ETV Bharat / state

পুলিশ হেপাজতে রাঘিব, শর্তসাপেক্ষে জামিন আরসালানের

আরসালান পারভেজের বিরুদ্ধে নতুন ধারা যোগের আবেদন মঞ্জুর করেছে ব্যাঙ্কশাল কোর্ট ৷ তবে, শর্তসাপাক্ষে জামিন পেয়েছে সে ৷

আদালত চত্বরে
author img

By

Published : Aug 22, 2019, 5:16 PM IST

কলকাতা, 22 অগাস্ট : গাড়ি চালাচ্ছিল তার দাদা ৷ অথচ গ্রেপ্তারের পরও পুলিশকে সে কথা জানায়নি ৷ সেজন্য আরসালান পারভেজের বিরুদ্ধে তথ্য গোপনের ধারা যোগ হল ৷ তবে, শর্তসাপেক্ষে জামিন পেয়েছে আরসালান ও তার মামা মহম্মদ হামজ়া ৷ রাঘিব পারভেজ়কে 14 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট ৷

গত শনিবার রাতে লাউডন স্ট্রিটে একটি বেপরোয়া জাগুয়ার প্রথমে ধাক্কা মারে একটি মার্সিডিজ় গাড়িকে । তারপর ধাক্কা মারে 3 পথচারীকে । মৃত্যু হয় দু'জনের । গ্রেপ্তার করা হয় আরসালান রেস্তরাঁ চেনের মালিকের ছেলে আরসালান পারভেজ়কে ।

এই সংক্রান্ত আরও খবর : রাতের কলকাতায় গাড়ির ধাক্কায় মৃত 2 বাংলাদেশি

গতকাল সেই তদন্ত নয়া মোড় নেয় ৷ প্রাথমিকভাবে জানা গেছিল, গাড়িটি চালাচ্ছিল আরসালান ৷ কিন্তু তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে গাড়ি চালাচ্ছিল আরসালানের দাদা রাঘিব ৷ দুর্ঘটনার পরই দুবাইতে পালিয়েছিল সে ৷ পরে দেশে ফিরলে রাঘিবকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ ৷ রাঘিবকে পালাতে সাহায্য করেছিল হামজ়া ৷ তাই তাকেও গ্রেপ্তার করা হয় ৷

এই সংক্রান্ত আরও খবর : লাউডন স্ট্রিট দুর্ঘটনায় নয়া মোড়, ধৃত আরসালানের দাদা রাঘিব

এরপর আজ ধৃতদের ব্যাঙ্কশাল কোর্টে তোলে পুলিশ ৷ সরকারি আইনজীবীর তরফে আরসালানের উপর 201 ধারা চাপানোর দাবি করা হয় ৷ সে গাড়ি চালাচ্ছিল না । চালাচ্ছিল দাদা রাঘিব । তা সত্ত্বেও পুলিশকে কেন সেই তথ্য জানায়নি সে? আরসালান তথ্য গোপন করতে চেয়েছিল । এদিকে, রাঘিবকে পালাতে সাহায্য করার পাশাপাশি তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করেছিল হামজ়া ৷ সেজন্য তার বিরুদ্ধেও ভারতীয় দণ্ডবিধির 212 ধারা যোগ করার আবেদন করেন ৷ সেই আবেদন মঞ্জুর করেন বিচারক ৷ তবে, 5 হাজার টাকা ব্যক্তিগত বন্ডের বিনিময়ে আরসালান ও হামজ়াকে জামিনকে ছাড়া হয় ৷ তাদের পাসপোর্ট জমা রাখতে বলা হয়েছে ৷

এই সংক্রান্ত আরও খবর : এয়ারব্যাগের সূত্রেই জাগুয়ার দুর্ঘটনার তদন্তে নয়া মোড় !

কলকাতা, 22 অগাস্ট : গাড়ি চালাচ্ছিল তার দাদা ৷ অথচ গ্রেপ্তারের পরও পুলিশকে সে কথা জানায়নি ৷ সেজন্য আরসালান পারভেজের বিরুদ্ধে তথ্য গোপনের ধারা যোগ হল ৷ তবে, শর্তসাপেক্ষে জামিন পেয়েছে আরসালান ও তার মামা মহম্মদ হামজ়া ৷ রাঘিব পারভেজ়কে 14 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট ৷

গত শনিবার রাতে লাউডন স্ট্রিটে একটি বেপরোয়া জাগুয়ার প্রথমে ধাক্কা মারে একটি মার্সিডিজ় গাড়িকে । তারপর ধাক্কা মারে 3 পথচারীকে । মৃত্যু হয় দু'জনের । গ্রেপ্তার করা হয় আরসালান রেস্তরাঁ চেনের মালিকের ছেলে আরসালান পারভেজ়কে ।

