ETV Bharat / state

প্রতারণার টাকায় বিলাসবহুল জীবন কাটাত ATM স্কিমিংয়ের কিংপিন সিলভিউ

author img

By

Published : Dec 11, 2019, 10:13 PM IST

Updated : Dec 12, 2019, 3:55 AM IST

তদন্তকারীদের মতে, ফোন করে ব্যাঙ্ক গ্রাহকদের প্রতারণার ঘটনা জামতারায় এখন রীতিমতো কুটির শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে । সেখানে রীতিমতো কর্পোরেট কায়দায় খোলা হয়েছে প্রতারণার অফিস । সেখান থেকে চালানো হচ্ছে সংগঠিত অপরাধ । অন্যদিকে গোটা পৃথিবীর কাছে পূর্ব ইউরোপের রোমানিয়া হয়ে উঠেছে স্কিমিং ও হ্যাকিংয়ের কেন্দ্র । গোয়েন্দা সূত্রে খবর, জেরায় সিলভিউ জানিয়েছে, রোমানিয়ায় তার পরিচিত ও বন্ধুদের অনেকেই এই কাজের সঙ্গে যুক্ত ।

Silviu
ধৃত সিলভিউ

কলকাতা, 11 ডিসেম্বর : ভারতে ATM স্কিমিং করে প্রতারণার ঘটনায় পূর্ব ইউরোপের রোমানিয়ার নাম একাধিক বার উঠে এসেছে । ঠিক যে ভাবে ভারতে ইতিপূর্বে সাইবার ক্রাইমের বিভিন্ন ঘটনার সঙ্গে ঝাড়খণ্ডের জামতারা এলাকার যোগসূত্র পেয়েছে পুলিশ । কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মার মতে ATM স্কিমিংয়ের ঘটনায় ঝাড়খণ্ডের জামতারা এলাকা যেন রোমানিয়ার সমগোত্রীয় ।

কলকাতায় সম্প্রতি ATM প্রতারণার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে রোমানিয়ার বাসিন্দা সিলভিউ ফ্লোরিন স্পিরিডনকে । তাকে জেরা করা হচ্ছে। তবে সিলভিউয়ের কাছ থেকে তথ্য বের করতে বেগ পেতে হচ্ছে গোয়েন্দাদের । অবশ্য তার গ্যাজেট পরীক্ষা করে কিছু তথ্য পাওয়া গেছে । যার ভিত্তিতে গোয়েন্দা প্রধান মুরলীধরের বক্তব্য, "এখনও পর্যন্ত মনে হচ্ছে সিলভিউ এই চক্রের কিংপিন । কারণ তার কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চক্রের অন্যান্যরা রিপোর্ট পাঠিয়েছে ।"

recovered
ধৃত সিলভিউয়ের থেকে উদ্ধার হওয়া জিনিস ।

তদন্তকারীদের মতে, ফোন করে ব্যাঙ্ক গ্রাহকদের প্রতারণার ঘটনা জামতারায় এখন রীতিমতো কুটির শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে । সেখানে রীতিমতো কর্পোরেট কায়দায় খোলা হয়েছে প্রতারণার অফিস । সেখান থেকে চালানো হচ্ছে সংগঠিত অপরাধ । অন্যদিকে গোটা পৃথিবীর কাছে পূর্ব ইউরোপের রোমানিয়া হয়ে উঠেছে স্কিমিং ও হ্যাকিংয়ের কেন্দ্র । গোয়েন্দা সূত্রে খবর, জেরায় সিলভিউ জানিয়েছে, রোমানিয়ায় তার পরিচিত ও বন্ধুদের অনেকেই এই কাজের সঙ্গে যুক্ত । সেখানে কার্যত ঘরে ঘরে লোকজন জানে ATM স্কিমিংয়ের কায়দা । চলতি বছরের মার্চে প্রথম ভারতে আসে সিলভিউ । তারপর মোট তিনবার এদেশে এসেছে সে । এরই মাঝে এপ্রিল মাসে কলকাতার ATM-এ বসানো হয় স্কিমার । অভিযোগ, সেই স্কিমার থেকেই তথ্য নিয়ে সে ফিরেছিল দেশে । পরে ভারতে ফিরে এসে সেই তথ্যের সাহায্যে সিলভিউ বিভিন্ন ব্যাঙ্ক গ্রাহকদের অ্য়াকাউন্ট থেকে গোপনে টাকা তুলেছিল । সেই টাকায় সে দিল্লিতে বিলাসবহুল জীবনযাপন করছিল । তদন্তকারীদের একজনের কথায়, "সরাব-শাবাব-কাবাব সবই চলছিল প্রতারণার টাকায় । দিল্লিতে যে হোটেলে সে ছিল তার ঘর ভাড়া ছিল প্রতিদিন 4 হাজার টাকা ।"

