বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি । তাঁর বিরোধিতা একদিকে যেমন সুপ্রিম কোর্টের রায়ের পর দিল্লি সরকারের উপর জোর করে অধ্যাদেশ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে । একইভাবে তাঁর বয়কট বিরোধী রাজ্যগুলির উপর যেভাবে কেন্দ্রীয় সরকার দমনপীড়নের নীতি নিয়েছে তার বিরুদ্ধেও । এদিন প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে তাঁর গড় হাজিরার কথা জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ।

প্রসঙ্গত, অরবিন্দ কেজরিওয়ালের আগেই রাজ্যকে বঞ্চনা, নীতি আয়োগে তাঁকে বলতে না দেওয়ার অভিযোগ তুলে বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি অভিযোগ করেছিলেন, নীতি আয়োগের বৈঠকে ঘণ্টার পর ঘণ্টা তাকে বসিয়ে রাখার । এই অবস্থায় তার বদলে নীতি আয়োগের বৈঠকে রাজ্যের প্রতিনিধি পাঠানোর কথা বলেছিলেন তিনি । কিন্তু জানা গিয়েছে কেন্দ্রের তরফে নীতি আয়োগের বৈঠকে সেই প্রতিনিধিকে মেনে নেওয়া হয়নি । নবান্নের তরফে এই মর্মে চিঠি পাঠানো হয়েছিল ৷ সেখানে জানানো হয়েছিল তাঁর পরিবর্তে এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী অথবা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । কিন্তু কেন্দ্র রাজ্যের এই প্রতিনিধিদের বৈঠকে উপস্থিতির বিষয়ে অনুমোদন দিতে রাজি নয় । ফলে নীতি আয়োগের বৈঠক নিয়ে দেখা দিয়েছে কেন্দ্র রাজ্য সংঘাত ।

তবে মমতার সরকারের সেই আবেদনে কর্ণপাত করেনি কেন্দ্র । আগামিকাল অর্থাৎ 27 মে নীতি আয়োগের বৈঠকে রাজ্যের প্রতিনিধিত্ব থাকছে না বলেই জানা গিয়েছে ।

আরও পড়ুন : সময়ের আগেই পড়ে যেতে পারে কেন্দ্রের বিজেপি সরকার, দাবি মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.