এই সংক্রান্ত আরও খবর : রাতের কলকাতায় গাড়ির ধাক্কায় মৃত 2 বাংলাদেশি

গতকাল সেই তদন্ত নয়া মোড় নেয় ৷ প্রাথমিকভাবে জানা গেছিল, গাড়িটি চালাচ্ছিল আরসালান ৷ কিন্তু তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে গাড়ি চালাচ্ছিল আরসালানের দাদা রাঘিব ৷ দুর্ঘটনার পরই দুবাইতে পালিয়েছিল সে ৷ পরে দেশে ফিরলে রাঘিবকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ ৷ রাঘিবকে পালাতে সাহায্য করেছিল হামজ়া ৷ তাই তাকেও গ্রেপ্তার করা হয় ৷

এই সংক্রান্ত আরও খবর : লাউডন স্ট্রিট দুর্ঘটনায় নয়া মোড়, ধৃত আরসালানের দাদা রাঘিব

এরপর আজ ধৃতদের ব্যাঙ্কশাল কোর্টে তোলে পুলিশ ৷ সরকারি আইনজীবীর তরফে আরসালানের উপর 201 ধারা চাপানোর দাবি করা হয় ৷ সে গাড়ি চালাচ্ছিল না । চালাচ্ছিল দাদা রাঘিব । তা সত্ত্বেও পুলিশকে কেন সেই তথ্য জানায়নি সে? আরসালান তথ্য গোপন করতে চেয়েছিল । এদিকে, রাঘিবকে পালাতে সাহায্য করার পাশাপাশি তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করেছিল হামজ়া ৷ সেজন্য তার বিরুদ্ধেও ভারতীয় দণ্ডবিধির 212 ধারা যোগ করার আবেদন করেন ৷ সেই আবেদন মঞ্জুর করেন বিচারক ৷ তবে, 5 হাজার টাকা ব্যক্তিগত বন্ডের বিনিময়ে আরসালান ও হামজ়াকে জামিনকে ছাড়া হয় ৷ তাদের পাসপোর্ট জমা রাখতে বলা হয়েছে ৷

এই সংক্রান্ত আরও খবর : এয়ারব্যাগের সূত্রেই জাগুয়ার দুর্ঘটনার তদন্তে নয়া মোড় !

Intro:কলকাতা, 22 অগাস্ট: প্রত্যাশামতোই জামিন পেয়ে গেলেন আরসানাল পারভেজ। জামিন পেলেন তার মামা মহম্মদ হামজাও। তবে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হলো রাঘিব পারভেজকে। আজ ব্যাঙ্কশাল কোর্টের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Body:আজ আরসালান পারভেজ, রাঘিব পারভেজ,মহম্মদ হামজাকে আদালতে তোলে পুলিশ। সরকারি আইনজীবী আবেদন করেন,আরসালান পারভেজের ওপর 201 ধারা লাগু করা হোক। কারণ তিনি সে গাড়ি চালাচ্ছিল না। গাড়ি চালাচ্ছিলেন দাদা রাঘিব। তা সত্ত্বেও পুলিশ কে কেন জানাননি? তিনি তথ্য গোপন করতে চেয়েছিলেন। সেই সূত্রেই তার ওপর ২০১ ধারা যোগ করার আবেদন জানানো হয়। অন্যদিকে মহম্মদ হামজা অভিযুক্তকে পালিয়ে যেতে সাহায্য করেন। সঙ্গে তথ্য প্রমান লোপাট করার চেষ্টা করেন। এই অভিযোগে ভারতীয় দণ্ডবিধির 212 ধারা যোগ করতে আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে।

গত শনিবার রাতে লওডন স্ট্রিটে একটি বেপরোয়া জাগুয়ার গাড়ি প্রথমে ধাক্কা মারে একটি মার্সিডিজ গাড়িকে। তারপর ধাক্কা মারে 3 পথচারীকে। তাদের মধ্যে দুজন বাংলাদেশের নাগরিক। তাদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে গ্রেপ্তার করা হয় আর্সেনাল রেস্টুরেন্ট চেনের মালিকের ছেলে আরসানালকে।
Conclusion:পুলিশ সূত্রে জানা যায়, মৃত দুজনের নাম মইনুল আলম এবং ফারহানা ইসলাম তানিয়া। মইনুলের বয়স 36। তিনি বাংলাদেশের ঝিনাইদহর বাসিন্দা ছিলেন।আর তানিয়ার বয়স তিরিশ। তিনি ঢাকাবাসী। তৃতীয় ব্যক্তির অবশ্য তেমন বড় চোট লাগেনি। তাকে এসএসকেএম-এ প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তিনিও বাংলাদেশের নাগরিক। নাম কাজী মহম্মদ সফি রহমতউল্লাহ। বয়স ৩৬। দুর্ঘটনাগ্রস্ত মার্সিডিজ গাড়িতে থাকা ড্রাইভার প্যাসেঞ্জাররাও আহত হয়েছেন। তাদের নাম অমিত কাজারিয়া এবং কণিকা কাজারিয়া। তাদের অবশ্য পরিবারের লোকজন উদ্ধার করে নিয়ে যায়। পরে তাদের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করা হয়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.