গোয়েন্দারা সিলভিউয়ের ল্যাপটপ, মোবাইল ফোন খতিয়ে কিছু তথ্য পেয়েছে । জানা গেছে, সে নিয়মিত ডার্কওয়েব সার্ফ করত । সেখান থেকে বিটকয়েন কিনেছিল । তথ্য বলছে, এক বিটকয়েনের সাম্প্রতিক দাম প্রায় 5 লাখ টাকা । সে 1 বিট কয়েন টাকা পাঠিয়েছিল বাড়িতে । অভিযোগ, 10 দিনের মধ্যে প্রায় 20 লাখ টাকা গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে হাতিয়েছে সিলভিউ । তার হোয়াটসঅ্যাপ থেকে পাওয়া গেছে প্রায় 350 টি সন্দেহজনক মেসেজ । যেখানে এই চক্রের অন্যান্যরা তাকে কার্ড সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট পাঠিয়েছে । পাশাপাশি তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ATM স্কিমিংয়ের যন্ত্র সহ অন্যান্য ডিভাইস । এছাড়া পাওয়া গেছে 55টি প্লাস্টিক কার্ড । যেগুলিতে বিভিন্ন ATM-এর তথ্যের ম্যাগনেটিক স্ট্রিপ লাগিয়ে প্রতারণা চালাচ্ছিল সে । আর সে সব দেখেই গোয়েন্দাদের ধারণা, ওই ব্যক্তি ATM প্রতারণার মাস্টারমাইন্ড ।

কলকাতা, 11 ডিসেম্বর : ভারতে ATM স্কিমিং করে প্রতারণার ঘটনায় পূর্ব ইউরোপের রোমানিয়ার নাম একাধিক বার উঠে এসেছে । ঠিক যে ভাবে ভারতে ইতিপূর্বে সাইবার ক্রাইমের বিভিন্ন ঘটনার সঙ্গে ঝাড়খণ্ডের জামতারা এলাকার যোগসূত্র পেয়েছে পুলিশ । কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মার মতে ATM স্কিমিংয়ের ঘটনায় ঝাড়খণ্ডের জামতারা এলাকা যেন রোমানিয়ার সমগোত্রীয় ।

কলকাতায় সম্প্রতি ATM প্রতারণার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে রোমানিয়ার বাসিন্দা সিলভিউ ফ্লোরিন স্পিরিডনকে । তাকে জেরা করা হচ্ছে। তবে সিলভিউয়ের কাছ থেকে তথ্য বের করতে বেগ পেতে হচ্ছে গোয়েন্দাদের । অবশ্য তার গ্যাজেট পরীক্ষা করে কিছু তথ্য পাওয়া গেছে । যার ভিত্তিতে গোয়েন্দা প্রধান মুরলীধরের বক্তব্য, "এখনও পর্যন্ত মনে হচ্ছে সিলভিউ এই চক্রের কিংপিন । কারণ তার কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চক্রের অন্যান্যরা রিপোর্ট পাঠিয়েছে ।"

recovered
ধৃত সিলভিউয়ের থেকে উদ্ধার হওয়া জিনিস ।

তদন্তকারীদের মতে, ফোন করে ব্যাঙ্ক গ্রাহকদের প্রতারণার ঘটনা জামতারায় এখন রীতিমতো কুটির শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে । সেখানে রীতিমতো কর্পোরেট কায়দায় খোলা হয়েছে প্রতারণার অফিস । সেখান থেকে চালানো হচ্ছে সংগঠিত অপরাধ । অন্যদিকে গোটা পৃথিবীর কাছে পূর্ব ইউরোপের রোমানিয়া হয়ে উঠেছে স্কিমিং ও হ্যাকিংয়ের কেন্দ্র । গোয়েন্দা সূত্রে খবর, জেরায় সিলভিউ জানিয়েছে, রোমানিয়ায় তার পরিচিত ও বন্ধুদের অনেকেই এই কাজের সঙ্গে যুক্ত । সেখানে কার্যত ঘরে ঘরে লোকজন জানে ATM স্কিমিংয়ের কায়দা । চলতি বছরের মার্চে প্রথম ভারতে আসে সিলভিউ । তারপর মোট তিনবার এদেশে এসেছে সে । এরই মাঝে এপ্রিল মাসে কলকাতার ATM-এ বসানো হয় স্কিমার । অভিযোগ, সেই স্কিমার থেকেই তথ্য নিয়ে সে ফিরেছিল দেশে । পরে ভারতে ফিরে এসে সেই তথ্যের সাহায্যে সিলভিউ বিভিন্ন ব্যাঙ্ক গ্রাহকদের অ্য়াকাউন্ট থেকে গোপনে টাকা তুলেছিল । সেই টাকায় সে দিল্লিতে বিলাসবহুল জীবনযাপন করছিল । তদন্তকারীদের একজনের কথায়, "সরাব-শাবাব-কাবাব সবই চলছিল প্রতারণার টাকায় । দিল্লিতে যে হোটেলে সে ছিল তার ঘর ভাড়া ছিল প্রতিদিন 4 হাজার টাকা ।"

গোয়েন্দারা সিলভিউয়ের ল্যাপটপ, মোবাইল ফোন খতিয়ে কিছু তথ্য পেয়েছে । জানা গেছে, সে নিয়মিত ডার্কওয়েব সার্ফ করত । সেখান থেকে বিটকয়েন কিনেছিল । তথ্য বলছে, এক বিটকয়েনের সাম্প্রতিক দাম প্রায় 5 লাখ টাকা । সে 1 বিট কয়েন টাকা পাঠিয়েছিল বাড়িতে । অভিযোগ, 10 দিনের মধ্যে প্রায় 20 লাখ টাকা গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে হাতিয়েছে সিলভিউ । তার হোয়াটসঅ্যাপ থেকে পাওয়া গেছে প্রায় 350 টি সন্দেহজনক মেসেজ । যেখানে এই চক্রের অন্যান্যরা তাকে কার্ড সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট পাঠিয়েছে । পাশাপাশি তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ATM স্কিমিংয়ের যন্ত্র সহ অন্যান্য ডিভাইস । এছাড়া পাওয়া গেছে 55টি প্লাস্টিক কার্ড । যেগুলিতে বিভিন্ন ATM-এর তথ্যের ম্যাগনেটিক স্ট্রিপ লাগিয়ে প্রতারণা চালাচ্ছিল সে । আর সে সব দেখেই গোয়েন্দাদের ধারণা, ওই ব্যক্তি ATM প্রতারণার মাস্টারমাইন্ড ।

Intro:কলকাতা, ১১ ডিসেম্বর: এটিএম স্কিমিং করে ব্যাংক প্রতারণার জন‍্য পূর্ব ইউরোপের রোমানিয়া যেন হয়ে উঠেছে ঝাড়খণ্ডের জামতারা। অন্তত কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মার মত তেমনটাই। কলকাতার সাম্প্রতিক এটিএম প্রতারণায় ঘটনায় ধৃত ধৃত রোমানীয় সিলভিউ ফ্লোরিন স্পিরিডনকে জেরা করে তেমনই তথ্য পাচ্ছে পুলিশ। রীতিমতো পাকা মাথার অপরাধী সিলভিউয়ের মুখ থেকে তথ্য বের করা একটু কঠিন হচ্ছে গোয়েন্দাদের। তবে তার গেজেট ঘেঁটে যে তথ্য পাওয়া গেছে, তা দেখে মুরলীধরের বক্তব্য, “ এখনো পর্যন্ত মনে হচ্ছে সিলভিউ এই চক্রের কিংপিন। কারণ তার কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডালের অন্যান্যরা রিপোর্ট পাঠিয়েছে। এছাড়াও পাওয়া গেছে আরও কিছু তথ্য। যা দেখে এমনটা মনে হচ্ছে আমাদের।"


Body:জামতারা রীতিমতো কুটির শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে ব্যাংক প্রতারণার বিষয়টিকে। ভারতের বিভিন্ন শহরের কাছে তারা এখন আতঙ্ক। রীতিমতো কর্পোরেট কায়দায় খোলা হয়েছে প্রতারণার অফিস। সেখান থেকে চালানো হচ্ছে সংগঠিত অপরাধ। আবার গোটা পৃথিবীর কাছে পূর্ব ইউরোপের রোমানিয়া হয়ে উঠেছে রীতিমতো আতঙ্ক। গোয়েন্দা সূত্রে খবর জেরায় সিলভিউ জানিয়েছে, রোমানিয়ায় তার চেনাশোনা এবং বন্ধু-বান্ধবদের অনেকেই এই কাজের সঙ্গে যুক্ত। সেখানে ঘরে ঘরে লোকজন জানে এটিএম স্কিমিংয়ের টেকনোলজি। তাদের কাছ থেকেই সে শিখেছে পদ্ধতি। তারপর গত মার্চ মাসে প্রথম ভারতে আসে। তারপর থেকে মোট তিনবার এদেশে এসেছে সে। গত এপ্রিল মাসে কলকাতার এটিএম-এ বসানো হয়েছিল স্কিমার। সেখান থেকে তথ্য নিয়ে সে ফিরেছিল দেশে। ফিরে এসে এবার সে তুলছিল টাকা। করছিল বিলাসবহুল জীবনযাপন। তদন্তকারীদের একজনের কথায়, “ সরাব-শাবাব-কাবাব সবই চলছিল প্রতারণার টাকায়। দিল্লিতে যে ঘরটিতে সে থাকছিল টাক ভাড়া ছিল প্রতিদিন 4 হাজার টাকা।"


Conclusion:গোয়েন্দারা তার ল্যাপটপ, মোবাইল খতিয়ে দেখে পেয়েছে বেশ কিছু তথ্য। জানা গেছে, তার অবাধ যোগাযোগ ছিল ডার্ক ওয়েবে। ইতিমধ্যেই সে অন্ধকার দুনিয়ায় বিটকয়েন কিনেছে। তথ্য বলছে, এক বিটকয়েন 5 লাখ টাকার সমান। সে ১ বিট কয়েন টাকা পাঠিয়েছে বাড়িতে। দিন দশেকের মধ্যেই প্রায় কুড়ি লক্ষ টাকা প্রতারণা করেছে ওই ব্যক্তি। তার হোয়াটসঅ্যাপ থেকে পাওয়া গেছে প্রায় 350 টি সন্দেহজনক মেসেজ। যেখানে এই চক্রের অন্যান্যরা কাকে পাঠিয়েছে কার্ড সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট। পাশাপাশি তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে এটিএম স্কিমিংয়ের যন্ত্র সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস। পাওয়া যাচ্ছে পঞ্চান্নটি প্লাস্টিক কার্ড। যেগুলিতে বিভিন্ন এটিএমের তথ্যের ম্যাগনেটিক স্ট্রিপ লাগিয়ে প্রতারণা চালাচ্ছিল সে। আর সেসব দেখেই গোয়েন্দাদের ধারণা, ওই ব্যক্তি এটিএম প্রতারণায় মাস্টারমাইন্ড।
Last Updated : Dec 12, 2019, 3:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.